সম্প্রতি চলমান ইজরায়েল-ফিলিস্তিন সংঘর্ষের আবহে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে অনেক প্রাসঙ্গিক, অপ্রাসঙ্গিক ছবি, ভিডিও। আল আকসা মদজিদের চত্বরে অনেক লোকের সমাগমের একটি ভিডিও শেয়ার করে দাবি করা হচ্ছে, আল আকসা মসজিদ নিজের দখলে নিয়েছে ফিলিস্তিনরা। ভিডিওটি শেয়ার করে ক্যাপশনে লেখা হয়েছে,” আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ পবিত্র মসজিদ আল আকসা আজ দখল মুক্ত করে নিয়েছে স্বাধীনতাকামী ফিলিস্তিনিরা💚 "লা ইলাহা হা ইল্লাললাহ, আল্লাহু আকবর, লাব্বাইক আল আকসা লাব্বাইক" ধ্বনিতে মুখরিত ফিলিস্তিনের আকাশ। #hamasah #হামাস #ফিলিস্তিন #Philistine #Alhamdulillah #islamic #viral #video #SUBHANALLAH।“

তথ্য যাচাই করে আমরা দেখতে পেয়েছি পোস্টের দাবিটি ভুয়ো। পুরনো ও অপ্রাসঙ্গিক ভিডিওকে সম্প্রতি চলমান ইজরায়েল-ফিলিস্তিন সংঘর্ষের সাথে জুড়ে শেয়ার করা হচ্ছে।

ফেসবুক পোস্ট

তথ্য যাচাইঃ

ভাইরাল এই ভিডিওর সত্যতা যাচাই করতে ভিডিওটিকে ভালো করে পর্যবেক্ষণ করি। ফলে, বোঝা যায় ভিডিওটি একই স্থানের একই ঘটনাকে ঘিরে দুটি ভিডিওর কোলাজ। যার প্রথমটি দিনের বেলা এবং অপরটি রাতের। দুটি ভিডিওতেই ‘Fwaz Tobasy’ একটি লেখা দেখা যায়। এটিকে সূত্র ধরে ফেসবুক সার্চের মাধ্যমে ‘Fwaz Tobasy’ নামের একটি ফেসবুক প্রোফাইল পাওয়া যায়।

এই প্রোফাইলে ভাইরাল এই ভিডিওটি ১৮ এপ্রিল তারিখে পোস্ট করা হয়েছে।

https://www.facebook.com/reel/626839342620008

অপর ভিডিওটি অর্থাৎ রাতের বেলার ভিডিওটি ১৮ তারিখেই পোস্ট করা হয়েছিল এবং ক্যাপশনে লেখা হয়েছে,” আল-আকসা মসজিদে লায়লাতুল কদর উদযাপন যে ব্যক্তি জান্নাতের একটি স্থান দেখতে চায় সে জেরুজালেমের দিকে তাকাও ওমর বিন আল-খাত্তাব, আল্লাহ তার প্রতি সন্তুষ্ট হন।“

ফেসবুক পোস্টের ঘটনাকেই প্রদর্শিত করে এরকম আরও কয়েকটি ছবি,ভিডিও পাওয়া যায়।

প্রসঙ্গত, সম্প্রতি ইজরায়েল-ফিলিস্তিন সংঘর্ষ শুরু হয়েছে ৭ অক্টোবর তারিখে যা থেকে কার্যত স্পষ্ট হয় যে ভিডিওটি সম্প্রতির ইজরায়েল-ফিলিস্তিন সংঘর্ষের সাথে সম্পর্কিত নয়।

উপরোক্ত দ্বিতীয় পোস্টে দেওয়া তথ্য অনুযায়ী ভিডিওটি আল আকসা মসজিদে লায়লাতুল কদর উদযাপনের। এই তথ্যকে মাথায় রেখে গুগলে প্রাসঙ্গিক কিওয়ার্ড সার্চের মাধ্যমে জানতে পারি, ২০২৩ সালে ১৭ তারিখে পালিত হয়েছিল লায়লাতুল কাদর। ‘টাইমস অফ ইজরায়েল’-এর প্রতিবেদনে লেখা হয়েছে,” ফিলিস্তিনি মুসলিম উপাসকরা জেরুজালেমের ওল্ড সিটির টেম্পল মাউন্ট চত্বরে, ১৭ এপ্রিল, ২০২৩ তারিখে লায়লাত আল কদরের সময় প্রার্থনা করছেন, যা ভাগ্যের রাত নামেও পরিচিত।“

প্রতিবেদন আর্কাইভ

অন্যান্য প্রতিবেদন থেকেও জানা যায় যে, ভিডিওটি লায়লাতুল কাদর রাত উদযাপনের সময়ের। দেখুন এখানে, এখানে।

তথ্যের ভিত্তিতে প্রমানিত হয় যে, ভিডিওটি সম্প্রতির ইজরায়েল-ফিলিস্তিন সংঘর্ষের সাথে সম্পর্কিত নয়।

নিষ্কর্ষঃ তথ্য যাচাই করে ফ্যাক্ট ক্রিসেণ্ডো সিদ্ধান্তে এসেছে উপরোক্ত দাবিটি ভুয়ো। আল আকসা মসজিদ চত্বরে লায়লাতুল কাদরের রাত উদযাপনের সময়ে লক্ষাধিক লোকের সমাগমের পুরনো ভিডিওকে বিভ্রান্তিকর দাবির সাথে শেয়ার করা হচ্ছে।

Avatar

Title:আল আকসা মসজিদ নিজের দখলে নিয়েছে ফিলিস্তিনিরা ? জানুন ভিডিওর সত্যতা

Written By: Nasim Akhtar

Result: False