২০১৯ সালের বিএনপি-পুলিশ সংঘর্ষের ভিডিওকে সম্প্রতির ঘটনা দাবি করে ভুয়া পোস্ট ভাইরাল

Missing Context Political

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ভিডিও শেয়ার করে দাবি করা হচ্ছে, বিএনপি-পুলিশ সংঘর্ষে রণক্ষেত্র হাইকোর্ট এলাকা। ২৬ মিনিটের এই ভিডিওতে দেখা যাচ্ছে বিনিপি সমর্থক এবং পুলিশের মধ্যে সংঘর্ষ চলছে। ভিডিওর বাঁদিকে লেখা রয়েছে ‘হাইকোর্ট এলাকা’ এবং ডানদিকে সংবাদমাধ্যম ‘ইন্ডিপেনডেন্ট’-এর লোগো দেওয়া রয়েছে। অর্থাৎ, ইন্ডিপেনডেন্ট-এর এই ভিডিওটি প্রতিবেদনটি হাইকোর্ট এলাকার ঘটনা। ‘Allama Delowar Hossain Saydee’ নামের একটি ফেসবুক পেজ থেকে ১ জানুয়ারি এই ভিডিওটি লাইভ করে ক্যাপশনে লেখা হয় – (LIVE) বিএনপি-পুলিশ ধাওয়া-পাল্টা ধাওয়ায় রণক্ষেত্র হাইকোর্ট এলাকা! বছরের প্রথমেই লড়ছে বিএনপি। 

তথ্য যাচাই করে আমরা দেখতে পেয়েছি এই দাবি বিভ্রান্তিকর। ২০১৯ সালের বিএনপি-পুলিশ সংঘর্ষের ভিডিওকে সম্প্রতির ঘটনা দাবি করে ভুয়া পোস্ট ভাইরাল করা হচ্ছে।    

ফেসবুক পোস্ট

তথ্য যাচাই

যেহেতু ভাইরাল এই ভিডিওতে ‘ইন্ডিপেনডেন্ট’ লোগো দেখতে পাই তাই প্রথমে এই সংবাদমাধ্যমের ইউটিউব চ্যানেলে কিওয়ার্ড সার্চ করে অনুসন্ধান শুরু করি। ২০১৯ সালের ২৬ নভেম্বর ২৬ মিনিট দীর্ঘ এই ভিডিওকে ‘ইন্ডিপেনডেন্ট’-এর অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকে শেয়ার করা হয়। ভিডিওর শীর্ষকে লেখা হয়  – (LIVE) বিএনপি-পুলিশ ধাওয়া-পাল্টা ধাওয়ায় রণক্ষেত্র হাইকোর্ট এলাকা! || BNP Procession। 

ভিডিওর বিবরণে লেখা হয় – খালেদা জিয়ার মুক্তির দাবিতে হাইকোর্টের সামনে বিক্ষোভ করছে বিএনপি নেতাকর্মীরা। তাদের অবরোধে হাইকোর্টের সামনের সড়কে বন্ধ হয়ে গেছে যান চলাচল। 

অর্থাৎ, পুলিশের সাথে বিএনপি সমর্থকদের সংঘর্ষ বাঁধে ঠিকই তবে ৩ বছর আগে ২০১৯ সালে, সম্প্রতি নয়। 

সংবাদমাধ্যম ‘যুগান্তর’-এর প্রতিবেদনে এই ঘটনার উল্লেখ পাই। ২০১৯ সালের ২৬ নভেম্বর প্রকাশিত এই খবর অনুযায়ী, “কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে মঙ্গলবার সুপ্রিমকোর্টের সামনে বিক্ষোভরত বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে।“ বিক্ষোভকারী জনতা পুলিশের দিকে ইট পাটকেল ছুঁড়তে শুরু করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কয়েক রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করতে বাধ্য হয় এবং এরপর বিএনপি নেতাকর্মীরা ছত্রভঙ্গ হয়ে যায়। প্রতিবেদনটি পড়ুন এখানে। 

সমস্ত তথ্য এবং প্রমাণ থেকে স্পষ্ট হয়ে যায় ২০১৯ সালের ভিডিওকে সম্প্রতির দাবি করে ভুয়ো পোস্ট ভাইরাল করা হচ্ছে। 

নিষ্কর্ষঃ তথ্য যাচাই করে ফ্যাক্ট ক্রিসেন্ডো সিদ্ধান্তে এসেছে উপরোক্ত দাবিটি ভুল ও ভিত্তিহীন। ২০১৯ সালের বিএনপি-পুলিশ সংঘর্ষের ভিডিওকে সম্প্রতির ঘটনা দাবি করে ভুয়া পোস্ট ভাইরাল করা হচ্ছে।

Avatar

Title:২০১৯ সালের বিএনপি-পুলিশ সংঘর্ষের ভিডিওকে সম্প্রতির ঘটনা দাবি করে ভুয়া পোস্ট ভাইরাল

Fact Check By: Rahul A 

Result: Missing Context

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *