ডোনাল্ড ট্রাম্পকে থাপ্পড় মারার সংশ্লিষ্ট ভিডিওটি ভুয়া এবং সম্পাদিত 

Altered International

সম্প্রতি যোগাযোগ মাধ্যম ফেসবুকে ডোনাল্ড ট্রাম্পের সমাবেশের একটি ভিডিও শেয়ার করা হচ্ছে যে, ভাষণ দেওয়াকালীন এক ব্যক্তি তাকে চোর মেরেছেন এবং ভিডিওতে সেই দৃশ্য দেখাও যাচ্ছে। ভিডিওতে দেখা যাচ্ছে রাষ্ট্রপতি ট্রাম্প এক সমাবেশে ভাষণ দিচ্ছেন। তার ভাষণের মাঝেই পেছন থেকে এক ব্যক্তি তাকে মাথায় এক থাপ্পড় মেরে পালাচ্ছেন এবং তৎক্ষণাৎ ট্রাম্প তার দিকে ধেয়ে যাওয়ার চেষ্টা করলে পাশে থাকা দেহরক্ষীরা তাকে ঘিরে ফেলছে। 

ভিডিওটি শেয়ার করে ক্যাপশনে লেখা হয়েছে,” সেই রকম মজা লাগলো। ডোনাল্ড ট্রাম্প কে থাপ্পর মারল আহ…! এইরকম একটি তাপপর আমি যদি মারতে পারতাম তাহলে আমার ঈমানের আত্মা শান্তি পেত।“ 

তথ্য যাচাইয়ের মাধ্যমে আমরা পেয়েছ ভিডিওটি সম্পাদিত। থাপ্পড় মারার অংশটুকু বাইরে থেকে জুড়ে দেওয়া হয়েছে। 

ফেসবুক পোস্ট 

তথ্য যাচাইঃ 

এই দাবির সত্যতা যাচাই করতে আমরা ভিডিওটিকে ভালো করে পর্যবেক্ষণ করি। স্পষ্ট লক্ষ্যনিয় যে, মাইকের কাছে থাকা নেম প্লেটে লেখা রয়েছে- ডেইটন, ওহাইও। যা থেকে ধারনা হয় যে তার ভাষণের এই ভিডিওটি ওহাইও-র ডেইটনের। এয়িকে সূত্র ধরে গুগলে প্রাসঙ্গিক কি ওয়ার্ড সার্চ করি। ফলস্বরুপ, ওহাইও-র ডেইটনের সমাবেশে দেওয়া তার ভাষণের ভিডিওকে ঘিরে অনেক সংবাদ উপস্থাপন ও মুল ভিডিওটি খুঁজে পেয়ে যায়। সিএনএন, নিউ ইয়র্ক ডেইলি নিউজ, এনবিসি নিউজ-এর মত সংবাদ উপস্থাপন অনুযায়ী, ভিডিওটি ২০১৬ সালের ১২ মার্চের। ওহাইওতে একটি অনুষ্ঠানের সময় এক প্রতিবাদকারীর কারণে হতভম্ব হয়ে পড়লে রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে নিরাপত্তারক্ষীরা ঘিরে ফেলেন। ডেটন আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে অনুষ্ঠিত ডোনাল্ড ট্রাম্পের সমাবেশের পেছনের দিকে কোমর-উঁচু ধাতব রেলিং টপকে দুইজন নিরাপত্তাকর্মীকে অতিক্রম করে প্রায় মঞ্চে উঠতে যাচ্ছিলেন সেই প্রতিবাদকারী। এই ঘটনায় ট্রাম্প হতভম্ব হয়ে পড়ে এবং নিরাপত্তারক্ষীরা ঘিরে ফেলেছিলেন। 

প্রতিবাদকারীর নাম ছিল থমাস দিমাসিনো। ২২ বছরের এই যুবক ফেয়ারবর্নের বাসিন্দা, যার অতীতে প্রতিবাদে অংশগ্রহণের ইতিহাস ছিল। ট্রাম্পের সমাবেশের অশান্তি সৃষ্টির অভিযোগে এবং জনমনে ভীতির সঞ্চার ঘটানোর দায়ে গ্রেফতার করা হয়েছিল।  

অন্য অ্যাঙ্গেল থেকে ক্যামেরাবন্দি করা এই ঘটনার দৃশ্য দেখুন এখানে। ভিডিওর কোথাও কাউকে ট্রাম্পকে থাপ্পড় মারতে দেখা যাচ্ছে না। 

উপরোক্ত, তথ্যের ভিত্তিতে প্রমানিত হয় যে, ট্রাম্পকে থাপ্পড় মারার সংশ্লিষ্ট ভিডিওটি সম্পাদিত।  

নিষ্কর্ষঃ তথ্য যাচাইয়ের মাধ্যমে ফ্যাক্ট ক্রিসেণ্ডো এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে, যুবক কর্তৃক ডোনাল্ড ট্রাম্পকে থাপ্পড় মারার এই ভিডিওটি সম্পাদিত। 

Avatar

Title:ডোনাল্ড ট্রাম্পকে থাপ্পড় মারার সংশ্লিষ্ট ভিডিওটি ভুয়া এবং সম্পাদিত

Fact Check By: Nasim Akhtar 

Result: Altered

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *