সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও শেয়ার করে দাবি করা হচ্ছে, সিলেট-সুনামগঞ্জে নদীর বন্যার জলে মাথা উঁচু করে দাড়িয়ে রয়েছে একটি মন্দির। ভিডিওতে একটি জলাশয়ের মাঝে একটি মন্দিরের চূড়া দেখা যাচ্ছে এবং নদীর জল প্রচণ্ড স্রোতে কুলুকুলু করে বয়ে যাচ্ছে।

পোস্টের ক্যাপশনে লেখা রয়েছে, “★★হাজার হাজার ঘর-বাড়ি সিলেট-সুনামগঞ্জে নদীর জলে তলিয়ে যাচ্ছে, কিন্তু ঈশ্বরের ঘর(মন্দির) এখনো মাথা উচু করে দাড়িয়ে আছে★★ 🚩🔱হর হর মহাদেব🔱🚩।”

তথ্য যাচাই করে আমরা দেখতে পেয়েছি এই দাবি ভুয়া এবং বিভ্রান্তিকর। ভারতের মধ্যপ্রদেশের শিব মন্দিরের বন্যার জলে অর্ধ নিম্মজিত হয়ে থাকার ভিডিওকে সিলেট-সুনামগঞ্জ বন্যার দৃশ্য দাবি করে ভুয়া পোস্ট শেয়ার করা হচ্ছে।

ফেসবুক পোস্ট

উল্লেখ্য, দেশের উত্তর পূর্বে সিলেট সুনামগঞ্জে বন্যা ভয়াভহ রুপ ধারণ করেছে। লক্ষ লক্ষ মানুষ বন্যার কারণে আটকা পড়েছেন। প্রশাসন জানিয়েছে এই দুটি জেলার মোট ৩০ লক্ষ মানুষ বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে। বিস্তারিত পড়ুন এখানে

তথ্য যাচাই

এই দাবির সত্যতা যাচাই করতে আমরা ভিডিওটে ইনভিড-উই-ভেরিফাই টুলের মাধ্যমে কয়েকটি ফ্রেমে ভাগ করে গুগলে রিভার্স ইমেজ সার্চ করি। ফলাফলে, ‘Balram Verma’ নামে ইউটিউব চ্যানেল থেকে শেয়ার করা একটি ভিডিওর থাম্বনেলে ভাইরাল ভিডিওর দৃশ্য দেখতে পাই। ভিডিওটি দেখে জানতে এটি মধ্যপ্রদেশের রাজগড় জেলার সারংপুর এলাকার কপিলেশ্বর মন্দিরের দৃশ্য। ভিডিওটি দেখুন এখানে

এরপর ইউটিউবে প্রাসঙ্গিক কিওয়ার্ড সার্চ করে বন্যায় কবলিত কপিলেশ্বর মন্দিরের একাধিক ভিডিও খুঁজে পাই যায় সাথে ভাইরাল ভিডিওর অনেক মিল পাওয়া যায়। নিচে আরও একটি ভিডিও দেওয়া হল।

এরপর গুগল ম্যাপসে এই মন্দিরের অবস্থান খুঁজে পাই। ম্যাপস থেকে জানতে পারি এই মন্দিরটি কালী সিন্ধ নদীর ওপর অবস্থিত। ম্যাপসের গ্যালারিতে জলে নিম্মজ্জিত অবস্থায় মন্দিরের ছবি খুঁজে পাওয়া যায় যার সাথে ভাইরাল ভিডিও হুবহু মিলে যায়। নিচে ভাইরাল ভিডিওর স্ক্রিনশট এবং গুগল ম্যাপসে থাকা ছবির তুলনা দেওয়া হল। এই তুলনা থেকে স্পষ্ট বোঝা যায় এই দুটি একই মন্দিরের ছবি, শুধুমাত্র রঙের পার্থক্য রয়েছে।

নিষ্কর্ষঃ তথ্য যাচাই করে ফ্যাক্ট ক্রিসেন্ডো সিদ্ধান্তে এসেছে উপরোক্ত দাবিটি ভুল ও ভিত্তিহীন। ভারতের মধ্যপ্রদেশের শিব মন্দিরের বন্যার জলে অর্ধ নিম্মজিত হয়ে থাকার ভিডিওকে সিলেট-সুনামগঞ্জ বন্যার দৃশ্য দাবি করে ভুয়া পোস্ট শেয়ার করা হচ্ছে।

Avatar

Title:জলে ডুবে থাকা ভারতীয় মন্দিরের ভিডিওকে সিলেট-সুনামগঞ্জ বন্যার দৃশ্য দাবি করে ভুয়া পোস্ট ভাইরাল

Fact Check By: Nasim A

Result: False