
দ্বিতীয় বারের মত এবং আমেরিকা যুক্তরাষ্ট্রের ৪৭ তম রাষ্ট্রপতি হিসেবে ২০ জানুয়ারিতে শপথ গ্রহন করেছেন ডোনাল্ড ট্রাম্প। শপথ গ্রহন সমারোহতে অংশগ্রহণ করেছেন বিভিন্ন দেশের প্রধানমন্ত্রী, বিদেশমন্ত্রীরা এই সমারোহে অংশগ্রহণও করেছিলেন। এই প্রেক্ষিতে যমুনা টিভির একটি পোস্টারকার্ড শেয়ার করে দাবি করা হচ্ছে যে ট্রাম্পের শপথ গ্রহন অনুষ্ঠানে যোগ দিয়েছেন তারেক রহমান সহ অন্যান্যরা। পোস্টের ফটোকার্ডে অন্তর্বর্তী সরকার প্রধান মহম্মদ ইউনুস, তারেক রহমানকে দেখা যাচ্ছে।
ভাইরাল এই পোস্টারকার্ড শেয়ার করে ক্যাপশনে লেখা হয়েছে,”প্রথমবারের মত বাংলাদেশ থেকে এমেরিকার নবনির্মিত প্রেসিডেন্টের শপথ গ্রহন অনুষ্ঠানে ডাক পেয়েছেন তারেক রহমান ও আসিফ নজরুলসহ বিশিষ্ট জনেরা।যা আমাদের জন্য অত্যন্ত গৌরবের বিষয়।“
তথ্য যাচাইয়ের মাধ্যমে আমরা পেয়েছি যে পোস্টকার্ডটি সম্পাদিত। যমুনা টিভির তরফ থেকে এরকম কোন পোস্টকার্ড শেয়ার করা হয়নি। এমনকি, ট্রাম্পের শপথ গ্রহন সমারোহে মহম্মদ ইউনুস বা তারেক রহমান কাউকে নিমন্ত্রন পাঠানো হয়নি। দেশের হয়ে সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাষ্ট্রদূত আসাদ আলম সিয়াম।
তথ্য যাচাইঃ
এই খবরের পুষ্টি করতে আমরা প্রথমে খুঁজে দেখি যমুনা টিভির তরফ থেকে এরকম কোন পোস্টকার্ড শেয়ার করা হয়েছে কি না। এই উদ্দেশ্যে আমরা যমুনা টিভির সোশ্যাল মিডিয়া প্রোফাইল গুলো ঘেঁটে দেখি। ফলে, আমরা এই পোস্টকার্ডকে ঘিরে একটি ফেসবুক পোস্ট পাই যেখানে ভাইরাল এই পোস্টকার্ডকে ভুয়া বলে চিহ্নিত করে লেখা হয়েছে,” যমুনা টিভি এমন সংবাদ প্রচার করেনি; গুজবে বিভ্রান্ত হবেন না।“
যা থেকে প্রমানিত হয় যে যমুনা টিভির নামে ভাইরাল পোস্টকার্ডটি ভুয়ো।
বাংলাদেশের তরফ থেকে ডোনাল্ড ট্রাম্পের সভায় কে/কারা উপস্থিত ছিলেন?
এই প্রশ্নের উত্তরে আমরা গুগলে প্রাসঙ্গিক কি ওয়ার্ড সার্চ করি। ঢাকা ত্রিবিউন’-এর প্রতিবেদন অনুযায়ী, মন্ত্রণালয়ের মুখপাত্র এবং জনসংযোগ উইংয়ের মহাপরিচালক মোহাম্মদ রফিকুল আলম বলেছনে, বাংলাদেশের রাষ্ট্রদূত সিয়ামকে আমেরিকা যুক্ত রাষ্ট্রের নব নির্বাচিত রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। এটি একটি প্রথা এবং সেই প্রথা অনুযায়ী এ বারও যুক্তরাষ্ট্রে মিশনের প্রধানদের আমন্ত্রণ জানানো হয়েছে।
রাষ্ট্রপতি ট্রাম্পের শপথ গ্রহণ অনুষ্ঠানে অন্তর্বর্তীকালীন সরকার কর্মকর্তা আমন্ত্রণ পেয়েছেন কি না জানতে চাওয়া হলে রফিকুল আলম বলেন- যুক্তরাষ্ট্রে নিযুক্ত বিদেশি মিশনের প্রধানদের জন্য এটি একটি প্রথা যে, তারা যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্টের শপথ গ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রণ পান। এই প্রথা এই বছরও বজায় রাখা হয়েছে। আমরা যে আমন্ত্রণপত্রটি পেয়েছি তাতে স্পষ্টভাবে বলা হয়েছে যে, যুক্তরাষ্ট্রে থাকা বিদেশি মিশনের প্রধানদের এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে।
তারপর, ফেসবুক পোস্টের সংশ্লিষ্ট ছবিটির আসল উৎস খুঁজতে ছবিটিকে গুগলে রিভার্স ইমেজ সার্চ করি। ফলে, অ্যালামির ফটো গ্যালারি সহ বেশ কিছু প্রতিবেদনে এই ছবির উল্লেখ পাওয়া যায়। জানতে পারি, ছবিটি ২০২০ সালের ২০ জানুয়ারি তারিখের। যুক্তরাষ্ট্রের ৪৫তম রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহনকালের সময় এই ছবি তোলা হয়েছিল। এই ছবিতে তারেক রহমান বা মহম্মদ ইউনুস কাউকেই দেখা যাচ্ছেনা। যা থেকে স্পষ্ট হয় সংশ্লিষ্ট ছবিটি সম্পাদিত।
নিষ্কর্ষঃ তথ্য যাচাইয়ের মাধ্যমে ফ্যাক্ট ক্রিসেন্ডো এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে, যমুনা টিভির নামে ভাইরাল পোস্টকার্ডটি সম্পাদিত এবং ভুয়ো। এমনকি, ট্রাম্পের শপথ গ্রহন সমারোহে মহম্মদ ইউনুস বা তারেক রহমান কাউকে নিমন্ত্রন পাঠানো হয়নি। দেশের হয়ে সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাষ্ট্রদূত আসাদ আলম সিয়াম।

Title:ট্রাম্পের শপথ গ্রহন সমারোহে মহম্মদ ইউনুস, তারেক রহমান সহ অন্যান্যদের অংশগ্রহণ করার দাবিটি ভুয়া
Written By: Nasim AResult: False
