সম্প্রতি যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ভিডিও শেয়ার করে দাবি করা হচ্ছে মোবাইলের প্রতি আসক্ত হয়ে সবজি ভেবে নিজের সন্তানকে ফ্রিজে রেখে দিল এক মা। ৩ মিনিটের দীর্ঘ এই ভিডিওতে এক মহিলাকে কোলে এক বাচ্চাকে নিয়ে মোবাইলে কথা বলতে বলতে পায়েচারা করতে দেখা যাচ্ছে। এরই মাঝে মহিলা কোলের বাচ্চাকে ফ্রিজের মধ্যে রেখে সোফায় বসে মনের আনন্দে মোবাইলে কথা বলছেন। কিছুক্ষণ পরে এক পুরুষ সেই ঘরে এসে কোলের সেই বাচ্চার ব্যাপারে মহিলাকে জিজ্ঞেস করছেন এবং মহিলা রীতিমত হতভম্ব হয়ে এদিক ওদিক খুঁজাখুঁজি করছে। অবশেষে সেই পুরুষ বাচ্চাকে ফ্রিজ থেকে উদ্ধার করে এবং মহিলা সেই বাচ্চাকে আদরের সহিত জড়িয়ে ধরে শান্তির ভাব প্রকাশ করে। ভিডিওটি শেয়ার করে ক্যাপশনে লেখা হয়েছে,” মোবাইলের প্রতি আসক্ত হয়ে সবজি ভেবে নিজের সন্তানকে ফ্রিজে রেখে দিল😭😭।“

তথ্য যাচাই করে আমরা দেখতে পেয়েছি ভিডিওটি স্ক্রিপ্টেড। অভিনয়ের মাধ্যমে সামাজিক বার্তা দেওয়ার উদ্দেশ্যে এই ভিডিওটি পরিকল্পিত ভাবে তৈরি করা হয়েছে।

ফেসবুক পোস্ট

তথ্য যাচাইঃ

ভিডিও সম্পর্কিত আসল তথ্য খুঁজতে ভিডিওর কি ফ্রেমগুলোকে গুগল রিভার্স ইমেজ সার্চ করি। ফলে, ভাইরাল এই ভিডিওটি Ideas Factory নামের ফেসবুক পেজে পেয়ে যায়। ভিডিওর ক্যাপশনে লেখা হয়েছে,”দেখার জন্য ধন্যবাদ! অনুগ্রহ করে সচেতন থাকুন যে এই পৃষ্ঠার ভিডিওগুলো স্ক্রিপ্ট করা নাটক এবং প্যারোডিও রয়েছে। এই শর্ট ফিল্মগুলি শুধুমাত্র বিনোদন এবং শিক্ষামূলক উদ্দেশ্যে বানানো! এই ভিডিওর চরিত্রগুলি বিনোদন এবং শিক্ষামূলক উদ্দেশ্য।“ যা থেকে স্পষ্ট হয় যে ভিডিওটি স্ক্রিপ্টেড।

ভিডিওটি ৬ এপ্রিল তারিখে আপলোড করা হয়েছে।

এই পেজের অন্যান্য বেশ কিছু ভিডিওতে ভাইরাল ফেসবুক পোস্টের ভিডিওতে পিতার অভিনয় করা ব্যাক্তিকে অন্যান্য চরিত্রে অভিনয় করতে দেখা যাচ্ছে।

নিষ্কর্ষঃ

তথ্য যাচাইয়ের মাধ্যমে ফ্যাক্ট ক্রিসেণ্ডো এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে ভিডিওর ঘটনাটি বাস্তব ঘটনা নয়, একটি স্ক্রিপ্টেড ভিডিও। ভাইরাল ভিডিওটর ঘটনার সঙ্গে বাস্তবতার কোনো সম্পর্ক নেই।

Avatar

Title:মোবাইলে কথা বলতে বলতে সবজি ভেবে নিজের সন্তানকে ফ্রিজে রেখে দেওয়ার ভিডিওটি স্ক্রিপ্টেড

Fact Check By: Nasim Akhtar

Result: False