সিরিয়ার আয়নাঘরের বন্দীর দৃশ্য? জানুন ভাইরাল ছবির সত্যতা 

False International

চলতি মাসের শুরুতে সিরিয়ার বিদ্রোহীরা রাজধানী দামেস্ক দখল করে, যার ফলে প্রেসিডেন্ট বাশার আল-আসাদ দেশ ছেড়ে পালাতে বাধ্য হন। ৮ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে সিরিয়ায় আসাদের শাসনের সমাপ্তি ঘটে। এর ফলে সেদনায়া কারাগার থেকে হাজার হাজার বন্দি মুক্তি পায়। এই ঘটনার প্রেক্ষিতে একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, যেখানে একটি সরু সেলে কংক্রিটের স্ল্যাবের উপর বসে থাকা একজন বন্দিকে দেখা যাচ্ছে। ব্যবহারকারীরা দাবি করেছেন, এটি সেদনায়া কারাগারের একজন বন্দির ছবি।

ছবিটি শেয়ার করে ক্যাপশনে লেখা হয়েছে,”প্রথম দেখায় মনে হবে এইটা কোন হরর মুভির দৃশ্য 😱 কিন্তু না এইটা সিরিয়ার আয়নাঘরের বন্দীর দৃশ্য। 😭” 

তথ্য যাচাই করে জানা গেছে এটি সিরিয়ার সেদনায়া কারাগারের ছবি নয় বরং ভিয়েতনামের হো চি মিন শহরে অবস্থিত একটি যাদুঘরের ছবি।

ফেসবুক পোস্ট আর্কাইভ 

তথ্য যাচাইঃ 

ছবিটিকে গুগল রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে তথ্য যাচাই প্রক্রিয়া শুরু করা হয়। ‘dzen.ru’ নামের একটি ওয়েবসাইটের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, এটি ভিয়েতনামের হো চি মিন শহরের যুদ্ধ-আহতদের সংগ্রহশালার ছবি। 

প্রতিবেদন আর্কাইভ 

স্টক ইমেজ সংস্থা অ্যালামি এবং ফ্লিকার-এর ছবি গ্যালারিতে দেওয়া তথ্য অনুযায়ী, ছবিটিকে টাইগার কেজে একজন বন্দীর মডেল হিসেবে চিহ্নিত করা হয়েছে যা ভিয়েতনামের যুদ্ধাবশেষ সংগ্রহশালার একটি প্রদর্শনীর অংশ।

অ্যালামি আর্কাইভ 

গুগল ম্যাপ্স’ও নিশ্চিত করে যে ভাইরাল ছবিটি ভিয়েতনামের হো চি মিন শহরে অবস্থিত যাদুঘরের। 

এই যুদ্ধাবশেষ সংগ্রহশালাটি ১৯৭৫ সালের ৪ সেপ্টেম্বর প্রতিষ্ঠিত হয়। এটি শান্তির জন্য আন্তর্জাতিক জাদুঘর নেটওয়ার্ক (INMP) এবং আন্তর্জাতিক জাদুঘর কাউন্সিল (ICOM)-এর একটি অংশ যা ভিয়েতনামী জনগণের উপর বিদেশি আক্রমণকারী শক্তির দ্বারা সংঘটিত যুদ্ধাপরাধ এবং তার পরিণতি সম্পর্কিত প্রদর্শনী সংগ্রহ ও সংরক্ষণ করে।

নিষ্কর্ষঃ তথ্য যাচাইয়ের মাধ্যমে ফ্যাক্ট ক্রিসেন্ডো এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে, ভাইরাল ছবি সিরিয়ার সেদনায়া জেলের নয়। এটি ভিয়েতনামের যুদ্ধাবশেষ সংগ্রহশালায় একটি বন্দীর মডেলের ছবি। 

Avatar

Title:সিরিয়ার আয়নাঘরের বন্দীর দৃশ্য? জানুন ভাইরাল ছবির সত্যতা

Fact Check By: Nasim Akhtar 

Result: False

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *