বলিউড অভিনেতা অক্ষয় কুমার ফিলিস্তিনকে সমর্থন করছেন ? জানুন ভাইরাল ভিডিওর সত্যতা  

Altered International

সম্প্রতি সামাজিক মাধ্যম ফেসবুকে একটি ভিডিও শেয়ার করে দাবি সেটিকে বলিউড অভিনেতা অক্ষয় কুমারের ফিলিস্তিন সমর্থনের ভিডিও বলে দাবি করা হচ্ছে। পোস্টের ভিডিওতে অভিনেতাকে পাকিস্তান আর্মি, পাকিস্তানিদের প্রতি নিজের কৃতজ্ঞতা জ্ঞাপন করে ফিলিস্তিনই মুসলিমদের সমর্থন করার আর্জি দিলেন বিশ্বব্যাপী মুসলিমদের। দেখা যাচ্ছে, অভিনেতার মুখমণ্ডলে ফিলিস্তিনের পতাকা লাগানো রয়েছে। 

পোস্টের ক্যাপশনে লেখা হয়েছে, “ভারতের সুপার স্টার 💖অক্ষয় কুমার একজন হিন্দু হয়ে মানবতার পক্ষে মুসলিমের জন্যে ফিলিস্তিনের জন্যে পাকিস্তান সহ সকল মুসলিমকে চুপ না থাকার আহবান জানিয়েছেন সরাসরি????💖💖💖💖💖।“ 

তথ্য যাচাই করে আমরা দেখতে পেয়েছি এই দাবি ভুয়া এবং বিভ্রান্তিকর। ভারতীয় অভিনেতা অক্ষয় কুমারের ফিলিস্তিন সমর্থন করার ভাইরাল এই ভিডিওটি সম্পাদিত।  

ফেসবুক পোস্ট  

তথ্য যাচাই  

ভিডিওর কি ফ্রেম গুগল রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে ভাইরাল ভিডিওর আসল ভিডিওটি মুম্বাই পুলিশের টুইটার হ্যান্ডেলে পাওয়া যায়। ১১ জানুয়ারী,২০২৩, তারিখে টুইট করা এই ভিডিওতে অক্ষয় কুমার জাতীয় সড়ক নিরাপত্তা সপ্তাহ উপলক্ষে ট্রাফিক নিয়ম এবং সড়ক নিরাপত্তা নিয়ে কথা বলতে শোনা যাচ্ছে।  

ভিডিওতে তিনি বলছেন- হ্যালো, আমার নাম অক্ষয় কুমার। আপনি কি জানেন যে ভারতে প্রতি বছর প্রায় ১.৫ লক্ষ মানুষ সড়ক দুর্ঘটনার শিকার হয়। এই দুর্ঘটনাগুলি কমানোর জন্য, সরকার জানুয়ারী মাসে সড়ক নিরাপত্তা সপ্তাহ পালন করে। যা মানুষকে ট্রাফিক নিয়ম মেনে চলার জন্যও শিক্ষিত করে। টু হুইলার চালানোর সময় সর্বদা হেলমেট পরুন। চার চাকার গাড়ি চালানোর সময় সিট বেল্ট রাখুন। তৃতীয়ত, গাড়ি চালানোর সময় মোবাইল ফোন ব্যবহার করবেন না। চতুর্থত, অতিরিক্ত গতিতে গাড়ি চালানো থেকে বিরত থাকুন। অ্যালকোহল বা মাদক জাতীয় দ্রব্য পান করে গাড়ি চালাবেন না। আপনাকে এবং আপনার পরিবারের জন্য নতুন বছরের অনেক শুভেচ্ছা। ধন্যবাদ।  

এই ভিডিওতে স্পষ্ট লক্ষ্যনিয় যে তার মুখমণ্ডলে কোন ধরনের পতাকা বা রং, কিছুই লাগানো নেই। 

নীচে তুলনামূলক ফেমটি দেখুন যেখান থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে অভিনেতার আওয়াজ অনুকরন করে তা এবং মুখমণ্ডলে ফিলিস্তিনের ফ্ল্যাগ সম্পাদিত করে ভিডিওতে জুড়ে দেওয়া হয়েছে।

নিষ্কর্ষঃ

তথ্য যাচাই করে ফ্যাক্ট ক্রিসেণ্ডো সিদ্ধান্তে এসেছে উপরোক্ত দাবিটি ভুয়া। ভারতীয় অভিনেতা অক্ষয় কুমারের ফিলিস্তিন সমর্থন করার ভাইরাল এই ভিডিওটি সম্পাদিত।    

Avatar

Title:বলিউড অভিনেতা অক্ষয় কুমার ফিলিস্তিনকে সমর্থন করছেন ? জানুন ভাইরাল ভিডিওর সত্যতা  

Fact Check By: Nasim A 

Result: Altered

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *