প্রাক্তন অস্ট্রেলিয়ার ক্রিকেটার অ্যাডাম গিলক্রিস্ট বিশ্বের সবচেয়ে ধনী ক্রিকেটার নন

False Sports

অস্ট্রেলিয়ান ক্রিকেটার অ্যাডাম গিলক্রিস্টের দুটি ছবির একটি কোলাজ সম্প্রতি সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে দাবি করা হচ্ছে, বিশ্বের ধনী ক্রিকেটারদের তালিকার প্রথম স্থানে রয়েছে অস্ট্রেলিয়ার অ্যাডাম গিলক্রিস্ট, যার আনুমানিক মূলধন প্রায় ৩৮০ মিলিয়ন ডলার। 

পোস্টের ক্যাপশনে লেখা হয়েছে, “𝘿𝙞𝙙 𝙮𝙤𝙪 𝙆𝙣𝙤𝙬 ‼️অ্যাডাম গিলক্রিস্ট বিশ্বের সবচেয়ে ধনী ক্রিকেটার! 🔥 [$380 Million] ।“ 

তথ্য যাচাই করে আমরা দেখতে পেয়েছি এই দাবি বিভ্রান্তিকর। F45 নামের একটি বিশ্বব্যাপী ফিটনেস কোম্পানির প্রতিষ্ঠাতা এবং প্রাক্তন সিইও-এর নামও অ্যাডাম গিলক্রিস্ট। প্রাক্তন অস্ট্রেলিয়ার ক্রিকেটার অ্যাডাম গিলক্রিস্ট বিশ্বের সবচেয়ে ধনী ক্রিকেটার নন।   

ফেসবুক পোস্ট  আর্কাইভ 

তথ্য যাচাই  

এই দাবির সত্যতা যাচাই করতে আমরা প্রথমে গুগলে প্রাসঙ্গিক কিওয়ার্ড সার্চ করি। ফলে ভারতীয় সংবাদমাধ্যম ’এনডি টিভি’র প্রতিবেদন অনুযায়ী, বিশ্বের সবচেয়ে ধনী ক্রিকেটারদের তালিকায় থাকা অ্যাডাম গিলক্রিস্টের নাম ভুলবশত দেখানো হয়েছে বলে জানা যায়। 

প্রতিবেদন আর্কাইভ 

পোস্টের এই দাবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেলে অস্ট্রেলিয়ান ক্রিকেটার নিজেই তার নিজের টুইটার হ্যান্ডেল থেকেই এই দাবি খণ্ডন করে একটি টুইট করেছেন। এই টুইটে তিনি লিখেছেন- এখানে ভুল মানুষের পরিচয়ের ঘটনা ঘটেছে। যদি আমার নাম F45-এর প্রতিষ্ঠাতা হয়ে থাকে এবং তিনি ক্রিকেট খেলেন সেক্ষেত্রে এটি সম্পূর্ণরূপে সঠিক। 

অস্ট্রেলিয়ান ক্রিকেটারের এই টুইট ঘিরে একই তথ্য রিপোর্ট করা হয়েছে দি ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনেও। 

প্রতিবেদন আর্কাইভ 

উপরিউক্ত তথ্য থেকে স্পষ্ট হয় যে, বিশ্বের সবচেয়ে ধনী ক্রিকেটারদের তালিকায় প্রথম স্থানে থাকা অ্যাডাম গিলক্রিস্ট নামের ব্যাক্তি অস্ট্রেলিয়ান ক্রিকেটার নয়। 

তাহলে অ্যাডাম গিলক্রিস্ট নামের এই ব্যাক্তিটি কে যার কথা ক্রিকেটার অ্যাডাম গিলক্রিস্ট উল্লেখ করছেন ? 

F45 নামের একটি বিশ্বব্যাপী ফিটনেস প্রশিক্ষণ কোম্পানির প্রতিষ্ঠাতা এবং প্রাক্তন সিইও-এর নামও অ্যাডাম গিলক্রিস্ট। তিনি অস্ট্রেলিয়ার ধনী ব্যক্তিদের মধ্যে একজন। তার নাম ২০২১ সালের জুলাই মাসে শিরোনামে এসেছিল যখন তিনি রাতারাতি প্রায় ৫০০ মিলিয়ন ডলার উপার্জন করেছিলেন। 

তথ্য প্রমানের ভিত্তিতে প্রমানিত হয় যে, সুতরাং, F45 ফিটনেস কোম্পানির প্রতিষ্ঠাতা এবং সিইও এবং অস্ট্রেলিয়ান ক্রিকেটার অ্যাডাম গিলক্রিস্ট একই মানুষ নন। 

ক্রিকেটার অ্যাডাম গিলক্রিস্টের বর্তমানে মোট সম্পদ কত ?  

প্রাক্তন ক্রিকেটারের মোট সম্পদ কত তা এখন অজানা। তাহলে এটুকু বলা যায় ভারতীয় ক্রিকেটার থেকে কম হবে। ceoworld ম্যাগাজিনের ওয়েবসাইট অনুযায়ী, ধনী ক্রিকেটার তালিকায় প্রথম স্থানে রয়েছে সচিন টেন্ডুল্কার( ১৭০ মিলিয়ন ডলার), দ্বিতীয় স্থানে রয়েছে মহেন্দ্র সিং ধোনি ( ১১৫ মিলিয়ন ডলার)। পুরো তালিকাটি দেখুন এখানে। 

নিষ্কর্ষঃ তথ্য যাচাই করে ফ্যাক্ট ক্রিসেণ্ডো সিদ্ধান্তে এসেছে উপরোক্ত দাবিটি ভুয়া। F45 নামের একটি বিশ্বব্যাপী ফিটনেস কোম্পানির প্রতিষ্ঠাতা এবং প্রাক্তন সিইও-এর নামও অ্যাডাম গিলক্রিস্ট। প্রাক্তন অস্ট্রেলিয়ার ক্রিকেটার অ্যাডাম গিলক্রিস্ট বিশ্বের সবচেয়ে ধনী ক্রিকেটার নন।     

Avatar

Title:প্রাক্তন অস্ট্রেলিয়ার ক্রিকেটার অ্যাডাম গিলক্রিস্ট বিশ্বের সবচেয়ে ধনী ক্রিকেটার নন

Fact Check By: Nasim Akhtar 

Result: False

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *