ইরাকের একটি পেট্রোল পাম্পে বিস্ফোরণের ভিডিওকে ভুয়াভাবে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় মার্কিন ঘাঁটি ধ্বংসের দাবি করে শেয়ার 

False International

ইরান ইসরায়েল সংঘর্ষের মাঝে ২২ জুন ২০২৫ সালের ভোরে যুক্তরাষ্ট্র “অপারেশন মিডনাইট হ্যামার”-এর মাধ্যমে ইরানের ফরদো, নাতাঞ্জ ও ইসফাহান পারমাণবিক কেন্দ্রে হামলা চালায়। বি-২ বোমারু ও সাবমেরিন থেকে ক্ষেপণাস্ত্র ব্যবহার করে এই হামলায় স্থাপনাগুলিতে বড় ধরনের ক্ষতি হয়েছে। এই প্রেক্ষিতে একটি ভিডিও শেয়ার করে দাবি করা হচ্ছে যে, কাতারের দোহার কাছে অবস্থিত একটি মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার খবর উড়িয়ে দিল ইরান। 

তথ্য যাচাইয়ের মাধ্যমে আমরা পেয়েছি ভিডিওটি ইরাকের। ইরাকের আল কুরনা জেলার একটি পেট্রোল পাম্পে অগ্নিসংযোগের ফলে সৃষ্টি বিস্ফোরণের ভিডিওকে বিভ্রান্তিকর দাবির সাথে শেয়ার করা হচ্ছে। 

https://www.facebook.com/reel/1259194102360306

ফেসবুক পোস্ট 

তথ্য যাচাইঃ 

এই দাবির সত্যতা যাচাই করতে ভিডিওর কি ফ্রেমগুলোকে গুগলে রিভার্স ইমেজ সার্চ করি। ফলস্বরূপ, ভিডিও কেন্দ্রিক ইরাকভিত্তিক সংবাদমাধ্যম ‘964English’-এর ইউটিউব চ্যানেলে একটি সংবাদ উপস্থাপন দেখা যায়। ২০২৫ সালের ২৩ জুন প্রকাশিত ওই সংবাদ উপস্থাপন অনুযায়ী, উত্তর বসরার কুরনা–মাইসান মহাসড়কের পাশে আল-আমাল গ্যাস স্টেশনের একটি জ্বালানি সংরক্ষণ ট্যাঙ্কে ভয়াবহ আগুন লাগে। এখনো পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। 

ইরাক ভিত্তিক সংবাদ মাধ্যম ‘Alssaa Network’- অনুযায়ী,  ইরাকের বসরার উত্তরে কুর্না জেলার হাইওয়ে স্ট্রিট গ্যাস স্টেশনে আগুন লেগেছে। 

Alarabiyairaq’-ইন্সটাগ্রাম পোস্ট অনুযায়ী, কাদরানা প্রদেশে একটি গ্যাস স্টেশনের ভিতরে ট্যাঙ্কে আগুন লাগার মুহূর্ত। 

https://www.instagram.com/reel/DLOIyBHo1z_

নিষ্কর্ষঃ তথ্য যাচাইয়ের মাধ্যমে ফ্যাক্ট ক্রিসেন্ডো এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে, কাতারের দোহার কাছে অবস্থিত একটি মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবিটি মিথ্যা। ভিডিওটি আসলে ইরাকের। এটি ইরাকের বসরার আল-কুরনা জেলার আল-আমাল গ্যাস স্টেশনের একটি জ্বালানি সংরক্ষণ ট্যাঙ্কে ভয়াবহ আগুন লাগার ফলে সৃষ্ট বিস্ফোরণের ভিডিও।

Avatar

Title:ইরাকের একটি পেট্রোল পাম্পে বিস্ফোরণের ভিডিওকে ভুয়াভাবে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় মার্কিন ঘাঁটি ধ্বংসের দাবি করে শেয়ার 

Written By: Nasim A  

Result: False

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *