না, জাস্টিন ট্রুডোর সাথে ছবি তোলেননি বিএনপি চেয়ারম্যান তারেক রহমান

False Politics

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ২০১৬ সালের একটি ছবি সম্পাদিত করে ভুয়ো দাবির সাথে ভাইরাল করা হচ্ছে। ছবিতে দেখা যাচ্ছে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সাথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ছবি তুলছেন। এই পোস্টটি মুহূর্তের মধ্যে বাংলাদেশে ভাইরাল হয়ে যায়। নাইম মৃধা নামে এক ফেসবুক ইউজার ৫ নভেম্বর এই পোস্টটি শেয়ার করেন এবং দুদিনের মাথায় সাড়ে নয় হাজারের বেশি লাইক পড়ে এবং শেয়ার সংখ্যা পৌঁছয় ৯৭৬। এই পোস্টটির ক্যাপশনে লেখা রয়েছে, “বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো।“ 

তথ্য যাচাই করে আমরা দেখতে পেয়েছি এই দাবি ভুয়ো এবং বিভ্রান্তিকর। আসলে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সাথে আমেরিকার তৎকালীন রাষ্ট্রপতি বারাক ওবামা ২০১৬ সালে এই ছবিটি তুলেছিলেন।    

Claim Bangladesh.png
ফেসবুক আর্কাইভ 

তথ্য যাচাই 

ছবিটিকে গুগলে রিভার্স ইমেজ সার্চ করে খুব সহজেই এর অনুসন্ধান পাওয়া যায়। ইংরেজি সংবাদমাধ্যম “কোয়ার্টজ”-এর ২০১৬ সালের ১ জুলাইয়ের একটি প্রতিবেদনে এই ছবিটিকে দেখতে পাওয়া যায়। এই প্রতিবেদনটি অনুযায়ী,
‘নর্থ আমেরিকা লিডারস সামিট’ উপলক্ষে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি বারাক ওবামা, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এবং মেক্সিকোর রাষ্ট্রপতি এনরিক পেনা নিটো ২৯ জুন, ২০১৬, কানাডার রাজধানী অটোয়া শহরে বৈঠক করেন। 

B'desh proof q.png
প্রতিবেদন আর্কাইভ 

কিওয়ার্ড সার্চ করে ভারতীয় সংবাদমাধ্যম ‘এনডিটিভি’-এর একটি প্রতিবেদনও এই ছবিটি দেখতে পাই।

B'desh proof 2.png
প্রতিবেদন আর্কাইভ 

পাশাপাশি দুটি ছবিকে তুলনা করলে ব্যাপারটি আরও স্পষ্ট হয়ে যায়। 

Justin comparison.jpg

নিষ্কর্ষঃ তথ্য যাচাই করে ফ্যাক্ট ক্রিসেন্ডো সিদ্ধান্তে এসেছে উপরোক্ত দাবিটি ভুল। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সাথে আমেরিকার প্রাক্তন রাষ্ট্রপতি বারাক ওবামার তোলা ২০১৬ সালের একটি ছবিকে সম্পাদিত করে ভুয়ো দাবির সাথে ভাইরাল করা হচ্ছে।

Avatar

Title:না, জাস্টিন ট্রুডোর সাথে ছবি তোলেননি বিএনপি চেয়ারম্যান তারেক রহমান

Fact Check By: Rahul A 

Result: False

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *