হিন্দু সন্ন্যাসীর কাছ থেকে তিলক নেওয়ার শেখ হাসিনার ভাইরাল ছবিটি সম্পাদিত 

Altered Political

সম্প্রতি যোগাযোগ মাধ্যম ফেসবুকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি ছবি বেশ ঘুরপাক খাচ্ছে। ছবিটি শেয়ার করে দাবি করা হচ্ছে ভারতে শেখ হাসিনা হিন্দু সন্যাসীর থেকে তিলক লাগাচ্ছেন। ছবিতে গেরুয়া পোশাক পরিহিত এক সন্যাসী শেখ হাসিনার কপালে তিলক লাগাচ্ছেন। 

ছবিটি শেয়ার ক্যাপশনে লেখা হয়েছে,”হায়রে বুবু যখন বাংলায় মুসলমান – হিন্দুতে হিন্দুস্তান-জয়রাম শ্রীকৃষ্ণ।“ 

তথ্য যাচাইয়ের মাধ্যমে আমরা পেয়েছি ভাইরাল এই ছবিটি সম্পাদিত। আসল ছবিতে শেখ হাসিনা নয় বরং ভারতের কংগ্রেস নেতা ও সংসদ রাহুল গান্ধীর কপালে তিলক লাগাচ্ছেন সন্যাসী। 

ফেসবুক পোস্ট আর্কাইভ 

তথ্য যাচাইঃ 

এই ছবির সত্যতা যাচাই করতে ছবিটিকে গুগল রিভার্স ইমেজ সার্চ করি। ফলে, একই রকমের একটি ছবি ভারতের জাতীয় দল কংগ্রেস-এর অফিসিয়াল এক্স হ্যান্ডেলে পাওয়া যায়। চারটি ছবি সম্বলিত এই পোস্টের তৃতীয় ছবিটির সাথে দাবীকৃত ছবির অনেকটাই মিল লক্ষ্যনিয়। পোস্টের ক্যাপশন অনুযায়ী, ভারত জড়ো যাত্রা চলাকালীন রাহুল গান্ধী নারায়ণ গুরু নামের আধ্যাত্মিক ব্যক্তিত্বের সাথে দেখা করতে গিয়েছিলেন। 

২০২২ সালের ১৪ সেপ্টেম্বরে করা উপরোক্ত এক্স পোস্টের ছবিতে শেখ হাসিনার জায়গায় রাহুল গান্ধীকে দেখা যাচ্ছে। সাথে ব্যবহার করা হয়েছে #BharatJodoYatra। 

নীচে তুলনামূলক ফ্রেমটি দেখুনঃ 

এই নিয়ে তৎকালীন সময়ে ভারতীয় মুখ্যধারার গণমাধ্যমগুলো প্রতিবেদন প্রকাশ করেছে। দি টেলিগ্রাফ-এর প্রতিবেদন অনুযায়ী, ‘ভারত জড়ো যাত্রা’র চতুর্থ দিনে রাহুল গান্ধী কেরালার তিরুবন্তপুরমের শিবগিরি মট পরিদর্শনের সময় তিনি শিবগিরি মঠের প্রখ্যাত দার্শনিক ও সমাজ সংস্কারক শ্রী নারায়ণ গুরুর প্রতি শ্রদ্ধা নিবেদন করেছিলেন। 

দি টেলিগ্রাফ প্রতিবেদন আর্কাইভ 

নিষ্কর্ষঃ তথ্য যাচাইয়ের মাধ্যমে ফ্যাক্ট ক্রিসেণ্ডো এই সিদ্ধান্তে এসেছে যে ভারতের হিন্দু সন্যাসী কর্তৃক শেখ হাসিনার কপালে তিলক লাগানোর ভাইরাল ছবিটি সম্পাদিত। আসল ছবিতে ভারতের কংগ্রেস সংসদ রাহুল গান্ধী ছিলেন শেখ হাসিনা নয়। ভাইরাল ছবিটি সম্পাদনার মাধ্যমে তৈরি করা। 

Avatar

Title:হিন্দু সন্ন্যাসীর কাছ থেকে তিলক নেওয়ার শেখ হাসিনার ভাইরাল ছবিটি সম্পাদিত

Fact Check By: Nasim Akhtar 

Result: Altered

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *