
ইরান-ইসরায়েল সংঘর্ষের প্রেক্ষিতে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি ভিডিও ব্যাপকভাবে ভাইরাল হচ্ছে। ভিডিওটিতে দেখা যাচ্ছে, একটি বহুতল ভবনে দাউদাউ করে আগুন জ্বলছে এবং চারপাশে ঘন ধোঁয়ায় ঢেকে গেছে। ভিডিওটি শেয়ার করে দাবি করা হচ্ছে, এতে ইরানের হামলায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর অফিস ধ্বংস হওয়ার দৃশ্য দেখানো হয়েছে।
ভিডিওটি শেয়ার করে ক্যাপশনে লেখা হয়েছে,””বেঞ্জামিন নেতানিয়াহু পার্লামেন্টের অফিস কক্ষ টার্গেট করে মি’সা’ই’ল হা’ম’লা করে ইরান।“
তথ্য যাচাইয়ের মাধ্যমে আমরা পেয়েছি ভিডিওটি সংযুক্ত আরবের দুবাই মারিনা অবস্থিত বহুতল বিল্ডিং ‘মারিনা পিনাকল’-এ ভয়াবহ অগ্নিকান্ডের ভিডিওকে বিভ্রান্তিকর দাবির সাথে শেয়ার করা হচ্ছে।
তথ্য যাচাইঃ
এই দাবির সত্যতা যাচাই করতে আমরা ভিডিওর কি ফ্রেমগুলোকে গুগলে রিভার্স ইমেজ সার্চ করি। ভিডিওকে ঘিরে গণমাধ্যম ‘ডেইলি ইত্তেফাক’, ‘আজকাল’ –এর প্রতিবেদনে ভয়াবহ অগ্নিকাণ্ডের এই ঘটনাটিকে দুবাইয়ের টাইগার টাওয়ার নামে পরিচিত ‘মারিনা পিনাকল’ ভবনের। ১৫ জুনের এই প্ররতিবেদন অনুযায়ী, ভবনটির ৭৬৪টি অ্যাপার্টমেন্টের ৩ হাজার ৮২০ জন বাসিন্দাকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে।
আন্তর্জাতিক সংবাদ মাধ্যম ‘দি সান’-এর ভিডিও উপস্থাপনেও ভিডিওর এই ঘটনাকে দুবাইয়ের বলে জানিয়েছেন। ১৪ জুন,২০২৫ তারিখে আপলোড করা এই উপস্থাপনের শিরোনামে লেখা হয়েছে,”দুবাই মারিনা-র ৬৭ তলা বিশাল ভবনে ভয়াবহ আগুন, প্রাণ বাঁচাতে ৪,০০০ জনকে পালাতে হয়েছে।“
অন্যান্য সংবাদ প্রতিবেদনে থেকেও নিশ্চিত হওয়া যায় যে, বহুতল ভবনে অগ্নিকাণ্ডের এই ভিডিওটি দুবাইয়ের। প্রতিবেদন গুলো দেখুন এখানে, এখানে, এখানে।
নিষ্কর্ষঃ তথ্য যাচাইয়ের মাধ্যমে ফ্যাক্ট ক্রিসেন্ডো এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে, ইরানের হামলায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর অফিস ধ্বংস হওয়ার দাবিটি সম্পূর্ণ মিথ্যা। বহুতল ভবনে অগ্নিকাণ্ডের যে ভিডিওটি ভাইরাল হয়েছে, তা আসলে দুবাইয়ের টাইগার টাওয়ার নামে পরিচিত ‘মারিনা পিনাকল’ ভবনের দৃশ্য।

Title:ইরানের হামলায় বেঞ্জামিন নেতানিয়াহুর অফিস ধ্বংস হওয়ার নামে ভাইরাল ভিডিওটি আসলে দুবাইয়ের মারিনা পিনাকলে অগ্নিকান্ডের
Fact Check By: Nasim AkhtarResult: False