ভারতীয় পাইলট পাকিস্তানে ধরা পড়েছে? জানুন ভিডিওর সত্যতা 

False Satyameva Jayate

ভারতের পহেলগামে সন্ত্রাসী হামলার জবাবে ভারত ‘অপারেশন সিঁদুর’ অভিযান শুরু করে। ৮ মে তারিখে ভারতীয় সেনাবাহিনী নয়টি স্থানে হামলা চালায়। এরপর থেকেই উভয় পক্ষ একে অপরের ওপর পাল্টা হামলা চালাচ্ছে বলে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হচ্ছে। এই প্রেক্ষাপটে একটি ভিডিও সামনে এসেছে, যেখানে ভারতীয় সেনার পোশাক পরিহিত এক ব্যক্তিকে আহত অবস্থায় দেখা যায়। আহত ওই ব্যক্তিকে ঘিরে রেখেছে স্থানীয় মানুষের একটি ভিড়, যাদের মধ্যে কয়েকজন তাকে সাহায্য করতে দেখা যাচ্ছে।

ভিডিওটি শেয়ার করে এক ফেসবুক ব্যবহারকারী লিখেছেন,”ভারতীয় পাইলট বিমান বিধ্বস্ত হয়ে ধরা পড়েছে পাকিস্তানে।“ 

তথ্য যাচাইয়ের মাধ্যমে আমরা ভাইরাল এই দাবিকে ভুয়ো ও বিভ্রান্তিকর হিসেবে পেয়েছি। ভারতের মধ্যপ্রদেশ রাজ্যের গ্বালিয়রের শিবপুরির কাছে নিয়মিত প্রশিক্ষণ উড়ানের সময় সিস্টেমের ত্রুটির কারণে মিরাজ ২০০০ যুদ্ধবিমান ভেঙে পড়ার ঘটনায় আহত পাইলটের ভিডিওটি ভারত-পাকিস্তান সংঘর্ষের প্রসঙ্গে ভুয়াভাবে শেয়ার করা হচ্ছে। 

ফেসবুক পোস্ট 

তথ্য যাচাইঃ 

এই দাবির সত্যতা যাচাই করতে আমরা ভিডিওর কি ফ্রেমগুলোকে গুগলে রিভার্স ইমেজ সার্চ করি। ফলস্বরুপ, হুবহু এই ভিডিওটি ভারতীয় সংবাদ মাধ্যম ‘আজ তাক’-এর অফিশিয়াল ইনস্টাগ্রামে পাওয়া যায়। ভিডিওটি ৭ ফেব্রুয়ারি,২০২৫, তারিখে পোস্ট করে ক্যাপশনে লেখা হয়েছে,”মধ্যপ্রদেশের শিবপুরি জেলার বহরেটা সানি গ্রামে ভারতীয় বায়ুসেনার মিরাজ-২০০০ যুদ্ধবিমান দুর্ঘটনার সঙ্গে যুক্ত আরেকটি ভিডিও সামনে এসেছে। এই দুর্ঘটনায় বিমানটি সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হলেও, পাইলটের বুদ্ধিমত্তার জন্য তিনি নিরাপদে রক্ষা পেয়েছেন। ভিডিওটিতে দেখা যাচ্ছে, কীভাবে দুর্ঘটনার পর স্থানীয় গ্রামবাসীরা পাইলটকে সাহায্য করেন ও তাকে সামলান। এখনও পর্যন্ত মিরাজ-২০০০ যুদ্ধবিমানটি ভেঙে পড়ার সঠিক কারণ জানা যায়নি।“ 

https://www.instagram.com/reel/DFxAH8TNp2Y/?utm_source=ig_web_copy_link

ভারতীয় সংবাদ মাধ্যম বিজনেস স্ট্যান্ডার্ড, ইন্ডিয়া টুডে, হিন্দুস্তান টাইমস-এর প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ সালের ৬ ফেব্রুয়ারি, মধ্যপ্রদেশের শিবপুরি জেলার বহরেটা সুনারি গ্রামের কাছে একটি কৃষিজমিতে ভারতীয় বায়ুসেনার একটি দ্বিসীটযুক্ত মিরাজ-২০০০ যুদ্ধবিমান ভেঙে পড়েছিল। বিকেল আনুমানিক ২:৪০ মিনিটে নিয়মিত প্রশিক্ষণ উড়ানের সময় যান্ত্রিক গোলযোগের কারণে এই দুর্ঘটনা ঘটেছিল। দুই পাইলটই নিরাপদে ইজেক্ট করতে সক্ষম হন এবং তারা সামান্য আহত হন। পরে তাদের চিকিৎসার জন্য গ্বালিয়রে নিয়ে যাওয়া হয়। 

নিষ্কর্ষঃ তথ্য যাচাইয়ের মাধ্যমে ফ্যাক্ট ক্রিসেণ্ডো এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে, ভারতের মধ্যপ্রদেশ রাজ্যের গ্বালিয়রের শিবপুরির কাছে নিয়মিত প্রশিক্ষণ উড়ানের সময় সিস্টেমের ত্রুটির কারণে মিরাজ ২০০০ যুদ্ধবিমান ভেঙে পড়ার ঘটনায় আহত পাইলটের ভিডিওটি ভারত-পাকিস্তান সংঘর্ষের প্রসঙ্গে ভুয়াভাবে শেয়ার করা হচ্ছে। 

Avatar

Title:ভারতীয় পাইলট পাকিস্তানে ধরা পড়েছে? জানুন ভিডিওর সত্যতা

Fact Check By: Nasim Akhtar 

Result: False

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *