সম্প্রতি সামাজিক যোগাযোগ ফেসবুকে একটি ভিডিও শেয়ার করে দাবি করা হচ্ছে, ইসলাম ধর্মের নবী হযরত মুহাম্মাদ (সা:) বিরোধী মন্তব্য করায় ভারতের প্রাক্তন বিজেপি নেত্রী নুপুর শর্মার বাড়িতে হামলা চালানো হল। পোস্টের ভিডিওতে দেখা যাচ্ছে অনেকগুলি লোকের একটি ভিড় একটি বাড়ির মুখ্য দরজায় দায়িত্বে থাকা পুলিশকে উপেক্ষা করে ঢুকে পড়ছে। ভিড়কে নিয়ন্ত্রনে আনতে পুলিশ লাঠিচার্জ করছে।

পোস্টের ক্যাপশনে লেখা রয়েছে, “ভারতের নুপুর শর্মার বাড়িতে হামলা।”

তথ্য যাচাই করে আমরা জানতে পারি পোস্টের দাবি ভুয়া ও বিভ্রান্তিকর। ভারতের ওড়িশা রাজ্যের ভদ্রক জেলায় বিজেপি সমর্থকদের কালেক্টর অফিসে জোরপূর্বক ঢোকার পুরনো ভিডিওকে নূপুর শর্মার বাড়িতে হামলা দাবি করে ভুয়া পোস্ট ভাইরাল করা হচ্ছে।

ফেসবুক পোস্ট

প্রসঙ্গত, সম্প্রতি ভারতের রাজনৈতিক দল বিজেপির নেতা নূপুর শর্মা এবং নবীন জিন্দাল ইসলাম ধর্মের নবী হযরত মুহাম্মাদকে (সা:) নিয়ে বিতর্কিত মন্তব্য করে। এর পরেই ভারত সহ দেশের বিভিন্ন জায়গায় প্রতিবাদ মিছিলের ঘটনা আসে। ভারতের বিভিন্ন জায়গায় এই ঘটনাকে কেন্দ্র করে অশান্তির সৃষ্টি হয়।

তথ্য যাচাই

এই দাবির সত্যতা যাচাই করতে আমরা ভিডিওটিকে ভালোভাবে পর্যবেক্ষণ করি। ভালোভাবে লক্ষ্য করে দেখতে পাই ভিডিওর উপরে লেখা রয়েছে, “ODISHA TELEVISION LTD”। গুগল সার্চের মাধ্যমে জানতে পারি এটি একটি ওড়িয়া সংবাদমাধ্যম। ওড়িয়া হল ভারতের ওড়িশা রাজ্যের প্রধান ভাষা।

“ODISHA TELEVISION LTD” এর খবরের চ্যানেলের নাম হল “OTV” অর্থাৎ ওড়িশা টিভি। ভাইরাল ভিডিও কেন্দ্রিক উপস্থাপনটি ২০২২ সালের ৬ জানুয়ারী তারিখে আপলোড করা হয়েছে যার শিরোনামে লেখা রয়েছে, “পঞ্চায়েত নির্বাচনে ওবিসি সংরক্ষণ। ভদ্রকে পুলিশের সঙ্গে বিজেপি কর্মীদের ধস্তাধস্তি।”

ওড়িশা টিভির ফেসবুক পেজে ভাইরাল এই ভিডিওটি ৬ জানুয়ারি, ২০২২, তারিখেই পোস্ট করা হয়েছে এবং ক্যাপশনের মাধ্যমে ভিডিওটিকে ওড়িশার বলে জানানো হয়েছে।

প্রসঙ্গত, ওড়িশা ২০২২ পঞ্চায়েত ভোটে ও বি সি গোষ্ঠীর সংরক্ষনের দাবিতে বিক্ষুদ্ধ বিজেপি সমর্থকরা ভদ্রক জেলার কালেক্টর অফিসে হামলা চালিয়েছিল। বিস্তারিত পড়ুন এখানে, এখানে

উপরোক্ত তথ্য এবং প্রমাণ থেকে স্পষ্ট হয়ে যায় এই ভিডিওর সাথে নুপুর শর্মা বিতর্কের কোনও সম্পর্ক নেই।

নিষ্কর্ষঃ তথ্য যাচাই করে ফ্যাক্ট ক্রিসেন্ডো সিদ্ধান্তে এসেছে উপরোক্ত দাবিটি ভুল ও ভিত্তিহীন। ভারতের ওড়িশা রাজ্যের ভদ্রক জেলায় বিজেপি সমর্থকদের কালেক্টর অফিসে জোরপূর্বক ঢোকার পুরনো ভিডিওকে নূপুর শর্মার বাড়িতে হামলা দাবি করে ভুয়া পোস্ট ভাইরাল করা হচ্ছে।

Avatar

Title:ভারতের ওড়িশা রাজ্যের সরকারি অফিসে হামলার পুরনো ভিডিওকে নুপুর শর্মার বাড়িতে হামলা দাবি করে ভুয়া পোস্ট ভাইরাল

Fact Check By: Rahul A

Result: False