
সম্প্রতি সোশ্যাল মিডিয়া ফেসবুকে একটি ছবি শেয়ার করে সেটিকে ঢাকা শহরের একটি সেতু বলে দাবি করা হচ্ছে। পোস্টের ছবিতে দেখা একটি চৌমাথা মোড়ে একটি ফুট ওভার ব্রিজ রয়েছে। নিচের রাস্তাগুলিতে গাড়ি চলছে এবং বিজে লোকজন হাঁটা চলা করছে। পোস্টের ক্যাপশনে লেখা রয়েছে – এটা সুইজারল্যান্ড ইংল্যান্ড নয় আমেরিকা বা ফ্রান্স নয় এটা আমার রুপে গড়া সোনার ঢাকা বাংলাদেশ।
তথ্য যাচাই করে আমরা জানতে পারি পোস্টের দাবি ভুয়া ও বিভ্রান্তিকর। চিনের দক্ষিণ-পশ্চিমে অবস্থিত ইউনান প্রদেশের কুনমিং শহরের পেডিস্ট্রিয়ান ব্রিজের ছবিকে ঢাকার সেতু দাবি করে ভুয়া পোস্ট ভাইরাল করা হচ্ছে।

তথ্য যাচাই
এই দাবির সত্যতা যাচাই করতে আমরা ছবিটিকে গুগলে রিভার্স ইমেজ ইঞ্জিনে সার্চ করি। ফলাফলে স্টক ছবির সংস্থা ‘অ্যালার্মি’-এর ফটো গ্যালারীতে এর অনুসন্ধান পাওয়া যায়। জানতে পারি, ভাইরাল ছবিটি আসলে চিনের কুনমিং শহরের একটি ফুট ওভার ব্রিজ।

আমেরিকান ইমেজ এবং ভিডিও হোস্টিং পরিষেবা সংস্থা ‘Flickr’-এর ছবি গ্যালারীতে ভাইরাল ছবিটি খুঁজে পাই। জানতে পারি এটি ২০১১ সালের মার্চ মাসে তোলা ছবি। ক্যাপশনে লেখা রয়েছে – কুনমিং-এর পথচারী সেতু_পেডিস্ট্রিয়ান ব্রিজের নিচে ট্রাফিক লাইট পরিবর্তনের অপেক্ষায় যানবাহন। ছবিটি দেখুন এখানে।

উইকিমিডিয়া-এর পোর্টালেও এই ছবি একই বর্ণনা সহ খুঁজে পাওয়া যায়।

নিচে ভাইরাল ছবি এবং চিনের কুনমিং শহরের ফুট ওভার ব্রিজের তুলনা দেওয়া হল।

তথ্য ও প্রমানের সাপেক্ষ্যে স্পষ্ট হয়ে যায় ভাইয়ার ফুট ওভার সেতুটি চিনের কুনমিং শহরে অবস্থিত, ঢাকার নয়।
নিষ্কর্ষঃ তথ্য যাচাই করে ফ্যাক্ট ক্রিসেন্ডো সিদ্ধান্তে এসেছে উপরোক্ত দাবিটি ভুল ও ভিত্তিহীন। চিনের দক্ষিণ-পশ্চিমে অবস্থিত ইউনান প্রদেশের কুনমিং শহরের পেডিস্ট্রিয়ান ব্রিজের ছবিকে ঢাকার সেতু দাবি করে ভুয়া পোস্ট ভাইরাল করা হচ্ছে।

Title:চিনের কুনমিং শহরের একটি সেতুর ছবিকে ঢাকা দাবি করে ভুয়া পোস্ট ভাইরাল
Fact Check By: Rahul AResult: False