ভারতে মুসলিম ব্যক্তি নির্যাতনের নামে ভাইরাল ভিডিওটি আসলে সুদানের  

Communal Misleading

দেশে ধর্মীয় উত্তেজনার জেরে বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর নির্যাতনের খবর পার্শ্ববর্তী দেশ ভারত সহ বিশ্বের দরবারে ছড়িয়ে পড়েছে। দেশে সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে রাজনৈতিক দলগুলোর নেতাদের সাথে ও ধর্মীয় গুরুদের সাথে মিটিংও সেরেছেন প্রধান উপদেষ্টা। এই প্রেক্ষিতে সামাজিক মাধ্যম ফেসবুকে একটি ভিডিও একটি ভিডিও শেয়ার করে দাবি করা হচ্ছে যে ভিডিওতে ভারতে মুসলিম ব্যক্তিদের উপর নির্যাতনের দৃশ্য প্রদর্শিত হয়েছে।  

ভিডিওতে মধ্যবয়স্ক এক ব্যক্তি এক প্রবীণ ব্যক্তির দাড়ি ধরে নির্মমভাবে টান দিচ্ছেন। ভিডিওটি শেয়ার ক্যাপশনে লেখা হয়েছে,”ভারতের মুসলিমদের উপর নির্যাতন বুক টা ফেটে গেছে আল্লাহ তুমি রক্ষা করো তারা সামান্য হেসে নিক। শিঘ্রই তারা তাদের কৃতকর্মের জন্য প্রচুর কাঁদবে। (সূরা আত-তাওবা (৮২)।“ 

তথ্য যাচাইয়ের মাধ্যমে আমরা পেয়েছি দাবিটি মিথ্যা। ভিডিওটি ভারতের নয় বরং সুদানের। 

https://www.facebook.com/reel/1648821039313662

আর্কাইভ 

তথ্য যাচাইঃ 

এই দাবির সত্যতা যাচাই করতে ভিডিওর কি ফ্রেমগুলোকে গুগলে রিভার্স ইমেজ সার্চ করি। ফলে, doamuslims নামের ইন্সতা পেজে এই ভিডিওটি পাওয়া যায়। ক্যাপশনের মাধ্যমে এটিকে সুদানের ঘটনা বলে জানিয়েছেন। 

উপরোক্ত তথ্য মাথায় রেখে গুগল সার্চ আমাদের ‘সুদান ট্রিবিউন’-এর একটি প্রতিবেদনের কাছে নিয়ে যায়। ২৫ অক্টোবর,২০২৫, তারিখের এই প্রতিবেদন অনুযায়ী, ২৫ তারিখে আরএসএফ বাহিনী সুদানের আল-জাজিরাহ রাজ্যের আল-কামেলিন এলাকায় হামলা চালিয়েছিল। সেই হামলায় অন্তত ৫০ জন নিহত ও ২০০ জন আহত হয়েছিল। সেই সময় এক আরএসএফ সদস্য সেখানকার এক বয়স্ক ব্যক্তির দাড়ি ধরে টান দিয়েছিলেন। 

প্রতিবেদন আর্কাইভ 

সুদান ট্রিবিউন-এর অফিসিয়াল এক্স প্রোফাইল থেকেও এই ভিডিও শেয়ার করে একই তথ্য জানানো হয়েছে। 

‘রইটার্স’-এর প্রতিবেদন অনুযায়ী, সুদানের র‌্যাপিড সাপোর্ট ফোর্সেস-এর হামলায় ১২৪ জন নিহত হয়েছেন। 

ফার্স্টপোস্টের ভিডিও উপস্থাপন অনুযায়ী, সুদানের র‌্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ) আল গেজিরা রাজ্যে ১২৪ জনকে হত্যা করেছে যা ১৮ মাসব্যাপী গৃহযুদ্ধের অন্যতম নৃশংস ঘটনা। ২০ থেকে ২৫ অক্টোবরের হামলায় নারী ও মেয়েদের বিরুদ্ধে গুলি, লুটপাট এবং যৌন সহিংসতার অভিযোগ রয়েছে। এই হামলা শীর্ষ আরএসএফ কমান্ডারের সেনাবাহিনীতে যোগদানের কয়েকদিন পর ঘটে। ক্ষমতা ও অঞ্চল দখলের লড়াইয়ে সাধারণ মানুষ চরম ভোগান্তির শিকার হচ্ছে।

নিষ্কর্ষঃ তথ্য যাচাইয়ের মাহদ্যমে ফ্যাক্ট ক্রিসেণ্ডো এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে ভারতে মুসলিম ব্যক্তি নির্যাতনের নামে ভাইরাল ভিডিওটি আসলে সুদানের। সুদানের র‌্যাপিড সাপোর্ট ফোর্সের সদস্য কর্তৃক প্রবীণ ব্যক্তির দাড়ি টান দেওয়ার ভিডিওকে ভারতের বলে শেয়ার করা হয়েছে। 

Avatar

Title:ভারতে মুসলিম ব্যক্তি নির্যাতনের নামে ভাইরাল ভিডিওটি আসলে সুদানের

Fact Check By: Nasim Akhtar 

Result: Misleading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *