শ্রীলঙ্কার রাষ্ট্রপতির বিছানায় বিক্ষোভকারিদের শুয়ে থাকার পুরনো ছবিকে বাঙ্গালদেশের গনভবনের দাবি করে শেয়ার
বিক্ষোভকারিদের প্রদর্শনের চাপে নিজের প্রান বাঁচাতে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ পত্র সপে দিয়ে দেশ ছেড়েছেন শেখ হাসিনা। এই খবর সামনে আসতেই বিক্ষুব্ধ জনতার ভিড় গনভবনে প্রবেশ করে এবং গনভবন থেকে নিজের মত করে সামান তূলে নিয়ে যাচ্ছে। গনভবনের পুকুরে নৌকা চালানো, হাঁস, মুরগি, মাছ থেকে শুরু করে ভবনে রাখা বিভিন্ন আসবাব পত্র নিয়ে নিজ নিজ […]
বিক্ষোভকারিদের প্রদর্শনের চাপে নিজের প্রান বাঁচাতে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ পত্র সপে দিয়ে দেশ ছেড়েছেন শেখ হাসিনা। এই খবর সামনে আসতেই বিক্ষুব্ধ জনতার ভিড় গনভবনে প্রবেশ করে এবং গনভবন থেকে নিজের মত করে সামান তূলে নিয়ে যাচ্ছে। গনভবনের পুকুরে নৌকা চালানো, হাঁস, মুরগি, মাছ থেকে শুরু করে ভবনে রাখা বিভিন্ন আসবাব পত্র নিয়ে নিজ নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা দিতে দেখা গেছে জনতাকে। এমনকি, সংসদ ভবনের দখল নিয়েছে তারা। এই আবহে একটি ছবি যেখানে তিনজন ব্যাক্তির একটি খাটের উপর শুয়ে থাকার ছবি বিশাল ভাইরাল হচ্ছে সামাজিক মাধ্যম ফেসবুকে যা শেয়ার করে সেটিকে গনভবনের দৃশ্য বলে দাবি করা হচ্ছে।
ভাইরাল এই ফেসবুক পোস্টের ক্যাপশনে লেখা হয়েছে,”গনভবনের খাটে গনমানুষ । এ দৃষ্টান্ত, এই শিক্ষা বারবার ইতিহাসে ফিরে আসে না, আসে দু-একবার, তাও অবিস্মরণীয়ভাবে আমাদের চোখে আংগুল দিয়ে, আমাদের চলার পথকে সাবধানী করার জন্য।“
তথ্য যাচাই করে আমরা পেয়েছি দাবিটি ঠিক নয়। খাটের ছবিটি বাংলাদেশ গনভবনের নয় বরং শ্রীলঙ্কার সরকারি ভবনের।
তথ্য যাচাইঃ
এই দাবির সত্যতা যাচাই করতে ছবিটিকে গুগল রিভার্স ইমেজ সার্চ করি। আন্তর্জাতিক সংবাদ সংস্থা ‘রইটার্স’এর প্রতিবেদন অনুযায়ী, ছবিটি শ্রীলঙ্কার সরকারি ভবনের। শ্রীলঙ্কানরা একটি বিদ্রোহের পরে গুরুত্বপূর্ণ সরকারি ভবন এবং বাসস্থান দখল করে যা রাষ্ট্রপতিকে দেশ ছেড়ে পালাতে বাধ্য করে এবং অবশেষে পদত্যাগ করে। ছবিটি ১০ জুলাই,২০২২, তারিখে ফটোসাংবাদিক দিনুকা লিয়ানাওয়াত্তে ক্লিক করেছিলেন।
দেশের অর্থনৈতিক সঙ্কট সামাল দিতে না পারায় এবং মানবধিকারের তোয়াক্কা না করাই শ্রীলঙ্কার জনগণ ২০২২ সালের প্রথম থেকেই বিক্ষোভ প্রদর্শন করছিল। আন্দোলনকারীদের ক্ষোভে দেশ জুড়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং তৎকালীন রাষ্ট্রপতি গোটাবায়া রাজাপাকসা দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়। দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পরের দিন বিক্ষুব্ধ জনতা সরকারি ভবন নিজেদের দখলে নিয়েছিল এবং সেখানে রাষ্ট্রপতির বাসভবনে বিলাসবহুল জীবনের স্বাদ নিচ্ছিলেন। তাদের মধ্যে কিছু লোক রাষ্ট্রপতির বিছানায় শুয়েছিলেন তো কিছু লোক সুইমিং পুলে ডুবকি লাগাচ্ছিলেন। ছবিগুলো দেখতে ক্লিক করুন এখানে।
আরও দেখুনঃ
নিষ্কর্ষঃ তথ্য যাচাই করে ফ্যাক্ট ক্রিসেণ্ডো এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে, ফেসবুক পোস্টের ভাইরাল ছবিটি বাংলাদেশ গনভবনের নয় বরং শ্রীলঙ্কার রাষ্ট্রপতি ভবনের।
Title:শ্রীলঙ্কার রাষ্ট্রপতির বিছানায় বিক্ষোভকারিদের শুয়ে থাকার পুরনো ছবিকে বাঙ্গালদেশের গনভবনের দাবি করে শেয়ার
Fact Check By: Nasim AkhtarResult: False