সম্প্রতি সামাজিক মাধ্যম ফেসবুকে একটি ভিডিও যেখানে পাহাড়ি জায়গা থেকে হু-হু করে জল নামতে দেখা যাচ্ছে এবং তারই মাঝে অসহায় অবস্থায় দাড়িয়ে আছে কয়েকজন লোক যা শেয়ার করে সেটিকে সিলেটের ভিডিও বলে দাবি করা হচ্ছে। ৪৯ সেকেন্ডের এই ভিডিওটি শেয়ার করে ক্যাপশনে লেখা হয়েছে,”পাহাড়ি ঢলে পানি বাংলাদেশের সিলেটের দিকে অগ্রসর হচ্ছে। ভারতের একটি পরিবার শেষ!”

তথ্য যাচাই করে জানতে পারি দাবিটি ভুয়ো ও বিভ্রান্তিকর। ভিডিওটি আসলে ভারতের মহারাষ্ট্র রাজ্যের লোনাভলার।

ফেসবুক পোস্ট

তথ্য যাচাইঃ

এই দাবির সত্যতা যাচাই করতে ভিডিওর কি ফেম গুলোকে গুগলে রিভার্স ইমেজ সার্চ করি। ফলে, ভাইরাল এই ভিডিও কেন্দ্রিক অনেক সংবাদ প্রতিবেদন পেয়ে যায়। ভারতীয় সংবাদ মাধ্যম এনডি টিভির সংবাদ উপস্থাপন অনুযায়ী, ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের মুম্বাইয়ের কাছে অবস্থিত লোনাভলার ভুসি বাঁধের কাছে।

‘টাইমস অফ ইন্ডিয়া’র প্রতিবেদন অনুযায়ী, ১ জুলাই তারিখের দুপুর ১৩০ মিনিটের দিকে ঘটনাটি ঘটে। পুনের একটি পরিবার জনপ্রিয় পর্যটন কেন্দ্র লোনাভলার ভুসি বাঁধের কাছে ছুটি কাটাতে গিয়েছিলেন। কয়েকদিনের অবিরাম বর্ষণে হঠাৎ করেই জলপ্রপাত বেড়ে গিয়েছিল এবং যার শিকার হয় ৫ জনের এই পরিবার। জলের স্রোতে মোট আটকা পড়ে দশ জন যার মধ্যে পাঁচজন পালাতে সক্ষম হলেও প্রবল স্রোতে পাঁচজন ভেসে যায়। অনুসন্ধান ও উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এক মহিলা এবং দুই মেয়ের মৃতদেহ উদ্ধার করেছে এবং নিখোঁজ দুই শিশুকে খুঁজে বের করার প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

প্রতিবেদন আর্কাইভ

দি মিন্ট সহ অন্যান্য ভারতীয় প্রতিবেদন থেকেও একই তথ্য জানা যায়। দি মিন্টের প্রতিবেদন অনুযায়ী, শাহিস্তা আনসারি (৩৬), আমিমা আনসারি (১৩) এবং উমেরা আনসারির (৮) মৃতদেহ উদ্ধার করা হয়েছে। আদনান আনসারি (৮) ও মারিয়া সায়াদ (৯) নিখোঁজ রয়েছেন। পরিবারটি পুনের সায়াদ নগরে থাকে।

প্রতিবেদন আর্কাইভ

নিষ্কর্ষঃ তথ্য ও প্রমানের ভিত্তিতে ফ্যাক্ট ক্রিসেণ্ডো এই সিদ্ধান্যে উপনীত হয়েছে যে, পাহাড়ি ঢলে সিলেটের এক পরিবারের ভেসে যাওয়ার দাবিটি মিথ্যা। ভিডিওটি সিলেটের নয় বরং ভারতের মহারাষ্ট্র রাজ্যের মুম্বাইয়ের লোনাভলার।

Avatar

Title:জলের স্রোতে একই পরিবারের পাঁচজনের ভেসে যাওয়ার ভিডিওটি বাংলাদেশের নয় বরং ভারতের

Fact Check By: Nasim Akhtar

Result: False