
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভুয়ো পোস্ট শেয়ার করে সেটিকে বিসিবি ঢাকার অফিসিয়াল জার্সি বলে দাবি করা হচ্ছে। পোস্টে দেখা যাচ্ছে মোট ৬ জন লোক হাতে ৩টি জার্সি নিয়ে দাড়িয়ে রয়েছেন এবং প্রত্যেকটি জার্সির ওপরে ইংরেজি ভাষায় ঢাকা লেখা রয়েছে। পোস্টের ক্যাপশনে লেখা রয়েছে – বিসিবি ঢাকার অফিসিয়াল জার্সি।
তথ্য যাচাই করে আমরা দেখতে পেয়েছি এই দাবি ভিত্তিহীন এবং বানোয়াট। বাংলাদেশ ক্রিকেট দলের টি২০ বিশ্বকাপের জার্সিকে সম্পাদিত করে ভুয়া দাবির সাথে ভাইরাল করা হচ্ছে।

তথ্য যাচাই
ভাইরাল এই ছবিটি দেখেই সন্দেহ হয় এটি আসল নয় কারণ পেছনের দেওয়ালে লেখা রয়েছে ‘আইসিসি মেনস ওয়ার্ল্ড কাপ ২০২১’। এরপর ছবিকে গুগলে রিভার্স ইমেজ সার্চ করতেই খুব সহজেই এর অনুসন্ধান পেয়ে যাই। ২০২১ সালের টি২০ বিশ্বকাপের বাংলাদেশ ক্রিকেট টিমের অফিসিয়াল মার্চেন্ডাইস পার্টনার ‘আড়ং’-এত ওয়েবসাইটে এই ছবিটি দেখতে পাই। আড়ং-এর সাইটে পাওয়া এই প্রতিবেদনের শিরোনামে লেখা রয়েছে – টি-টোয়েন্টি বিশ্বকাপের বাংলাদেশ ক্রিকেট দলের জার্সি এখন আড়ং-এ পাওয়া যাচ্ছে। প্রতিবেদনটি এখানে পড়ুন।

এছাড়া সংবাদমাধ্যম ‘টিবিএস নিউজ’-এর প্রতিবেদনে থেকেও এই খবর জানা যায়। নিচে ভাইরাল ছবি ও আসল ছবির একটি তুলনা দেওয়া হল।

নিষ্কর্ষঃ তথ্য যাচাই করে ফ্যাক্ট ক্রিসেন্ডো সিদ্ধান্তে এসেছে উপরোক্ত দাবিটি ভুল ও ভিত্তিহীন। যমুনা টিভির প্রতিবেদনের স্ক্রিনশটকে সম্পাদিত করে রাজনৈতিক রং চড়িয়ে ভুয়া দাবির সাথে শেয়ার করা হচ্ছে।

Title:বাংলাদেশ ক্রিকেট দলের বিশ্বকাপের জার্সির ছবিকে সম্পাদিত করে ভুয়া দাবির সাথে ভাইরাল
Fact Check By: Rahul AResult: Altered