সম্প্রতি সামাজিক মাধ্যম ফেসবুকে ছাত্রলীগ নেত্রী তিলোত্তমা সিকদারের ছবি যুক্ত যমুনা টিভির একটি গ্রাফিক কার্ড যেখানে লেখা রয়েছে, ‘পায়ুপথে ১ কেজি স্বর্ণ নিয়ে ধরা ছাত্রলীগ নেত্রী’ যা বেশ ভাইরাল হচ্ছে। আসুন জেনেনি যমুনা টিভির নামে ভাইরাল গ্রাফিক কার্ডের সত্যতা। আসলেই কি এরকম কোন ঘটনা ঘটেছে ?

তথ্য যাচাই করে আমরা ভাইরাল গ্রাফিকটিকে ভুয়ো হিসেবে পেয়েছি। যমুনা টিভি এরকম কোন গ্রাফিক কার্ড পোস্ট করেনি।

ফেসবুক পোস্ট আর্কাইভ

তথ্য যাচাইঃ

গুগলে প্রাসঙ্গিক কি ওয়ার্ড সার্চের মাধ্যমে যমুনা টিভি সহ অন্য কোন সংবাদ প্রতিবেদনে ছাত্রলীগ নেত্রী তিলোত্তমা সিকদারের পায়ুদ্বার থেকে ১ কেজি স্বর্ণ উদ্ধারের কোন সংবাদ প্রতিবেদন পাওয়া যায় না। ‘যমুনা টিভি’র ১ জুন তারিখের প্রতিবেদন অনুযায়ী, এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস বিমানে বিমানবালা হিসেবে কর্মরত কলকাতার বাসিন্দা সুরভী খাতুন পায়ুপথে স্বর্ণ পাচারের অভিযোগে গ্রেফতার করা হয়েছে। তার পায়ুপথ থেকে ৯৬০ গ্রাম স্বর্ণ জব্দ করা হয়েছে। ঘটনার পর বিমানবালাকে জিজ্ঞাসাবাদের পর বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেটের সামনে তোলা হয়। সেখানে তাকে ১৪ দিনের রিমান্ডে পাঠিয়েছেন বিচারক। এ ঘটনায় আরও কেউ জড়িত আছে কিনা তা নিয়েও চলছে তদন্ত। প্রতিবেদনের কোথাও ছাত্রলীগ নেত্রীর ঘটনা বলে উল্লেখ করা হয়নি।

তারপর আমরা যমুনা টিভির ফেসবুক পেজ ঘেঁটে দেখি। সেখানে ১ জুনে করা একটি গ্রাফিক কার্ড পাওয়া যেখানে ছাত্রলীগ নেত্রীর পায়ুদ্বার থেকে স্বর্ণ উদ্ধারকে ঘিরে ভাইরাল ফেসবুক পোস্টের গ্রাফিক কার্ডটিকে ভুয়ো বলে জানিয়ে লেখা হয়েছে, এই নিউজটি যমুনা টিভির নয়।

ফেসবুক পোস্ট আর্কাইভ

‘যমুনা টিভি’র পক্ষ থেকে একটি প্রতিবেদন প্রকাশ করেও জানানো হয়েছে যে, ফেসবুক পোস্টের ভাইরাল গ্রাফিক কার্ডটি বিকৃত করে তৈরি করা হয়েছে। (আর্কাইভ)

ছাত্রলীগ নেত্রী তিলোত্তমা সিকদারের নামে ভুয়ো খবরটি ছড়িয়ে পড়ার পর তিলোত্তমা সাইবার ক্রাইম বিভাগে অভিযোগ দায়ের করেছেন এবং এই অপপ্রচার ছড়ানোর বিরুদ্ধে খুব দ্রুতই প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন।

ফেসবুক পোস্ট আর্কাইভ

উপরোক্ত তথ্যের ভিত্তিতে প্রমানিত হয় যে, ছাত্রলীগ নেত্রী তিলোত্তমা সিকদারের ছবি যুক্ত যমুনা টিভির গ্রাফিক কার্ডটি ভুয়ো। যমুনা টিভির তরফ থেকে এরকম কোন গ্রাফিক কার্ড প্রকাশ করা হয়নি। তার পায়ুদ্বার থেকে স্বর্ণ উদ্ধারের নামে ভাইরাল গ্রাফিকটি সম্পাদিত করে তৈরি করা।

নিষ্কর্ষঃ

তথ্য যাচাইয়ের মাধ্যমে ফ্যাক্ট ক্রিসেন্ডো এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে, ছাত্রলীগ নেত্রী তিলোত্তমা সিকদারের ছবি যুক্ত যমুনা টিভির গ্রাফিক কার্ডটি ভুয়ো। যমুনা টিভির তরফ থেকে এরকম কোন গ্রাফিক কার্ড প্রকাশ করা হয়নি। তার পায়ুদ্বার থেকে স্বর্ণ উদ্ধারের নামে ভাইরাল গ্রাফিকটি সম্পাদিত করে তৈরি করা।

Avatar

Title:ছাত্রলীগ নেত্রীর ছবি যুক্ত যমুনা টিভির ভাইরাল গ্রাফিক কার্ডটি বিকৃত করে তৈরি করা

Written By: Nasim A

Result: False