ম্যানহোলে জমে প্লাস্টিক জঞ্জালের ছবিটি ঢাকা শহরের নয়, ভারতের পাটনা শহরের
ভূগর্ভস্থ নর্দমা নালির মুখে প্লাস্টিকের জঞ্জাল যুক্ত একটি ছবি সম্প্রতি সময়ে যোগাযোগ মাধ্যম ফেসবুকে শেয়ার করে সেটিকে ঢাকা শহরের বলে দাবি করা হচ্ছে। ছবিটি শেয়ার করে ক্যাপশনে লেখা হয়েছে,” ঢাকা শহরের পানি ম্যানহোলেই আটকা,বের হবে কিভাবে? ঢাকার চারপাশে নদী, তবুও বৃষ্টির পানি বের হবার জায়গা নেই।একটি ম্যানহোলের ঢাকনা খোলার পর এই চিত্র। ভেবে দেখুন,তাহলে পুরো ঢাকা সিটির কি অবস্থা। যারা দায়িত্বে থাকে তাদের কথা আর কি বলবো, তারা সবসময় এক রকম মুখে বুলি, কাজে ঠনঠন। সচেতনতার বিকল্প নেই, নিজেরাই দায়িত্ব নিতে হবে এই পরিস্থিতি মোকাবেলার জন্য।“
তথ্য যাচাই করে আমরা দেখতে পেয়েছি পোস্টের দাবিটি ভুয়ো। ভারতের পাটনা শহরের ম্যানহোলে প্লাস্টিক জঞ্জালের একটি পুরনো ছবিকে ঢাকা শহরের দাবিতে শেয়ার করা হচ্ছে।
উল্লেখ্য, ২১ সেপ্টেম্বর তারিখের সন্ধ্যা থেকে মধ্য রাত অবধি তুমুল বৃষ্টি সঙ্গে চলে বজ্রপাত ও দমকা হাওয়া রাজধানী ঢাকাতে। ষ্টিতে সৃষ্ট জলাবদ্ধতার কারণে রাজধানীর বিভিন্ন সড়কে কার্যত যান চলাচল বন্ধ হয়ে যায়। মিরপুরে কমার্স কলেজ–সংলগ্ন ঝিলপাড় বস্তির বিপরীত পাশে জলাবদ্ধ সড়কে বিদ্যুতের তাঁর ছিঁড়ে পড়ে। এতে জলমগ্ন সড়কে বিদ্যুৎস্পৃষ্ট হন একই পরিবারের চারজন। তাঁদের তিনজনই মারা গেছেন। ওই পরিবারের সাত মাস বয়সী এক শিশু গুরুতর অবস্থায় ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশের ভাষ্যমতে, এই পরিবারকে বাঁচাতে গিয়ে আরেক তরুণ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন।
তথ্য যাচাইঃ
এই ছবির আসল উৎস খুঁজতে ছবিটিকে গুগল রিভার্স ইমেজ সার্চ করি। ফলে, দিল্লি বিশ্ববিদ্যালয়ের স্বাধীন সংবাদপত্র DU Beat-এর ২১ অক্টোবর,২০১৯, তারিখের প্রতিবেদনে এই ছবির উল্লেখ পাওয়া যায়। প্রতিবেদন অনুযায়ী, ম্যানহোলে জঞ্জালের এই ছবিটি ভারতের বিহার রাজ্যের রাজধানী পাটনা শহরের। সেই বছর বিহারে ভয়াবহ বৃষ্টি স্বাভাবিক স্বাভাবিক জীবনকে বিপর্যস্ত করেছিল। কোমর-গভীর পানিতে তলিয়ে গেছে বেসরকারি হাসপাতাল, মেডিকেল স্টোরসহ বিভিন্ন দোকানপাট।
২০১৯ সালে বিহারে ভয়াবহ বৃষ্টিকে ঘিরে প্রকাশিত ভারতীয় সংবাদমাধ্যম দি ওয়্যার-এর প্রতিবেদনেও ছবিটি পাওয়া যায়। এখানেও ছবিটিকে বিহারের পাটনা শহরের বলে জানানো হয়েছে।
নিষ্কর্ষঃ তথ্য যাচাই করে ফ্যাক্ট ক্রিসেণ্ডো সিদ্ধান্তে এসেছে উপরোক্ত দাবিটি ভুয়ো। ভারতের পাটনা শহরের ম্যানহোলে প্লাস্টিকের জঞ্জালের একটি পুরনো ছবিকে ঢাকা শহরের দাবিতে শেয়ার করা হচ্ছে।
Title:ম্যানহোলে জমে প্লাস্টিক জঞ্জালের ছবিটি ঢাকা শহরের নয়, ভারতের পাটনা শহরের
Written By: Nasim AkhtarResult: False