
সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হচ্ছে যেখানে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর মতো দেখতে এক ব্যক্তিকে একদল বিক্ষোভকারীর মাঝ দিয়ে যেতে দেখা যাচ্ছে। অনেকেই সেখানে চিৎকার করছে এবং হর্ন বাজাচ্ছে। ওই পরিস্থিতির মাঝেই সেই ব্যক্তি হঠাৎ মেঝেতে পড়ে যান। সঙ্গে সঙ্গে সুরক্ষা কর্মীরা তাকে তুলে দাঁড় করিয়ে দ্রুত বিক্ষোভকারীদের ভিড় থেকে সরিয়ে নিয়ে যান। ভিডিওটি শেয়ার করে দাবি করা হচ্ছে যে, ওই ব্যক্তি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু।
পোস্টের ক্যাপশনে লেখা হয়েছে,”নেতানিয়াহুর জাতিসংঘে যোগ দেওয়ার সময় তাকে মারধর ও হেনস্তা করা হয় , এই খবর বিশ্বের কনো মিডিয়া আসে নাই,একজন ইজরায়েলি নাগরিক এই ভিডিও আপলোড দেয়, আলহামদুলিল্লাহ।“
তথ্য যাচাই করে আমরা পেয়েছি দাবিটি বিভ্রান্তিকর। ভিডিওর ব্যক্তি বেঞ্জামিন নেতানিয়াহু নন এমনকি ভিডিওটি জাতিসংঘের সাধারন অধিবেশনের সময়েরও নয়।বরং ইজরায়েল সংসদের সদস্য এলি দেল্লাল এবং ভিডিওটি ইজরায়েলের কাফার সাবার।
তথ্য যাচাইঃ
এই দাবির সত্যতা যাচাই করতে ভিডিওর কি ফ্রেমগুলোকে গুগলে রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে ইজরায়েল ভিত্তিক সংবাদ মাধ্যম ‘israelhayom’-এর এক্স হ্যান্ডেলে এই একই ভিডিও পাওয়া যায়। ২০ সেপ্টেম্বরের এই পোস্টে ভিডিওর ব্যক্তিকে ইজরায়েল সংসদের সদস্য এলি ডালাল বলে চিহ্নিত করা হয়েছে। ক্যাপশনে লেখা হয়েছে,”কফার সাবায় উত্তেজনা: লিকুদ পার্টির টোস্ট-উঠানোর অনুষ্ঠানে উপস্থিত হলো বিক্ষোভকারীরা ভিডিও ফুটেজে দেখা যায়, নেসেট সদস্য এলি দেল্লাল বিক্ষোভকারীদের ভিড়ের মধ্যে দিয়ে অতিক্রম করছেন এবং পড়ে যাচ্ছেন।

এই তথ্যকে মাথায় রেখে গুগল সার্চের মাধ্যমে এই ঘটনাকে ঘিরে অনেক সংবাদ প্রতিবেদন পেয়ে যায়। টাইমস অফ ইজরায়েলের প্রতিবেদন অনুযায়ী, ২০ সেপ্টেম্বর ২০২৫ তারিখে ইহুদি নববর্ষ রোশ হাশানাহ উপলক্ষে একটি উৎসবমুখর অনুষ্ঠানের আয়োজন করেছিল দেশের শাসক দল লিকুদ, যার নেতৃত্বে রয়েছেন প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় মধ্য ইসরায়েলের কাফার সাবা শহরে। অনুষ্ঠানের বাইরে সরকারবিরোধী বিক্ষোভকারীরা জড়ো হয়ে বিক্ষোভ প্রদর্শন করে। ভিডিও ফুটেজে দেখা যায়, ইসরায়েলি সংসদের সদস্য এলি দেল্লাল বিক্ষোভকারীদের মাঝ দিয়ে অতিক্রম করার সময় হঠাৎ পড়ে যান।

প্রতিবেদন | আর্কাইভ |
অন্যান্য সংবাদ প্রতিবেদন, উপস্থাপনেও ভিডিওর ব্যক্তিকে নেসেট সদস্য এলি দেল্লাল বলেই চিহ্নিত করে একই তথ্য জানানো হয়েছে।
অন্যান্য প্রতিবেদন গুলো পড়তে ক্লিক করুন এখানে, এখানে, এখানে।
নিষ্কর্ষঃ তথ্য যাচাইয়ের ভিত্তিতে ফ্যাক্ট ক্রিসেণ্ডো এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে, জাতিসংঘের সাধারণ অধিবেশনে ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে হেনস্থা করার দাবিটি বিভ্রান্তিকর। ভিডিওতে যাকে দেখা যাচ্ছে তিনি নেতানিয়াহু নন এবং ভিডিওটি জাতিসংঘ অধিবেশনের সময়েরও নয়। প্রকৃতপক্ষে, ভিডিওতে দেখা যাওয়া ব্যক্তি হলেন ইসরায়েলি সংসদের সদস্য এলি দেল্লাল। ঘটনাটি ঘটেছে ইসরায়েলের কাফার সাবা শহরে, যেখানে লিকুদ পার্টির একটি অনুষ্ঠান চলাকালে বিক্ষোভকারীরা জড়ো হয়েছিলেন।

Title:না, ইজরায়েল প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে হেনস্থা করা হচ্ছে না
Fact Check By: Nasim AResult: False