ভারতের রাজস্থানে অবস্থিত মাহি বাঁধের ভিডিওকে তিস্তা বাঁধ দাবি করে শেয়ার 

False Social

উজানে ভারতের ত্রিপুরা থেকে নেমে আসা ঢল ও কয়েক দিনের প্রবল বৃষ্টির কারণে ১২টি রাজ্যে বন্যা ভয়াবহরুপ নিয়েছে যার মধ্যে সবচেয়ে খারাপভাবে ক্ষতিগ্রস্তের সম্মুখীন হয়েছে ফেনী জেলা। দেশে বন্যা পরিস্থিতিতে পানিবন্দি হয়ে আছে প্রায় ৪৫ লক্ষ মানুষ যার মধ্যে ফেনীতে রয়েছে প্রায় ৩ লক্ষ মানুষ। এই দুর্যোগে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৮। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণসচিব কামরুল হাসান বলেছেন- ভারী বর্ষণ কমেছে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে পরিস্থিতির উন্নতি হবে। এই প্রসঙ্গে একটি ভিডিও শেয়ার করে দাবি করা হচ্ছে যে, ভারতের তিস্তা বাঁধ খুলে দেওয়া হয়েছে এবং ভিডিওতে বাঁধ থেকে জল বের হওয়ার ভিডিও প্রদর্শিত হচ্ছে। 

তথ্য যাচাই করে আমরা পেয়েছি ভিডিওটি তিস্তা বাঁধের নয় বরং ভারতের রাজস্থান রাজ্যে অবস্থিত মাহি বাঁধের দৃশ্য। 

ফেসবুক পোস্ট 

তথ্য যাচাইঃ 

গুগলে প্রাসঙ্গিক কি ওয়ার্ড সার্চের মাধ্যমে ভারতীয় গণমাধ্যম মারফত জানতে পারি, চলতি মাসের ২০ তারিখে বড় ভুমিধসের জন্য তিস্তা স্টেজ ৫ বাঁধের বিদ্যুৎ কেন্দ্রটি ক্ষতিগ্রস্ত হয়েছে। তিস্তার ওপর বাঁধের কোনো ক্ষতি হয়নি বলে জানিয়েছে এনএইচপিসি। 

ভিডিওর আসল উৎস খুঁজতে ভিডিওর কি ফ্রেমগুলোকে গুগল রিভার্স ইমেজ সার্চ করি। ফলে, হুবহু এই ভিডিওটি বেশ কয়েকটি ইউটিউব চ্যানেলে পাওয়া যায়। শিরোনামের মাধ্যমে এটিকে রাজস্থানের বাঁশওয়াড়ার মাহি বাঁধ বলে জানানো হয়। 

গুগল ম্যাপ্সও নিশ্চিত করে যে ভিডিওটি রাজস্থানের মাহি বাঁধের। 

নিষ্কর্ষঃ 

তথ্য যাচাইয়ের মাধ্যমে ফ্যাক্ট ক্রিসেণ্ডো এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে ভারতের রাজস্থান রাজ্যের বাঁশওয়াড়ায় অবস্থিত মাহি বাঁধের ভিডিওকে তিস্তা বাঁধ দাবি করে শেয়ার করা হচ্ছে।

Avatar

Title:ভারতের রাজস্থানে অবস্থিত মাহি বাঁধের ভিডিওকে তিস্তা বাঁধ দাবি করে শেয়ার

Written By: Nasim A  

Result: False

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *