
সম্প্রতি যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভয়ঙ্কর আকারের শিলাবৃষ্টি পড়ার একটি ভিডিও বিশাল ভাইরাল হচ্ছে যা শেয়ার করে দাবি করা হচ্ছে এটি যুক্তরাষ্ট্রে ভয়াবহ শিলাবৃষ্টির ভিডিও। ভিডিওতে দেখা যাচ্ছে, আকাশ থেকে বিশাল আকারের শিলাখন্ড আছড়ে পরছে রাস্তায়, রাস্তায় দাড়িয়ে থাকা গাড়ির উপর, বাড়ির ছাদে। যার ফলে গাড়ি ভেঙ্গে বসছে এবং বাড়ির ছাদের চটা উঠে যাচ্ছে। এই ভয়াবহ দৃশ্য দেখে প্রতক্ষ্যদর্শীদের চিৎকারের আওয়াজ শূনতে পাওয়া যাচ্ছে।
ভিডিওটি শেয়ার করে ক্যাপশনে লেখা হয়েছে,”যুক্তরাষ্ট্রে ভয়ংকর শিলাবৃষ্টি, এ যেনো আল্লাহর গজব…..।“
তথ্য যাচাইয়ের মাধ্যমে আমরা পেয়েছি ভিডিওটির আসলে কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে তৈরি করা।
তথ্য যাচাইঃ
যুক্তরাষ্ট্রে ভয়ংকর শিলাবৃষ্টি, এ যেনো আল্লাহর গজব…..!ই দাবির সত্যতা যাচাই করতে আমরা প্রথমে গুগলে প্রাসঙ্গিক কী-ওয়ার্ড দিয়ে অনুসন্ধান করি। ফলাফলে দেখা যায়, কোনো বিশ্বাসযোগ্য প্রতিবেদনেই এই ভিডিওকে ঘিরে এমন কোনো তথ্য পাওয়া যায়নি, এমনকি যুক্তরাষ্ট্রে এ ধরনের ভয়াবহ শিলাবৃষ্টির কথাও উল্লেখ নেই।
এরপর ভিডিওটি ভালো করে পর্যবেক্ষণ করলে দেখা যায়, ভিডিওর ঠিক ১৪ সেকেন্ডের সময় গাড়ির টায়ারে আঘাত লেগে দেওয়ালের দিকে যাওয়া শিলাখণ্ডটি কিছুক্ষণের মধ্যেই দেওয়ালের সাথে মিলিয়ে যায়। রাস্তায় দাঁড়িয়ে থাকা গাড়ির উপর শিলাখণ্ডটি পড়তে দেখা গেলেও পরের দৃশ্যে ফাঁকা রাস্তা দেখা যায়। এসব অসঙ্গতি থেকে প্রাথমিকভাবে ধারণা করা যায়, ভিডিওটি এআই নির্মিত।
ভিডিওর আসল উৎস খুঁজতে ভিডিওর কি ফ্রেমগুলোকে গুগলে রিভার্স ইমেজ সার্চ করি। ফলস্বরুপ, হুবহু একই রকমের একটি ভিডিও ‘Love Trends Ai’ নামক ইন্সতা প্রোফাইলে পাওয়া যায়। সেই ভিডিওতে রয়েছে ‘ínvideo’-এর একটি ওয়াটারমার্ক এবং ক্যাপশনের হ্যাসট্যাগে ‘#InVideoAI’ ব্যবহার করা হয়েছে।
সেই প্রফাইলেই শেয়ার করা ভিডিওর অন্য ভিডিও গুলো পেয়ে যায়। ভিডিওগুলোতে রয়েছে ‘ínvideo’-এর একটি ওয়াটারমার্ক এবং ক্যাপশনের হ্যাসট্যাগে ‘#InVideoAI’ ব্যবহার করা হয়েছে। একটি ভিডিওর পোস্টের ক্যাপশনে স্পষ্ট লেখা হয়েছে ভিদিও গুলো InVideoAI আপ ব্যবহার করে তৈরি করা হয়েছে।
InVideo হলো একটি অনলাইন ভিডিও তৈরির ও সম্পাদনার প্ল্যাটফর্ম।
নিষ্কর্ষঃ তথ্য যাচাইয়ের মাধ্যমে ফ্যাক্ট ক্রিসেন্ডো এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে আকাশ থেকে বিশাল আকারের ভয়ঙ্কর শিলাবৃষ্টির ভাইরাল ভিডিওটি এআই নির্মিত।
Title:যুক্তরাষ্ট্রে ভয়াবহ শিলাবৃষ্টির নামে ভাইরাল হওয়া ভিডিওটি আসলে এআই দ্বারা নির্মিত
Fact Check By: Nasim AkhtarResult: Altered

