সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট শেয়ার করে দাবি করা হচ্ছে – বিশ্বের অন্যতম ধনী ব্যক্তি জন ফোর্ড ইসলাম ধর্ম গ্রহণ করলেন। পোস্টে দেখা যাচ্ছে একজন বয়স্ক কাদছেন। পোস্টের ক্যাপশনে লেখা রয়েছে - আলহামদুলিল্লাহ জন ফোর্ড.বর্তমান বিশ্বের সবচেয়ে বড় ধনীদের মধ্যে অন্যতম তিনি গতকাল শান্তি ধর্ম ইসলাম গ্রহন করেছেন, কালিমা পড়ার সময় একপর্যায়ে আবেগে কেঁদে ফেলেন।আল্লাহ তাকে হায়াতে তাইয়্যেবাহ দান করুন আমিন।

তথ্য যাচাই করে দেখতে পেয়েছি এই দাবি ভিত্তিহীন এবং বিভ্রান্তিকর। অন্য একজন মার্কিন ব্যক্তির ইসলাম গ্রহণ করার ভিডিওকে জন ফোর্ড দাবি করে ভুয়া পোস্ট ভাইরাল করা হচ্ছে।

ফেসবুক পোস্ট আর্কাইভ

তথ্য যাচাই

এই দাবির সত্যতা যাচাই করতে ছবিটিকে গুগলে রিভার্স ইমেজ সার্চ করি। ফলাফলে সংবাদমাধ্যম ‘খালিজ টাইমস’-এর প্রতিবেদনে এর অনুসন্ধান পাই। এই প্রতিবেদন পড়ে জানতে পারি, একজন মার্কিন ব্যক্তির ওমানে ইসলাম ধর্ম গ্রহণ করার ভিডিও ভাইরাল হয়। দাবি করা হয় ওই ব্যক্তি মার্কিন সেনায় কর্মরত ছিলেন।

এই প্রতিবেদন সেই ভাইরাল ভিডিওটি দেখতে পাওয়া যায়।

আরও বেশ কয়েকটি প্রতিবেদনে থেকেও এই একই তথ্য জানতে পারি। স্পষ্ট হয়ে যায় এই ভাইরাল ছবির ব্যক্তি জন ফোর্ড নন। নিচে ভাইরাল ছবি এবং জন ফোর্ডের ছবির তুলনা দেওয়া হল।

নিষ্কর্ষঃ তথ্য যাচাই করে ফ্যাক্ট ক্রিসেন্ডো সিদ্ধান্তে এসেছে উপরোক্ত দাবিটি ভুল ও ভিত্তিহীন। অন্য একজন মার্কিন ব্যক্তির ইসলাম গ্রহণ করার ভিডিওকে জন ফোর্ড দাবি করে ভুয়া পোস্ট ভাইরাল করা হচ্ছে।

Avatar

Title:জন ফোর্ডের ইসলাম ধর্ম গ্রহণ করার খবরটি ভুয়া

Fact Check By: Rahul A

Result: False