তসলিমা নাসরিন মারা গিয়েছেন – দাবিটি ভুয়া

False Social

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট শেয়ার করে দাবি করা হচ্ছে, লেখিকা তসলিমা নাসরিন মারা গিয়েছেন। ভাইরাল এই পোস্টে সংবাদমাধ্যম ‘আমার সংবাদ’-এর একটি প্রতিবেদনের স্ক্রিনশট দেওয়া রয়েছে যার শিরোনামে লেখা রয়েছে – তসলিমা নাসরিন মারা গিয়েছেন। পোস্টের ক্যাপশনে লেখা রয়েছে, বিক্ষাতো নাস্তিক অশ্লীলতার জ্বলন্ত নক্ষত্র পতিতা নাম্বার ওয়ান, মন্ডল তসলিমা নাসরিনের মৃত্যু হয়েছে..!`। 

তথ্য যাচাই করে আমরা দেখতে পেয়েছি এই দাবি ভিত্তিহীন এবং বিভ্রান্তিকর। লেখিকা তসলিমা নাসরিনের মৃত্যু হওয়ার খবরটি ভুয়া। 

ফেসবুক পোস্টআর্কাইভ

তথ্য যাচাই

এই দাবির সত্যতা যাচাই করতে প্রথমে আমরা ‘আমার সংবাদ’ সংবাদমাধ্যমের প্রতিবেদনটি খুঁজে বের করার চেষ্টা করি। ১৮ জানুয়ারি প্রকাশিত এই প্রতিবেদন থেকে জানতে পারি, ফেসবুক ভুলবসত লেখিকা তসলিমা নাসরিনকে মৃত ঘোষণা করেছে। ফেসবুকের একটি ফিচার হল যখন কোনও ইউজারের মৃত্যু হয় তখন তার অ্যাকাউন্টে ‘রিমেম্বারিং’ শব্দটি যুক্ত করে দেওয়া। এই ক্ষেত্রেও ভুলবসত ফেসবুক তসলিমা নাসরিনকে মৃত ভেবে বসেন এবং এরপরেই তার মৃত্যুর খবর সোশ্যাল মিডিয়ায় রটে যায়। আসলে তিনি মারা যাননি। প্রতিবেদনটি পড়তে এখানে ক্লিক করুন। 

একাধিক মুখ্যধারার সংবাদমাধ্যমে তসলিমা নাসরিনের মৃত্যুর ভুয়া খবর নিয়ে লেখা প্রতিবেদন দেখতে পাই। আনন্দবাজারের ১৯ জানুয়ারি তারিখের একটি প্রতিবেদন থেকে জানতে পারি লেখিকা তসলিমা নাসরিনের মৃত্যুর খবরটি আসলে ভুয়া। এই প্রতিবেদনের শিরোনামে লেখা রয়েছে – Taslima Nasrin: মৃত্যু বিষয়ক লেখা লিখতেই নেটমাধ্যমে ‘মৃত’ তসলিমা নাসরিন!

আসল ঘটনা হল, থিয়েটার অভিনেত্রী শাঁওলি মিত্রর মৃত্যুর পর লেখিকা তসলিমা নাসরিন তার ফেসবুজ পেজ থেকে একটি কবিতা শেয়ার করেন। কবিতার প্রথম দুই লাইনে লেখা রয়েছে – আমি চাই আমার মৃত্যুর খবর প্রচার হোক চারদিকে। প্রচার হোক যে, আমি আমার মরণোত্তর দেহ দান করেছি হাসপাতালে, বিজ্ঞান গবেষণার কাজে।  

এই ‘আমার মৃত্যু’ শব্দ দেখেই ফেসবুক অ্যাপ লেখিকার পেজে ‘Remembering’ ট্যাগ লাগিয়ে দেয়। আনন্দবাজারের প্রতিবেদনটি পড়তে এখানে ক্লিক করুন। 

তসলিমা নাসরিনের ফেসবুক পেজে ওই কবিতাটি খুঁজে পাওয়া যায়। এই কবিতার পরই ফেসবুক লেখিকা মৃত মনে করে।

https://www.facebook.com/nasreen.taslima/posts/2585400604937715

লেখিকা আরও একটি কৌতুকমূলক পোস্ট করে জানিয়ে দেন তিনি বেঁচে আছেন এবং তার অ্যাকাউন্ট থেকে ‘রিমেম্বারিং’ লেখা সরিয়ে দেওয়া হয়েছে। এছাড়া, তিনি একাধিক সংবাদমাধ্যমের প্রতিবেদন শেয়ার করে জানিয়ে দেন তার মৃত্যুর খবরটি ভুয়া। 

https://www.facebook.com/nasreen.taslima/posts/2586305431513899

সমস্ত প্রমাণ এবং তথ্য থেকে স্পষ্ট হয়ে যায় লেখিকা তসলিমা নাসরিনের মৃত্যুর খবরটি একেবারেই ভুয়া। 

নিষ্কর্ষঃ তথ্য যাচাই করে ফ্যাক্ট ক্রিসেন্ডো সিদ্ধান্তে এসেছে উপরোক্ত দাবিটি ভুল ও ভিত্তিহীন। লেখিকা তসলিমা নাসরিনের মৃত্যু হওয়ার খবরটি ভুয়া।

Avatar

Title:তসলিমা নাসরিন মারা গিয়েছেন – দাবিটি ভুয়া

Fact Check By: Rahul A 

Result: False

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *