
সন্যাসী ও হিন্দু জাগরন মঞ্চের মুখপাত্র চিন্ময় কৃষ্ণদাস ব্রহ্মচারীর গ্রেফতারের পর থেকেই সারা দেশ উত্তাল। এই বিবাদের জের দেশ সহ পার্শ্ববর্তী দেশ ভারতেও ব্যাপক বিস্তার নিচ্ছে। এই প্রেক্ষিতেই সামাজিক মাধ্যমগুলোতে শেয়ার হচ্ছে অনেক প্রাসঙ্গিক ও অপ্রাসঙ্গিক পোস্ট। এই পরিস্থিতির জন্য অনেকে অন্তর্বর্তী সরকারের প্রধান মুহাম্মদ ইউনুসকে দায়ী করছেন তো অনেকে আবার অন্য দেশে স্থায়ী সরকারের অনুপস্থিতিকে দায়ী করছেন। এই পরিস্থিতির মাঝে একটি পোস্ট আমাদের নজরে পড়ে যা শেয়ার করে দাবি করা হচ্ছে যে, আমেরিকার রাস্তায় মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর দায়ে গ্রেফতার করা হয়েছে মুহাম্মদ ইউনুসের সমকামী কন্যাকে।
ইউনুস ও এক যুবতির ছবির কোলাজ শেয়ার করে এক ফেসবুক ব্যবহারকারী ক্যাপশনে লিখেছেন,” Shodi , Chor মুহাম্মদ ইউনূসের মেয়ে লেসবিয়ান মনিকা ইউনূস মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর জন্য গ্রেফতার হয়েছেন।“
তথ্য যাচাইয়ের মাধ্যমে আমরা পেয়েছি দাবিটি ভুয়া। মুহাম্মদ ইউনুসের কন্যা সমকামী নয় এবং কোলাজের যুবতি মেয়ে মুহাম্মদ ইউনুস কন্যা নয়।
তথ্য যাচাইঃ
এই দাবির সত্যতা যাচাই করতে আমরা প্রথমে ইউনুস কন্যার (মনিকা ইউনুস) অফিসিয়াল সামাজিক মাধ্যম প্রোফাইল গুলো খুঁজে বের করি এবং তার ছবির সাথে ফেসবুক পোস্টের কোলাজের ছবিটির সাথে তুলনা করে দেখি। তুলনামূলক ফ্রেম থেকে বোঝা যাচ্ছে কোলাজের মেয়েটি ইউনুস কন্যা নয়। নীচে তুলনামূলক ফ্রেমটি দেখুনঃ
আরেকটু খোঁজাখুঁজির পর আমরা ইউনুস কন্যার (মনিকা) ওয়েবসাইট খুঁজে পাই। ওয়েবসাইট অনুযায়ী, মনিকা অপেরা গায়ক এবং সামাজিক উদ্যোক্তা।
মনিকা সমকামী ?
এই প্রশ্নের উত্তর খুঁজতে আমরা গুগলে প্রাসঙ্গিক কি ওয়ার্ড সার্চ করি। ‘নিউ ইয়র্ক টাইমস’-এর প্রতিবেদন অনুযায়ী, মনিকা ইউনুস ২০০৯ সালে ব্র্যান্ডন ম্যাকরিনল্ডসকে বিয়ে করেছেন।
কোলাজ ছবির মেয়েটি কে?
এই প্রশ্নের উত্তর খুঁজতে আমরা ছবিটিকে গুগলে রিভার্স ইমেজ সার্চ করি। ফলে, একটি ইউটিউব ভিডিও পাওয়া যায় যার থাম্বনেইলে এই ছবির উল্লেখ রয়েছে। ২৮ আগস্ত,২০২৪, তারিখে আপলোড করা এই ভিডিওর শিরোনামে লেখা হয়েছে,”নিউ জার্সির ভেরোনায় ব্রেকআপের পর মাতাল মহিলা তার গাড়িটি বিধ্বস্ত করেছে।“
ভিডিওর বিবরণী অনুযায়ী, এই মেয়েটির নাম মনিকা। দুর্ঘটনার আগের দিন তার মেয়ে বন্ধুর সাথে সম্পর্ক ছিন্ন হওয়ায় মাদকাশক্ত হয়ে গাড়ি চালাতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়েছিলেন। দুর্ঘটনাটি ঘটেছিলো নিউ জার্সির ভেরোনার ব্লুমফিল্ড অ্যাভেনিউতে। পরে আদালত তাকে দোষী সাবস্ত করেছিল এবং জরিমানা স্বরূপ ৩ মাসের জন্য একটি ইগনিশন ইন্টারলক ডিভাইস ব্যবহার এবং নেশাগ্রস্ত ড্রাইভার রিসোর্স সেন্টারে ১২ ঘন্টা সময় কাটানোর সাথে ৯২৩ ডলার অর্থাৎ ১১০৬১২ টাকা জরিমানা করা হয়েছিল।
নিষ্কর্ষঃ তথ্য যাচাইয়ের মাধ্যমে ফ্যাক্ট ক্রিসেণ্ডো এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে, আমেরিকার রাস্তায় মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর দায়ে গ্রেফতার করা হয়েছে মুহাম্মদ ইউনুসের মেয়েকে গ্রেফতার করার দাবিটি ভুয়া। মুহাম্মদ ইউনুসের কন্যা সমকামী নয় এবং কোলাজের যুবতি মেয়ে মুহাম্মদ ইউনুস কন্যা নয়।

Title:মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর দায়ে গ্রেফতার মুহাম্মদ ইউনুসের সমকামী কন্যা? জানুন ভাইরাল পোস্টের সত্যতা
Fact Check By: Nasim AkhtarResult: False