
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট শেয়ার করে দাবি করা হচ্ছে, যুক্তরাষ্ট্রের ফুলব্রাইট স্কলারশিপ থেকে বাংলাদেশকে বাদ দেওয়া হল। পোস্টে অন্য একটি ফেসবুক পোস্টের স্ক্রিনশট শেয়ার করা হয়েছে যার ওপরে লেখা রয়েছে – যুক্তরাষ্ট্রের ফুলব্রাইট স্কলারশিপ থেকে বাংলাদেশিরা বাদ। পোস্টের ক্যাপশনে লেখা রয়েছে – সেনাবাহিনী প্রধান পুলিশের আইজিপি, র্যাবের ডিজি সহ ৭ জনকে যুক্তরাষ্ট্র নিষিদ্ধের পর এবার ফুল ব্রাইট স্কলারশিপ 😥 হাজারো লক্ষ ছাত্র-ছাত্রীদের স্বপ্ন শেষ হয়ে গেলো।😭।
তথ্য যাচাই করে আমরা দেখতে পেয়েছি এই দাবি ভিত্তিহীন এবং বিভ্রান্তিকর। যুক্তরাষ্ট্রের ফুলব্রাইট স্কলারশিপ থেকে বাংলাদেশকে বাদ দেওয়ার খবরটি একবারেই ভুয়া।
তথ্য যাচাই
এই দাবির সত্যতা যাচাই করতে প্রথমে কিওয়ার্ড সার্চ করে জানতে পারি, ‘যুক্তরাষ্ট্রের ব্যুরো অব এডুকেশনাল অ্যান্ড কালচারাল অ্যাফেয়ার্স’ বিভাগ দ্বারা আন্তর্জাতিক শিক্ষার্থীদের এই এই ফুলব্রাইট বৃত্তি প্রদান করা হয়। ‘Bureau Of Educational And Cultural Affairs’-এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে জানা যায় ভাইরাল দাবিটি ভুয়ো। ‘ফুলব্রাইট ইন বাংলাদেশ’ পেজে স্পষ্টভাবে লেখা রয়েছে, বাংলাদেশের ছাত্রছাত্রীরা এই বৃত্তির জন্য আবেদন করতে পারবে।
এই পেজ থেকেই জানতে পারি, ২০২১-২২ শিক্ষাবর্ষের জন্য বাংলাদেশে পাঠরত মার্কিন ছাত্রছাত্রী এবং মার্কিন স্কলারদের জন্য ফুলব্রাইট স্কলারশিপ স্থগিত রাখা হয়েছে।
এছাড়া, মার্কিন দূতাবাস ঢাকার অফিসিয়াল ফেসবুক পেজ থেকে একটি পোস্ট করে জানানো হয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রে পড়াশুনা করতে ইচ্ছুক শিক্ষার্থীরা ফুলব্রাইট স্কলারশিপের জন্য আবেদন করতে পারেন। আবেদনের শেষ তারিখ ২১ ডিসেম্বর।
নিষ্কর্ষঃ তথ্য যাচাই করে ফ্যাক্ট ক্রিসেন্ডো সিদ্ধান্তে এসেছে উপরোক্ত দাবিটি ভুল ও ভিত্তিহীন। যুক্তরাষ্ট্রের ফুলব্রাইট স্কলারশিপ থেকে বাংলাদেশকে বাদ দেওয়ার খবরটি একবারেই ভুয়া।

Title:যুক্তরাষ্ট্রের ফুলব্রাইট স্কলারশিপ থেকে বাংলাদেশকে বাদ দেওয়া খবরটি ভুয়া
Fact Check By: Rahul AResult: False