
সম্প্রতি সোশ্যাল মিডিয়া ফেসবুকে একটি ভিডিও শেয়ার করে দাবি করা হচ্ছে যে, তুরস্কের ভূমিকম্পের পর এক ছোট্ট শিশু মেয়ে তার নবজাতক ভাইকে বুকের দুধ খাওয়াচ্ছে। পোস্টের ভিডিওতে দেখা যাচ্ছে একজন শিশু মেয়ে একজন নবজাতক শিশুকে তার বুকের দুধ খাওয়ানোর চেষ্টা করছে।
পোস্টের ক্যাপশনে লেখা হয়েছে, “তুরস্ক ভূমিকম্প|বোন ভাইকে দুধ খাওয়ার ঘটনায় বিশ্ব কাঁদলেন💔😢।“
তথ্য যাচাই করে আমরা দেখতে পেয়েছি এই দাবি ভুয়া এবং বিভ্রান্তিকর। পুরনো এবং অপ্রাসঙ্গিক ভিডিওকে তুরস্ক ভুমিকম্পের সাথে জুড়ে ভাইরাল করা হচ্ছে।
তথ্য যাচাই
এই দাবির সত্যতা যাচাই করতে আমরা ফেসবুকে কিওয়ার্ড সার্চের মাধ্যমে এই একই ভিডিও অনেক ফেসবুক ব্যবহারকারির দ্বারা পোস্ট করা মিলে। সেই ভিডিওগুলোতে টিকটকের লোগো দেখা যায় এবং তাতে ’anelya.495’ নামের এক টিকটক ব্যবহারকারীর ওয়াটারমার্ক ও দেখা যায়।

অন্য পোস্ট গুলো এখানে, এখানে
তারপর টিকটকে ’anelya.495’ নামের প্রোফাইলে নবজাতক শিশুকে দুগ্ধপান করানোর ভাইরাল এই ভিডিও খুঁজে পেয়ে যায়। ভিডিওটি ২০২২ সালের ২৬ নভেম্বর তারিখে আপলোড করা হয়েছে। ক্যাপশনে লেখা ভাষাটি বেলারুশিয়ান যা বেলারুশের কথিত ভাষা।

এই ছোট মেয়েটির আরও কয়েকটি ভিডিও এই টিকটক অ্যাকাউন্টে পাওয়া যায়।

আমরা জানি যে, তুরস্কে ভুমিকম্পের হানা দিয়েছে ৬ ফেব্রুয়ারি,২০২৩, তারিখে যেখানে ভাইরাল এই ভিডিওটি ২৬ নভেম্বর,২০২২, তারিখে টিকটকে আপলোড করা হয়েছে। এখান থেকে স্পষ্ট হয় ভাইরাল ভিডিওটি তুরস্ক ভুমিকম্পের সাথে সম্পর্কিত নয়।
নিষ্কর্ষঃ তথ্য যাচাই করে ফ্যাক্ট ক্রিসেণ্ডো সিদ্ধান্তে এসেছে উপরোক্ত দাবিটি ভুয়া। পুরনো এবং অপ্রাসঙ্গিক ভিডিওকে তুরস্ক ভুমিকম্পের সাথে জুড়ে ভাইরাল করা হচ্ছে।

Title:তুরস্ক ভূমিকম্পঃ বোন কর্তৃক ছোট ভাইকে বুকের দুধ পান করানোর ভাইরাল ভিডিওটি পুরনো এবং অপ্রাসঙ্গিক
Fact Check By: Nasim AkhtarResult: False