যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ভিডিও শেয়ার করে সেটিকে চীনে কৃত্রিম সুর্যদ্বয়ের ভিডিও বলে দাবি করা হচ্ছে। ভিডিওতে সুর্যদ্বয়ের মত একটি দৃশ্য দেখতে পাওয়া যাচ্ছে। ভিডিওর ক্যাপশনে লেখা হয়েছে,”চীনের কৃত্রিম সূর্যের উদয়।“

তথ্য যাচাই করে আমরা দেখতে পেয়েছি পোস্টের দাবিটি ভুয়ো ও বিভ্রান্তিকর। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ‘ইসরো’র রকেট উৎক্ষেপণের ভিডিওকে চীনের কৃত্রিম সূর্যদ্বয়ের বলে শেয়ার করা হচ্ছে।

ফেসবুক পোস্ট

তথ্য যাচাইঃ

ভিডিওর সত্যতা যাচাই করতেই ভিডিওর কি ফ্রেমগুলোকে গুগল রিভার্স ইমেজ সার্চ করি। ফলে, বেশ কয়েকটি ইউটিউব চ্যানেলে এই ভিডিওর উল্লেখ পেয়ে যায়। সব চ্যানেলেই ভিডিওটিকে ২০২২ সালে আপলোড করে ইসরোর রকেট উৎক্ষেপণের বলে জানানো হয়েছে। GSLVMK3 নামের রকেটটি শ্রীহরকোটিতে উৎক্ষেপণ করা হয়েছিল। ৩৬টি ব্রডব্যান্ড স্যাটেলাইট একটি রকেটে যুক্ত করে উৎক্ষেপণ করা হয়েছিল যা ইসরোর সর্বচ্চ ওজনের রকেট উৎক্ষেপণ ছিল।

‘দি ইকোনমিক্স টাইমস’-এর ২৩ অক্টোবর,২০২২, তারিখের প্রতিবেদন অনুযায়ী,” ISRO শ্রীহরিকোটা থেকে তার সবচেয়ে ভারী রকেটে 36টি ব্রডব্যান্ড স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে।“

প্রতিবেদন আর্কাইভ

অন্যান্য প্রতিবেদন গুলো দেখুন এখানে, এখানে

তথ্যের ভিত্তিতে প্রমানিত হয় যে ভিডিওটিতে চীনে কৃত্রিম সূর্য প্রদর্শিত হয়নি বরং ভিডিওটি ইসরোর রকেট উৎক্ষেপণের।

নিষ্কর্ষঃ

তথ্য যাচাই করে ফ্যাক্ট ক্রিসেণ্ডো সিদ্ধান্তে এসেছে উপরোক্ত দাবিটি ভুয়ো। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ‘ইসরো’র রকেট উৎক্ষেপণের ভিডিওকে চীনের কৃত্রিম সূর্যের বলে শেয়ার করা হচ্ছে।

Avatar

Title:চীনের কৃত্রিম সূর্যের নামে ভাইরাল ইসরোর রকেট উৎক্ষেপণের ভিডিও

Written By: Nasim A

Result: False