ব্যাপক বৃষ্টি ও পাহাড়ি ঢলের প্রভাবে সিলেট ও সুনামগঞ্জে বন্যার পরিস্থিতি তৈরি হয়েছে। নদীগুলোতে পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সিলেট জেলার ৮০% এলাকা বন্যার কবলে পড়েছে। পুরো জেলায় ইতিমধ্যে ১৯ হাজার মানুষ বিভিন্ন আশ্রয়কেন্দ্রে অবস্থান নিয়েছেন এবং ৮ লাখ মানুষ বন্যা আক্রান্ত হয়েছে। যত দিন যাচ্ছে পরিস্থিতি উন্নতির দিকে এগোচ্ছে। এই পরিস্থিতিতে কোন এক জলাধার থেকে হু-হু করে জল বেরনোর একটি ভিডিও শেয়ার করে দাবি করা হচ্ছে যে, ফারাক্কা বাঁধ থেকে জল ছাড়ার দৃশ্য যার কারণে সিলেটে ২০২২-এর থেকেও ভয়ানক বন্যা পরিস্থিতির তৈরি হতে চলেছে।

ভিডিওর উপরে লেখা হয়েছে,”2022 সালের বন্যা কেও হার বানাভে 2024 সালের বন্যা এই সেই ফারাক্কা যার কারনে বন্যার ভয়াবহ অবস্থা। সিলেট বাসীরা অনেক খারাপ অবস্থায় আছে তাদের জন্য দোয়া করবেন।“

তথ্য যাচাই করে আমরা দেখতে পেয়েছি যে দাবিটি ভুয়ো ও বিভ্রান্তিকর। ভিডিওতে প্রদর্শিত বাঁধটি ফারাক্কা নয় বরং ভারতের ঝাড়খণ্ড রাজ্যের ধানবাদে অবস্থিত পাঞ্চেত বাঁধ।

ফেসবুক পোস্ট

তথ্য যাচাইঃ

ফেসবুক পোস্টের দাবির সত্যতা যাচাই করতে ভিডিওর কি ফ্রেমগুলোকে গুগলে রিভার্স ইমেজ সার্চ করি। ফলে, হবহু এই ভিডিওটি ‘Satyam Sharma’ নামের ইউটিউব চ্যানেলে পেয়ে যায়। ভিডিওটি ২০১৭ সালের ২৭ জুলাই তারিখে আপলোড করা হয়েছে। এখানে এটিকে ঝাড়খণ্ডের পাঞ্চেত বাঁধের দৃশ্য বলে জানানো হয়েছে।

গুগল ম্যাপ্সও নিশ্চিত করে যে বাঁধ থেকে হু-হু করে জল বেরনোর এই ভিডিওটি পশ্চিমবঙ্গের প্রতিবেশী রাজ্য ঝাড়খণ্ডের পাঞ্চেত বাঁধ।

https://maps.app.goo.gl/Vsxn9oxptv2PnVi16

উপরোক্ত তথ্যের ভিত্তিতে প্রমানিত হয় যে, বাঁধ থেকে জল বেরনোর এই ভিডিওটি ফারাক্কা ব্যারেজের নয় বরং পশ্চিমবঙ্গের প্রতিবেশী রাজ্য ঝাড়খণ্ডে অবস্থিত পাঞ্চেত বাঁধের। পুরনো ও অপ্রাসঙ্গিক ভিডিওকে সিলেট বন্যা পরিস্থিতির প্রসঙ্গে শেয়ার করা হচ্ছে।

নিষ্কর্ষঃ তথ্য যাচাইয়ের মাধ্যমে ফ্যাক্ট ক্রিসেণ্ডো এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে, ফারাক্কা ব্যারেজ থেকে জল হু-হু করে বেরনোর নামে ভাইরাল ভিডিওটি আসলে পশ্চিমবঙ্গের প্রতিবেশী রাজ্য ঝাড়খণ্ড অবস্থিত পাঞ্চেত বাঁধের।

Avatar

Title:ভারতের পাঞ্চেত বাঁধ থেকে হু-হু করে জল বেরনোর ভিডিওকে ফারাক্কার নামে শেয়ার

Fact Check By: Nasim Akhtar

Result: False