
সম্প্রতি সোশ্যাল মিডিয়া ফেসবুকে একটি ছবি শেয়ার করে রুশ ইউক্রেন যুদ্ধে বোমা হামলার দৃশ্য বলে দাবি করা হচ্ছে। পোস্টের ভিডিওতে দেখা যাচ্ছে ভূমিতে থাকা তিনটি ক্ষেপণাস্ত্র থেকে আকাশে চলমান বিমানকে লক্ষ্য অবিরাম গুলি চলছে। এরপর যুদ্ধ বিমান নিজের নিয়ন্ত্রন হারিয়ে মাটিতে পড়ে যাচ্ছে।
পোস্টের ক্যাপশনে লেখা রয়েছে “ ইউক্রেন এবং রুশ র যুদ্ধ খুব ভয়ংকর ভাবে পারমাণবিক বোমা হামলা 😭😭😭।“
তথ্য যাচাই করে আমরা জানতে পারি পোস্টের দাবি ভুয়ো ও বিভ্রান্তিকর। আরমা ৩ ভিডিও গেমের দৃশ্যকে রুশ-ইউক্রেন যুদ্ধের সাথে জুড়ে ভুয়া পোস্ট ভাইরাল করা হচ্ছে।
উল্লেখ্য, আরমা-৩ হল একটি ভিডিও গেম যেখানে ইউজাররা গেমটিকে কাস্টোমাইজড করে নিজের ইচ্ছে মতো বিভিন্ন দেশ বেছে খেলতে পারে।
আরও পড়ুনঃ আরমা-৩ ভিডিও গেমের ভিডিওকে রাশিয়া ইউক্রেন যুদ্ধের সাথে জুড়ে ভুয়ো পোস্ট ভাইরাল
তথ্য যাচাই
এই দাবির সত্যতা যাচায় করতে আমরা ভিডিওটিকে ভালো করে পর্যবেক্ষণ করি। ভিডিওর :;৩০ মিনিটে একটি লেখা ভেসে উঠে। জাপানিজ ভাষায় লেখা এই বাক্যদুটির অর্থ হল “এই ভিডিওটি কাল্পনিক। যে সমস্ত ব্যাক্তি ও গোষ্ঠীর নাম প্রদর্শিত হয়েছে তা কাল্পনিক এবং আসল গুলির সাথে কোন সম্পর্ক নেই।“
ইনভিড টুলের মাধ্যমে কি-ফ্রেমে ভেঙ্গে গুগল রিভার্স ইমেজ সার্চ করি। ফলাফলে, আরমা ৩ ভিডিও গেম কেন্দ্রিক ইউটিউব চ্যানেল ‘সায়নজি রে’- এর ভিডিও গ্যালারীতে এই ভিডিওকে খুঁজে পাই। ভিডিওটি ২০২১ সালের ১৪ মে তারিখে আপলোড করা হয়েছে। জাপানিজ ভাষায় লিখে জানানো হয় ভিডিওটি আরমা ৩ গেমের দৃশ্য।
আরমা ৩ ভিডিও গেম কেন্দ্রিক ইউটিউব চ্যানেল ’কম্পেয়ার্ড কম্পারিসন’-এও একই রকম ভিডিও খুঁজে পাই।
সম্প্রতি এই গেমের প্রচুর ভিডিওকে রুশ-ইউক্রেনের যুদ্ধের ঘটনা দাবি করে ভুয়ো পোস্ট ভাইরাল করা হচ্ছে। আরমা-৩-এর অফিসিয়াল অ্যাকাউন্ট থেকে একটি টুইট পোস্ট করে তাদের ইউজারদের এই সমস্ত পোস্ট থেকে বিরত থাকার আবেদন করা হয়েছে।
তথ্য ও প্রমানের সাপেক্ষ্যে স্পষ্ট হয়ে যায়, আরমা-৩ ভিডিও গেমের দৃশ্যকে রুশ-ইউক্রেন বিবাদের সাথে জুড়ে ভুয়ো পোস্ট ভাইরাল করা হছে।
নিষ্কর্ষঃ তথ্য যাচাই করে ফ্যাক্ট ক্রিসেন্ডো সিদ্ধান্তে এসেছে উপরোক্ত দাবিটি ভুল ও ভিত্তিহীন। আরমা ৩ ভিডিও গেমের দৃশ্যকে রুশ-ইউক্রেন যুদ্ধের সাথে জুড়ে ভুয়া পোস্ট ভাইরাল করা হচ্ছে।

Title:আরমা-৩ ভিডিও গেমের দৃশ্যকে রুশ ইউক্রেন যুদ্ধের দৃশ্য দাবি করে ভুয়া পোস্ট ভাইরাল
Fact Check By: Rahul AResult: False