ছবির ফুটফুটে শিশুটি ওসমান হাদির ছেলে নয় 

False Social

জুলাই আন্দোলনের সক্রিয় ভুমিকায় থাকা ছাত্র নেতা এবং ইনকিলাব মঞ্চ সংগঠনের আহ্বায়ক ওসমান হাদি ১২ তারিখে অজ্ঞাত বন্দুকধারী তার উপর হামলা চালায়। যখম অবস্থায় ঢাকা হাসপাতালে নিয়ে যাওয়া হলেও পরক্ষনেই উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নিয়ে যাওয়া হয়েছিল। ১৮ তারিখে সিঙ্গাপুরেই মৃত্যু বরন করেন তিনি। এই হামলার পর থেকেই দেশের পরিস্থিতি উত্তপ্ত গরম হয়ে উঠেছে। আর এই সার্বিক প্রেক্ষিতেই এক ফুটফুটে শিশুর ছবির শেয়ার করে সেটিকে ওসমান হাদির ছেলে বলে দাবি করা হচ্ছে। 

পোস্টের ক্যাপশনে লেখা হয়েছে,”হাদি ভাইয়ের ছেলে। ও জানে না—ফজরের নরম আলোয় ওর বাবা প্রতিদিন ওকে চুমু দিয়ে, মাথায় হাত বুলিয়ে ইনসাফ প্রতিষ্ঠার পথে বেরিয়ে যেত। আজ সে বাবার ছায়া ছাড়া বড় হবে—হোক। এই পাখিটা অনেক বড় হোক, অনেক দূর উড়ুক। বাবার আদর্শই হোক তার ডানা, দোয়া আর সত্যই হোক তার পথ।“ 

তথ্য যাচাইয়ের মাধ্যমে আমরা পেয়েছি দাবিটি মিথ্যা। ফুটফুটে এই শিশুটি শহিদ ওসমান হাদির ছেলে নয়। 

ফেসবুক পোস্ট আর্কাইভ 

তথ্য যাচাইঃ 

এই দাবির সত্যতা যাচাই করতে ছবিটিকে গুগলে রিভার্স ইমেজ সার্চ করি। ফলস্বরুপ, এই একই ছবি ‘Ayhan – King Of The Moon’ নামের ফেসবুক প্রোফাইলে পাওয়া যায়। প্রোফাইলের তথ্য অনুযায়ী, শিশুর নাম আয়হান। বাবার নাম- অন্তর মাশঊদ, মায়ের নাম- সাদিয়া খান কাসাস, বোন- সফিয়া বিনতে মাশঊদ। 

ফেসবুক পোস্ট আর্কাইভ 

এই প্রোফাইল থেকে ভাইরাল দাবি নিয়ে করা একটি ফেসবুক পোস্টের স্ক্রিনশট শেয়ার করে লেখা হয়েছে,”আমার ছেলের ছবিটাকে যারা ওসমান হাদির সন্তান বলে অপপ্রচার চালাচ্ছেন! লাইক কমেন্টসের লোভে! তারা থামুন! লজ্জা থাকা উচিত আপনাদের।“ 

ফেসবুক পোস্ট আর্কাইভ 

শিশুটির বাবা অন্তর মাশঊদ-এর প্রোফাইলটি খুঁজে বের করি। সেখানে ভাইরাল দাবিকে খণ্ডন করে তিনি জানিয়েছেন,”টিভি সাংবাদিকসহ অনেকেই যাচাই না করে আমার এবং আমার ছেলের ছবিকে – শহিদ হাদি ও তার ছেলে বলে চালিয়ে দিচ্ছে! আপনাদের কারো চোখে এই অপপ্রচার সামনে এলে তাদেরকে সতর্ক করে দিবেন। শোকাবহ মূহুর্তে এটা নিয়ে পোস্ট করতে চাইনি কিন্তু রাত থেকে এতবার মেসেজ পাচ্ছি! বাধ্য হয়ে পোস্ট করলাম।“ 

অন্য একটি ভিডিওতে দেখা যায় শিশুটিকে তার মা সাদিয়া খান, আয়হান বলে সম্বোধন করছে। 

নিষ্কর্ষঃ তথ্য যাচাইয়ের মাধ্যমে ফ্যাক্ট ক্রিসেণ্ডো এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে, ছবির ফুটফুটে শিশুটি ওসমান হাদির ছেলে নয়। শিশুটির নাম আয়হান। তার বাবার নাম অন্তর মাশঊদ এবং মায়ের নাম সাদিয়া খান।

Avatar

Title:ছবির ফুটফুটে শিশুটি ওসমান হাদির ছেলে নয়

Fact Check By: Nasim Akhtar 

Result: False

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *