
রাশিয়া ইউক্রেনের যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই বাংলাদেশের কিছু নিউজ পোর্টাল এবং সংবাদমাধ্যম ক্রমাগত ভুয়া ভিডিও ও ছবি শেয়ার করে ভুয়া খবর ছড়াচ্ছে। সম্প্রতি ফেসবুকে একটি ভিডিও শেয়ার করে সেটিকে ইউক্রেন-রুশ যুদ্ধের যুদ্ধের দৃশ্য দাবি করা হচ্ছে। ভাইরাল এই ভিডিওতে দেখা যাচ্ছে বরফে ঢাকা একটি খোলা জায়গায়, সামরিক বাহিনী, যুদ্ধ বিমান এবং অনেকগুলি ট্যাঙ্ক রয়েছে। চারিদিকে বোমা, মিসাইল এবং ট্যাঙ্ক থেকে আগ্নেয়াস্ত্র নিক্ষেপণ চলছে। পোস্টের ক্যাপশনে লেখা রয়েছে, “রাশিয়া ইউক্রেনের যুদ্ধের ভিডিও,,,, …।”
তথ্য যাচাই করে আমরা জানতে পারি পোস্টের দাবি ভুয়া ও বিভ্রান্তিকর। ইউক্রেন সীমান্তে রুশ ও বেলারুশের যৌথ উদ্যোগে যুদ্ধ প্রশিক্ষণের ভিডিওকে ইউক্রেন-রুশ যুদ্ধের দৃশ্য দাবি করে ভুয়া পোস্ট ভাইরাল করা হচ্ছে।
তথ্য যাচাই
ভাইরাল এই ভিডিওর সত্যতা যাচাই করতে প্রথমে ভিডিওটিকে আমরা ‘ইনভিড-উই-ভেরিফাই’ টুলের মাধ্যমে কিওয়ার্ড সার্চ করি। ফলাফলে, আন্তর্জাতিক সংবাদ সংস্থা ‘এ পি নিউজ’-এর ৬ ফেব্রুয়ারি, ২০২২, তারিখের প্রতিবেদনে এই ভিডিওর একটি দৃশ্য দেখতে পাই। প্রতিবেদন অনুযায়ী বেলারুশের ব্রেস্টস্কাই ফাইরিং রেঞ্জ এলাকায় রাশিয়া ও বেলারুশের যৌথ উদ্যোগে যুদ্ধ প্রশিক্ষণের আয়োজন করা হয়। আয়োজিত এই প্রশিক্ষন কেন্দ্রে মোটর চালিত রাইফেল, আর্টিলারি, আন্টি ট্যাঙ্ক মিসাইল ইউনিট সহ সাঁজোয়া সৈন্য বাহক ক্রুরা নিয়ে আসা হয়। ইউক্রেনে হামলার জন্য রাশিয়ান প্রেসিডেন্ট রাশিয়ার প্রায় ৭০ শতাংশ সামরিক বাহিনি সেখানে একত্রিত করে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম ‘রয়টার্স’-এর ৩ ফেব্রুয়ারি, ২০২২, তারিখের প্রতিবেদন অনুযায়ী, এই প্রশিক্ষণে ঠাণ্ডা যুদ্ধের পর বেলারুশে সব থেকে বেশি রাশিয়ান সৈন্য মোতায়েন করা হতে পারে। ২০ ফেব্রুয়ারি তারিখ অবধি ওই এলাকায় প্রায় ৩০,০০০ সৈন্যের পাশাপাশি ফাইটার জেট সহ বিভিন্ন ক্ষেপণাস্ত্র থাকবে বলে আশঙ্কা করা হয়েছে। ইউক্রেন দেশের পক্ষ থেকে জানানো হয়েছে, ইউক্রেন-রাশিয়া সীমান্তে প্রায় ১,১৫,০০০ জন রাশিয়ান সেনা মোতায়েন করা হয়েছে।

সংবাদমাধ্যম কলম্বিয়ান ও ইন্ডিয়া টুডের প্রতিবেদন থেকেও একই খবর জানা যায়।
এই সুত্র ধরে ইউটিউবে প্রাসঙ্গিক কিওয়ার্ড সার্চ করি। আন্তর্জাতিক সংবাদমাধ্যম ‘দি সান’-এর ইউটিউব চ্যানেলে ভাইরাল এই ভিডিওর দীর্ঘ সংস্করণ খুঁজে পাই। ৪ ফেব্রুয়ারী ২০২২ তারিখে আপলোড করা এই ভিডিওর শিরোনামে লেখা রয়েছে, “ইউক্রেন সীমান্তে ক্ষেপণাস্ত্র মহড়া চালাচ্ছে রুশ ও বেলারুশিয়ান সামরিক বাহিনী।”
এখান থেকে আরও স্পষ্ট হয়ে যাই ভাইরাল এই ভিডিও রাসিয়া-ইউক্রেন যুদ্ধের দৃশ্য নয়। এই ঘটনা কেন্দ্রিক ‘আল জাজিরা’র একটি ভিডিও উপস্থাপনা নীচে দেওয়া হল।
উপরোক্ত প্রমাণ ও তথ্যের সাপেক্ষে স্পষ্ট হয়ে রাশিয়া এবং বেলারুশিয়ান সামরিম বাহিনীর প্রশিক্ষণের ভিডিওকে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বলে বিভ্রান্তিকর দাবি করা হচ্ছে।
নিষ্কর্ষঃ তথ্য যাচাই করে ফ্যাক্ট ক্রিসেন্ডো সিদ্ধান্তে এসেছে উপরোক্ত দাবিটি ভুল ও ভিত্তিহীন। ইউক্রেন সীমান্তে রাশিয়া ও বেলারুশের যৌথ উদ্যোগে যুদ্ধ প্রশিক্ষণের ভিডিওকে ইউক্রেন-রাশিয়া যুদ্ধের দৃশ্য দাবি করে ভুয়া পোস্ট ভাইরাল করা হচ্ছে।

Title:রুশ সামরিক বাহিনীর প্রশিক্ষণের ভিডিওকে সম্প্রতির যুদ্ধের ভিডিও দাবি করা ভুয়া পোস্ট শেয়ার
Fact Check By: Rahul AResult: Missing Context