
১৯ সেপ্টেম্বর খ্যাতনামা গায়ক জুবিন গর্গের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে সারা দেশে। অসমের মুখ্যমন্ত্রীসহ বহু রাজনৈতিক নেতা, সঙ্গীতশিল্পী ও ভক্তরা তাঁর অকাল মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। জানা গেছে, ব্যক্তিগত সফরে সিঙ্গাপুরে থাকা অবস্থায় ছুটি কাটাতে গিয়ে স্কুবা ডাইভিং করছিলেন তিনি। এ সময় হঠাৎ শ্বাসকষ্টে ভুগে জলের নিচে অচেতন হয়ে পড়েন। দ্রুত তাঁকে উদ্ধার করে Singapore General Hospital-এ নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। এ ঘটনার পর একটি ডাইভিং ভিডিও ভাইরাল হয়েছে, যেটিকে অনেকেই জুবিন গর্গের শেষ মুহূর্তের ভিডিও বলে দাবি করছেন।
ভিডিওটি শেয়ার করে ক্যাপশনে লেখা ভারতীয় আসামের জনপ্রিয় সিঙ্গার জুবিন গার্গের শেষ রেকর্ড করা ভিডিওতে স্কুবা ডাইভিংয়ের সময় তার শ্বাসকষ্টের অভিজ্ঞতা প্রকাশ পেয়েছে।“
তথ্য যাচাইয়ে মাধ্যমে আমরা পেয়েছি ভিডিওটি গায়কের সঙ্গে সম্পর্কিত নয়। এতে দেখা যাওয়া অচেতন ডাইভারের নাম মারত যিনি একজন রাশিয়ান ফ্রি ডাইভার, এবং তাঁকে উদ্ধার করেন প্রশিক্ষক গাস ক্রেভেনাস।
তথ্য যাচাইঃ
ভিডিওটির সত্যতা যাচাই করতে গিয়ে দেখা যায়, গুগলের রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে ভিডিওর বিভিন্ন ফ্রেম একাধিক ইউটিউব চ্যানেলে পাওয়া যায়। একটি চ্যানেলে ভিডিওটি ১৯ জুলাই আপলোড করা হয়। সেখানে জানানো হয়, ঘটনাটি ঘটে যখন এক ডাইভার সমুদ্রের ৭৮ মিটার গভীরতা থেকে উপরে উঠছিলেন—তখন তার শ্বাস বন্ধ হয়ে যায় এবং কয়েক মিনিটের মধ্যে তিনি জ্ঞান হারান। তবে সৌভাগ্যবশত, প্রশিক্ষিত ডাইভাররা তাঁকে নজরে রেখেছিলেন। দ্রুত তাঁকে উপরে তুলে আনা হয় এবং তাঁর মুখ চেপে ধরা হয়, যাতে পানি ভেতরে ঢুকতে না পারে। কিছু সময় অচেতন থাকার পর তাঁর জ্ঞান ফিরে আসে এবং প্রাণ রক্ষা পায়। এই তথ্য স্পষ্টভাবে প্রমাণ করে যে, ভিডিওটি জুবিন গর্গের মৃত্যুর ঘটনার আগেই ইন্টারনেটে প্রকাশিত হয়েছিল।
আরও যাচাইয়ে দেখা গেছে, একটি ইউটিউব চ্যানেলে ভিডিওটি ২০ জুন ২০২৫-এ আপলোড করা হয়েছে। ভিডিওটির বিবরণে বলা হয়—একজন ফ্রি ডাইভার গভীর সমুদ্র থেকে ভেসে উঠছিলেন, কিন্তু পৃষ্ঠের কাছাকাছি আসতেই হঠাৎ অজ্ঞান হয়ে যান। সঙ্গে থাকা সেইফটি ডাইভাররা দ্রুত তাকে উদ্ধার করে উপরে তুলে আনেন। কয়েক সেকেন্ডের মধ্যেই ডাইভারের চেতনা ফিরে আসে এবং তিনি নিজে থেকেই শ্বাস নিতে শুরু করেন। বর্ণনায় আরও উল্লেখ করা হয়, এই ঘটনাটি সেইফটি ডাইভারের গুরুত্ব এবং একা ডাইভ না করার প্রয়োজনীয়তার একটি গুরুত্বপূর্ণ উদাহরণ। ভিডিওটির ক্রেডিট দেওয়া হয়েছে ‘@stop.the.sun’ নামের একটি ইনস্টাগ্রাম হ্যান্ডেলকে।
ইনস্টাগ্রামে ‘@stop.the.sun’ নামের হ্যান্ডেলটি খুঁজে পাওয়া যায় যেখান থেকে ভিডিওটির মূল উৎস শনাক্ত করা সম্ভব হয়েছে। ওই প্রোফাইলে ভিডিওটি ১৪ মে ২০২৫ তারিখে পোস্ট করা হয় এবং ক্যাপশনে লেখা হয়েছে,“প্রথমবারের মতো পানির নিচে অজ্ঞান হয়ে পড়েছিলাম। ৭৮ মিটার গভীরতা থেকে উপরে ওঠার সময় ঘটনাটি ঘটে…”। প্রোফাইল ঘেঁটে জানা যায়, ওই ব্যক্তির নাম মারত এবং তিনি একজন রাশিয়ান ফ্রি ডাইভার।
নিষ্কর্ষঃ তথ্য যাচাইয়ের মাধ্যমে ফ্যাক্ট ক্রিসেণ্ডো এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে, ভাইরাল হওয়া ভিডিওটি গায়ক জুবিন গর্গের মৃত্যুর ঘটনার সঙ্গে কোনোভাবেই সম্পর্কিত নয়। এটি আগে থেকেই অনলাইনে বিদ্যমান ছিল এবং একেবারেই ভিন্ন প্রেক্ষাপটে ধারণ করা হয়েছে।

Title:এক অভিযাত্রীর পুরনো ফ্রি ডাইভিং ভিডিও গায়ক জুবিন গার্গের বলে শেয়ার
Fact Check By: Nasim AkhtarResult: False