রংপুর মেডিকেল কলেজের কোয়ার্টারে মহিলা সহ ধৃত চিকিৎসক হিন্দু নন, মুসলিম 

Misleading Social

সম্প্রতি সামাজিক মাধ্যম ফেসবুকে একটি ভিডিও শেয়ার করে দাবি করা হচ্ছে যে, রংপুরে হিন্দু চিকিৎসককে এক মেয়ের সাথে আপত্তিকর অবস্থায় ধরা হয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে একটি ঘরের মধ্যে থাকা বিছানায় এক তরুণী লজ্জায় মুখ ঢেকে বসে আছে এবং সাধারনের একটি ভিড় একজন ব্যক্তিকে ঘিরে ধরেছে। 

ভিডিওটি শেয়ার করে ক্যাপশনে লেখা হয়েছে,”রংপুর মেডিকেল কলেজের হিন্দু ডাক্তার ডাক্তার মারু দেব-অনৈতিক কাজে ধরা পড়েছে।1 কেএদের কাছে কোন মুসলিম বোনকে কখনোই পাঠাবেন না।“

তথ্য যাচাইয়ের মাধ্যমে আমরা পেয়েছি যে ধৃত এই চিকিৎসক হিন্দু নন, মুসলিম। তার নাম এ বি এম মারুফুল ইসলাম। 

ফেসবুক পোস্ট 

তথ্য যাচাইঃ 

এই দাবির সত্যতা যাচাই করতে গুগলে প্রাসঙ্গিক কি ওয়ার্ড সার্চের মাধ্যমে বেশ কিছু প্রতিবেদন পাওয়া যায়। এক ভিডিও উপস্থাপনের শিরোনামে লেখা হয়েছে,”রংপুরে নারীর সাথে আপত্তিকর অবস্থায় ড্যাব নেতা ডা.মারুফ আটক!”  

ডেইলি যুগান্তর, সময় নিউজ, ঢাকা পোস্ট সহ অন্যান্য প্রতিবেদনে ভিডিওতে দেখানো এক তরুনির সাথে অনৈতিক কাজের অবস্থায় ধৃত ব্যক্তি বিএনপিপন্থি চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক চিকিৎসক এ বি এম মারুফুল হাসান। চিকিৎসক মারুফুল হাসান রমেক হাসপাতালের আইসিইউ ইউনিটের ইনচার্জ। 

নিষ্কর্ষঃ তথ্য যাচাইয়ের মাধ্যমে ফ্যাক্ট ক্রিসেণ্ডো এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে, রংপুর মেডিকেল কলেজের চিকিৎসক এ বি এম মারুফুল হাসানের এক মহিলার সঙ্গে আপত্তিকর অবস্থায় ধারণকৃত ভিডিওটি সাম্প্রদায়িকতার রঙে রঙিন করে শেয়ার করা হচ্ছে। 

Avatar

Title:রংপুর মেডিকেল কলেজের কোয়ার্টারে মহিলা সহ ধৃত চিকিৎসক হিন্দু নন, মুসলিম

Fact Check By: Nasim Akhtar 

Result: Misleading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *