
সর্বশেষ ইসলামিক পয়গম্বর, নবী হজরত মুহাম্মদের (সঃ) জন্মগ্রহণের দিনটিকে একটি ঈদ হিসেবে পালিত করে থাকে মুসলমান সম্প্রদায়ের একাংশ। এই দিনটিকে ঈদ-এ-মিলাদ বা মিলাদুন্নাবি বলা হয়। বিগত মাসের ২৭-২৮ তারিখে পালিত হয়েছে এই মিলাদ্দুন্নাবি বিশ্বের বিভিন্ন প্রান্তে। এই প্রসঙ্গে একটি ভিডিও শেয়ার করে সেটিকে সৌদি আরবে মিলাদ্দুন্নাবি পালনের ভিডিও বলে দাবি করা হচ্ছে। ৪ মিনিট ১৪ সেকেন্ডের এই ভিডিওতে লক্ষ্ লক্ষ্ লোকের সমাগম এবং মাঝে মাঝে সবুজ-সাদা রঙের পতাকায় আরবীতে কিছু লেখাও দেখা যাচ্ছে।
ভিডিওর ক্যাপশনে লেখা হয়েছে,” সৌদি আরবে যথাযত মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবীর জুলুস….।“
তথ্য যাচাই করে আমরা দেখতে পেয়েছি পোস্টের দাবিটি ভুয়ো ও বিভ্রান্তিকর। ইয়েমেন দেশের রাজধানী সানাতে মিলাদ্দুন্নাবির জুলুসের ভিডিওকে সৌদি আরবের বলে শেয়ার করা হচ্ছে।
তথ্য যাচাই
ভিডিওর আসল উৎস খুঁজতে ভিডিওটিকে ইনভিড টুলের মাধ্যমে কি ফ্রেমে ভাগ করে গুগল রিভার্স ইমেজ সার্চ করি। ফলে, একই স্থানের একই রকমের একটি ভিডিও ইয়েমেনের বাসিন্দা ও সাংবাদিক সালেহ-আল-বাতাতি নামের এক ব্যাক্তির টুইটার প্রোফাইলে পাই। ভিডিওটি টুইট করে ক্যাপশনে লিখেছেন,” নবী মুহাম্মদ (মওলিদ আন-নবী) এর জন্মদিন উপলক্ষে ইয়েমেনের সানায় এই বিশাল সমাবেশ।“ ভিডিওতে দেখতে পাওয়া বিল্ডিং গুলোর ধরন, রাস্তার মাঝে পতাকা এবং সেই জায়গার ড্রোন ভিউ মিলে যায় ভিডিওর দৃশ্যের সাথে।
উপরোক্ত তথ্য মাথায় রেখে গুগলে প্রাসঙ্গিক কিওয়ার্ড সার্চের মাধ্যমে এই ভিডিও কেন্দ্রিক একটি সংবাদ উপস্থাপন পেয়ে যায়। TRT World Now-এর উপস্থাপনেও এটিকে ইয়েমেনের রাজধানী সানাতে মিলাদ্দুন্নাবি উদযাপনের বলে জানানো হয়।
গুগল ম্যাপ্সে সানা শহরের সেই মসজিদের অবস্থানটি দেখুন এখানে।
এই বছর উদযাপিত মিলাদ্দুন্নাবির ভিডিওটি ক্লিক করুন এখানে। এখানেও ভিডিওর দৃশ্যগুলো ভাইরাল ফেসবুক পোস্টের ভিডিওর সাথে মিল খেয়ে যায়। যা থেকে স্পষ্ট হয় যে, ফেসবুক পোস্টের দাবিটি মিথ্যা।
নিষ্কর্ষঃ তথ্য যাচাই করে ফ্যাক্ট ক্রিসেণ্ডো সিদ্ধান্তে এসেছে উপরোক্ত দাবিটি বিভ্রান্তিকর। ভিডিওটি সৌদি আরবের নয়, ইয়েমেনের রাজধানী সানাতে ঈদে মিলাদ্দুন্নবি উদযাপনের জুলুস।

Title:ইয়েমেনের রাজধানী ‘সানা’তে ঈদে মিলাদুন্নবি উদযাপনের পুরনো ভিডিও সৌদি আরবের নামে শেয়ার
Written By: Nasim AkhtarResult: False