মসজিদ ও মাদ্রাসায় কারেন্ট বিল ফ্রি করা নিয়ে যমুনা টিভির গ্রাফিক কার্ডটি সম্পাদিত 

False Political

সম্প্রতি যোগাযোগ মাধ্যম ফেসবুকে বাংলাদেশ অন্তর্বর্তী সরকারের প্রধান ইউনুস খানের একটি মন্তব্য যমুনা টিভির বরাতে খুব শেয়ার করা হচ্ছে। যমুনা টিভির গ্রাফিক কার্ডে লেখা হয়েছে-১ সেপ্টেম্বর থেকে সকল মসজিদ এবং মাদ্রাসার কারেন্ট বিল ফ্রিঃ ড.ইউনুস।

পোস্টের ক্যাপশনে লিখেছেন,”১ সেপ্টেম্বর থেকে সকল মসজিদ এবং মাদ্রাসার কারেন্ট বিল ফ্রি ড.ইউনুস)…অবিরাম ভালোবাসা স্যার. 🥰💖।“ 

তথ্য যাচাই করে আমরা পেয়েছি যে ডঃ ইউনুস এরকম কোন ঘোষণা করেননি এবং যমুনা টিভিও এরকম কোন সংবাদ সম্প্রচার করেনি বলে জানিয়েছেন। 

ফেসবুক পোস্ট আর্কাইভ 

তথ্য যাচাইঃ  

এই খবর সম্পর্কে বিস্তারিত জানতে গুগলে প্রাসঙ্গিক কি ওয়ার্ড সার্চ করি। কিন্তু নির্ভরযোগ্য কোন সংবাদ প্রতিবেদনেই এই খবরের অস্তিত্ব পাওয়া যায় না। সরকার প্রধান এত বড়ো একটা ঘোষণা করলে তা গণমাধ্যমগুলোতে নিশ্চয় প্রকাশ পেত। কিন্তু গণমাধ্যমের প্রতিবেদনে এর অনুপস্থিতি থেকে ধারনা হয় যে নিশ্চয় খবরটি বিভ্রান্তিকর।  

তারপর, যেহেতু ভাইরাল এই গ্রাফিক কার্ডটি ‘যমুনা টিভির’। তাই আমরা যমুনা টিভির অফিসিয়াল ফেসবুক পেজ ঘেঁটে এই গ্রাফিকটি খুঁজে বের করার চেষ্টা করি। ফলে, আমরা একটি পোস্ট পাই যেখানে ভাইরাল এই গ্রাফিকটিকে ভুয়া বলে জানিয়ে লিখেছেন,”যমুনা টিভি এমন কোন সংবাদ প্রচার করেনি ; গুজবে বিভ্রান্ত হবেন না।“ 

ফেসবুক পোস্ট আর্কাইভ 

নিষ্কর্ষঃ 

তথ্য যাচাই করে ফ্যাক্ট ক্রিসেণ্ডো এই সিদ্ধান্তে এসেছে যে সামনে মাসের ১ তারিখ থেকে মসজিদ ও মাদ্রসার কারেন্ট বিল ফ্রি করা নিয়ে সরকার প্রধান ডঃ ইউনুসের মন্তব্যটি ভুয়া। যমুনা টিভি এরকম কোন সংবাদ প্রচার করেনি।

Avatar

Title:মসজিদ ও মাদ্রাসায় কারেন্ট বিল ফ্রি করা নিয়ে যমুনা টিভির গ্রাফিক কার্ডটি সম্পাদিত

Written By: Nasim A  

Result: False

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *