পুলিশ বিভাগে ৮০ হাজার ভারতীয় নাগরিক চাকরি করছেন বলে কোন তথ্য প্রকাশ করেনি যমুনা টিভি
দেশের বেহাল অবস্থার পরিবর্তন করতে ১৭ সদস্যের অন্তর্বর্তী সরকার গঠন হয়েছে। যার প্রধান হয়েছে ডঃ মহম্মদ ইউনুস। সম্প্রতি সামাজিক মাধ্যম ফেসবুকে একটি পোস্ট শেয়ার করে দাবি করা হচ্ছে যে দেশের পুলিশ বিভাগে ৮০ হাজার ভারতীয় নাগরিক চাকরি বলে জানিয়েছে যমুনা টিভির রিপোর্ট। এই পোস্টে লেখা হয়েছে,” শুধু পুলিশ বিভাগেই চাকরি করে ৮০,০০০ ভারতীয়। সূত্র:-যমুনা টিভি।“ […]
দেশের বেহাল অবস্থার পরিবর্তন করতে ১৭ সদস্যের অন্তর্বর্তী সরকার গঠন হয়েছে। যার প্রধান হয়েছে ডঃ মহম্মদ ইউনুস। সম্প্রতি সামাজিক মাধ্যম ফেসবুকে একটি পোস্ট শেয়ার করে দাবি করা হচ্ছে যে দেশের পুলিশ বিভাগে ৮০ হাজার ভারতীয় নাগরিক চাকরি বলে জানিয়েছে যমুনা টিভির রিপোর্ট।
এই পোস্টে লেখা হয়েছে,” শুধু পুলিশ বিভাগেই চাকরি করে ৮০,০০০ ভারতীয়। সূত্র:-যমুনা টিভি।“
তথ্য যাচাই করে আমরা পেয়েছি যে যমুনা টিভি এরকম কোন খবর প্রকাশই করেনি। যমুনা টিভির নাম করে শেয়ার করা হচ্ছে ভুয়া খবর।
তথ্য যাচাইঃ
এই দাবির সত্যতা যাচাই করতে আমরা প্রথমে যমুনা টিভির সোশ্যাল মিডিয়া প্লাটফর্মগুলো ( ফেসবুক, ইন্সতাগ্রাম) ভালো করে খুঁজে দেখি। ফলে, সেখানে বাংলাদেশ পুলিশ বিউভাগে ভারতীয়দের চাকরি করা নিয়ে কোন পোস্টকার্ড, প্রতিবেদন পায়না। যা থেকে ধারনা হয় যে, খবরটি বিভ্রান্তিকর হতে পারে।
তারপর, আরেকটু খুঁজাখুঁজির পর আমরা যমুনা টিভির একটি প্রতিবেদন পাই যেখানে ভাইরাল এই দাবিকে খণ্ডন করা হয়েছে। জানানো হয়েছে, এই রকম কোন খবর যমুনা টিভির তরফ থেকে প্রকাশিত করা হয়নি। প্রতিবেদনে লেখা হয়েছে,”আমাদের অগণিত দর্শক ও পাঠকদের জানাতে চাই– যমুনা টেলিভিশন এমন কোনো সংবাদ প্রকাশ করেনি। যমুনা নিউজের ওয়েব ভার্সনেও এমন কোনো সংবাদ প্রকাশিত হয়নি। এটি একটি ভুয়া নিউজ, যার সঙ্গে যমুনা টেলিভিশনের কোনো সম্পৃক্ততা নেই। গুজবে বিভ্রান্ত না হতে অনুরোধ করা যাচ্ছে দর্শক-পাঠকদের।“
প্রতিবেদন | আর্কাইভ |
নিষ্কর্ষঃ তথ্য যাচাইয়ের মাধ্যমে ফ্যাক্ট ক্রিসেণ্ডো এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে, বাগ্লাদেশ পুলিশ বিভাগে ৮০ হাজার ভারতীয় নাগরিক চাকরিরত থাকার দাবিটি বিভ্রান্তিকর। যমুনা টিভি এরকম কোন সংবাদ প্রকাশ করেনি।
Title:পুলিশ বিভাগে ৮০ হাজার ভারতীয় নাগরিক চাকরি করছেন বলে কোন তথ্য প্রকাশ করেনি যমুনা টিভি
Fact Check By: Nasim AkhtarResult: False