তিন সেনাপ্রধান,বিভিন্ন রাজনৈতিক দলগুলোর নেতা ও বৈষম্যবিরোধী ছাত্রদের নেতাদের সাথে বৈঠক সেরেছেন রাষ্ট্রপতি মহম্মদ শাহবুদ্দিন। তারপরেই খবর হয় যে, প্রাক্তন প্রধানমন্ত্রী ও বাংলাদেশ ন্যাসনালিস্ট পার্টির (বিএনপি) চেয়ারপার্সন খালেদা জিয়াকে মুক্তি দেওয়া হয়েছে। তারপর থেকেই সামাজিক মাধ্যম ফেসবুকে তার একটি ভিডিও বিশাল ভাইরাল হচ্ছে। ২৫ সেকেন্ডের এই ভিডিও ক্লিপটি শেয়ার করে সেটিকে সম্প্রতির ভিডিও দাবি করে লেখা হচ্ছে,” ১৫ বছর পর মুক্তির হাসি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।“

তথ্য যাচাই করে আমরা পেয়েছি ভিডিওটি সম্প্রতির নয় বরং সাত মাস পুরনো। দীর্ঘ পাঁচ মাস হাসপাতালে থাকার পর গুলশানে অবস্থিত বাড়িতে ফেরার সময়ের ভিডিওকে সম্প্রতির দাবি করে শেয়ার করা হচ্ছে।

ফেসবুক পোস্ট

তথ্য যাচাইঃ

এই দাবির সত্যতা যাচাই করতে ভিডিওর কি ফ্রেমগুলোকে গুগলে রিভার্স ইমেজ সার্চ করি। ফলে, হুবহু এই ভিডিওটি ‘সময় টিভি’র ইউটিউব চ্যানেলে পেয়ে যায়। ভিডিওটি এই বছরের ১১ জানুয়ারি তারিখে আপলোড করে শিরোনামে লেখা হয়েছে,”বাসায় ফিরেই ভাগ্নের মেয়েকে জড়িয়ে ধরলেন বেগম জিয়া।“

যা থেকে স্পষ্ট হয় যে, ভিডিওটি সম্প্রতির নয়।

সময় নিউজের প্রতিবেদন অনুযায়ী, খালেদা জিয়া হার্টের সমস্যা, লিভার সিরোসিস সহ দাঁত ও চোখের সমস্যা সহ বেশ কিছু জটিল রোগে ভুগছেন। গত বছরের ৯ আগস্ট থেকে তাকে ভর্তি করা হয়েছিল ঢাকার এভারকেয়ার হসাপাতালে এবং সেখানে ডাক্তারদের তত্বাবধানে ছিলেন। শারীরিক ভাবে সুস্থ হলে ১১ জানুয়ারি,২০২৪ তারিখে তাকে গুলশানের বাসভবনে নিয়ে আসা হয়েছিল।

প্রতিবেদন আর্কাইভ

আরও বিস্তারিত জানতে দেখুনঃ

২০১৮ সালে এতিমখানা ট্রাস্ট দ্বারা প্রাপ্ত বিদেশী অনুদানের টাকা চুরির অভিযোগে প্রাক্তন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া এবং তার ছেলেকে দোষী সাব্যস্ত করে জেলে পাঠানো হয়েছিল। কিন্তু তার স্বাস্থ্যের অবনতি হওয়ায় মানবিক কারণে 2020 সালের মার্চ মাসে তাকে মুক্তি দেওয়া হয়েছিল। এরপর থেকে তিনি গৃহবন্দী ছিলেন,

নিষ্কর্ষঃ তথ্য যাচাইয়ের ভিত্তিতে স্পষ্ট হয় যে, দীর্ঘ পাঁচ মাস হাসপাতালে কাটিয়ে বাড়ি গুলশানের বাসভবনে ফিরে আসার পুরনো ভিডিওকে সম্প্রতির দাবি করে শেয়ার করা হচ্ছে।

Avatar

Title:১৫ বছর পর মুক্তির হাসি হাসলেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া? জানুন ভিডিওর সত্যতা

Fact Check By: Nasim Akhtar

Result: False