
২১ নভেম্বর সকাল সাড়ে দশটার দিকে ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় ৫.৭ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। এতে ৮ জনের মৃত্যু, কয়েকশো মানুষের আহত হওয়া এবং ৩০০টিরও বেশি ভবনের ক্ষতি হওয়ার ঘটনা ঘটেছে। পরবর্তী দিন, ২২ নভেম্বর রাতে, আরও একটি ছোট কম্পন অনুভূত হয়। এ পরিস্থিতিকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি ভিডিও শেয়ার করে সেটিকে সাম্প্রতিক ঢাকা ভূমিকম্পের দাবি করা হচ্ছে।
ভিডিও পোস্টের ক্যাপশনে লেখা হয়েছে,”আজকের ভুমিকম্পে ঢাকার অবস্থা, আল্লাহ আমাদের সিলেট বাসিকে হেফাজত করসইন, সবাই বলি আলহামদুলিল্লাহ Wait for end #fypシ゚viralシ #trendingreel #fypシ #reels #foryou #fblifestyle #BMW #Amazing।“
তথ্য যাচাইয়ের মাধ্যমে আমরা পেয়েছি দাবিটি ভুয়া। ২০১৫ সালের নেপাল ভুমিকম্পের ভিডিওকে বিভ্রান্তিকর দাবির সাথে শেয়ার করা হচ্ছে।
তথ্য যাচাইঃ
এই দাবির সত্যতা যাচাই করতে ভিডিওর কি ফ্রেমগুলোকে গুগলে রিভার্স ইমেজ সার্চ করি। ফলস্বরুপ, এই ভিডিও অনেক ইউটিউব চ্যানেলে, ফেসবুক ও ইন্সতা পেজে পেয়ে যায়। TheEventRecorder’ নামক ইউটিউব চ্যানেলে ভিডিওটি ১ জুন, ২০১৫, তারিখে আপলোড করে শিরোনামে লেখা হয়েছে,”নেপালের ভূমিকম্পে মাটির দৃশ্যমান পার্শ্বিক সরণ।“
ভিডিওটি একটি সিসিটিভি ফুটেজের দৃশ্য। ভিডিওর উপরের ডান কোণে থাকা তারিখ অনুযায়ী, এটি ২০১৫ সালের ২৫ এপ্রিল দুপুর ১২টার দিকের দৃশ্য।
২০১৫ সালের ২৫ এপ্রিল নেপালকে এক ভয়াবহ ভূমিকম্প কাঁপিয়ে দিয়েছিল। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৭.৮ এবং উপকেন্দ্র ছিল গোরখা জেলার বারপারাক অঞ্চল। কয়েক সেকেন্ডের কম্পনেই দেশজুড়ে ব্যাপক ধ্বংসযজ্ঞ ঘটে। এই ভূমিকম্পে প্রায় ৮,৯০০ মানুষের মৃত্যু হয় এবং ২২,০০০-এর বেশি মানুষ আহত হয়। কাঠমাণ্ডু উপত্যকার ঘনবসতিপূর্ণ এলাকা, পুরনো স্থাপনা এবং ঐতিহাসিক নিদর্শনগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। বিশেষভাবে, কাঠমাণ্ডুর দরবার স্কোয়ারসহ একাধিক ইউনেস্কো বিশ্ব ঐতিহ্য স্থাপনা ধ্বংসস্তূপে পরিণত হয়। ভূমিকম্পের প্রভাবে বিভিন্ন অঞ্চলে ভূমিধস, ভূমিভঙ্গ এবং স্পষ্ট পার্শ্বিক ভূমি সরে যাওয়া লক্ষ্য করা গিয়েছিল।
নিষ্কর্ষঃ তথ্য যাচাইয়ের মাধ্যমে ফ্যাক্ট ক্রিসেণ্ডো এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে, ২০১৫ সালের এপ্রিল মাসে নেপালে হানা দেওয়া ভয়াবহ ভুমিকম্পের দৃশ্যকে ঢাকা ভূমিকম্পের সাথে জুড়ে শেয়ার করা হচ্ছে।
Title:২০১৫ নেপাল ভুমিকম্পের দৃশ্যকে সাম্প্রতিক ঢাকা ভুমিকম্পের দাবি করে শেয়ার
Fact Check By: Nasim AkhtarResult: False

