শেখ হাসিনার আয়নাঘরের কথা স্বীকার করার ভিডিওটি কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে তৈরি 

Altered Political

শেখ হাসিনার সাক্ষাৎকারের একটি ভিডিও সামাজিক মাধ্যমে পোস্ট করে দাবি করা হচ্ছে যে, বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী আয়নাঘরের অস্তিত্বের কথা স্বীকার করছেন। ভিডিওটিতে হাসিনাকে বলতে শোনা যাচ্ছে কীভাবে এবং কোন উদ্দেশ্যে আয়নাঘর তৈরি করা হয়েছিল এবং কীভাবে বিরোধীদের আয়নাঘরে বন্দী করে নৃশংস অত্যাচার করা হয়েছিল। 

ভিডিওটি শেয়ার করে ক্যাপশনে লেখা হয়েছে,”হাসিনার স্বীকারোক্তি—কীভাবে আয়নাঘর তৈরি হলো, কীভাবে নির্যাতন ও ভয়ের মাধ্যমে আয়নাঘরে দিনের পর দিন আটকে রাখা হয়।“

তথ্য যাচাইয়ের মাধ্যমে আমরা পেয়েছি ভিডিওটি সম্পাদিত। 

ফেসবুক পোস্ট 

তথ্য যাচাইঃ 

ভিডিওটি পর্যবেক্ষণের সময় তার কথার সাথে ঠোঁটের তাল,এবং হঠাৎ হঠাৎ স্লাইড পরিবর্তন হয়ে যাচ্ছে লক্ষ্য করা যায়। যা থেকে ভিডিওর সত্যতা নিয়ে আমাদের মনে প্রশ্ন জাগে। 

ভিডিওটি শেষ অবধি দেখলে ৩ মিনিট ৫ সেকেন্ডে একটি স্পষ্টীকরনে জানানো হয়েছে ভিডিওটি কৃত্রিম বুধিমত্তাকে কাজে তৈরি করা। 

এই ভিডিওর সত্যতা যাচাই করতে আমরা ভিডিওর কি ফ্রেমগুলোকে গুগলে রিভার্স ইমেজ সার্চ করি। ফলে, ভিডিওতে দেখতে পাওয়া সাংবাদিককে দেওয়া সাক্ষাৎকারের হুবহু একটি ভিডিও ‘BBC News বাংলা’র ইউটিউব চ্যানেলে পাওয়া যায়। ভিডিওটি ২০১৯ স্লাএর ৬ আগস্টে আপলোড করা হয়েছে এবং শিরোনামে লেখা হয়েছে,”শেখ হাসিনা: নির্বাচন, গণতন্ত্র, মানবাধিকারসহ সাম্প্রতিক ইস্যু নিয়ে বিবিসির মুখোমুখি প্রধানমন্ত্রী।“ 

২২৫২ মিনিটের দীর্ঘ এই সাক্ষাৎকারের ভিডিওতে বাংলাদেশে প্রশ্নবিদ্ধ নির্বাচন ও ত্রুটিপূর্ণ গণতন্ত্র, মানবাধিকার ও মত প্রকাশের স্বাধীনতা, আইন-শৃঙ্খলা বাহিনীর হেফাজতে নির্যাতন ও হত্যা, ব্যাংকিং খাতের নাজুক অবস্থা,  পদ্মা সেতুতে কাটা মাথার গুজব ও তাকে কেন্দ্র করে গণপিটুনিতে হত্যা, ডেঙ্গু জ্বর নিয়ে ঢাকার দুই সিটি কর্পোরেশনের ব্যর্থতা, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি সত্ত্বেও দেশ ছেড়ে যেতে গিয়ে কেন নিন্মবিত্ত আয়ের লোকেরা ভূ-মধ্যসাগরে মারা যাওয়ার ঘটনা নিয়ে আলোচনা করা হয়েছে। ভিডিওর কোথাও সাবেক প্রধানমন্ত্রীকে আয়নাঘর নিয়ে কথা বলতে শোনা যায়নি। যা থেকে স্পষ্ট হয় যে, ফেসবুক পোস্টের সংশ্লিষ্ট ভিডিওটি সম্পাদিত। 

তাছাড়া, আমরা ফেসবুক পোস্টের সংশ্লিষ্ট ভিডিওটি ‘ঘটনা | Ghotona’, ‘RTNews24 BD’ নামক ইউটিউব চ্যানেলে পাওয়া যায় যেখানে বলা হয়েছে ভিডিয়োটি কৃত্রিম বুদ্ধিমত্তা দ্বারা তৈরি করা হয়েছে। 

নিষ্কর্ষঃ  তথ্য যাচাইয়ের মাধ্যমে ফ্যাক্ট ক্রিসেণ্ডো এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে, শেখ হাসিনার আয়নাঘরের কথা স্বীকার করার ভিডিওটি কৃত্রিম বুদ্ধিমত্তা দ্বারা তৈরি করা। 

Avatar

Title:শেখ হাসিনার আয়নাঘরের কথা স্বীকার করার ভিডিওটি কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে তৈরি

Fact Check By: Nasim Akhtar 

Result: Altered

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *