ছবিতে যাকে ভ্যাকসিন নিতে দেখা যাচ্ছে তিনি হলে ডাঃ শামীমা আক্তার

False Political

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যেমে একটি ছবি শেয়ার করে দাবি করা হচ্ছে, করনার ভ্যাকসিন নিলেন ব্যারিস্টার রুমিনা ফারহানা। ছবিতে দেখা যাচ্ছে হালকা নীল রঙের শাড়ি পরিহিত একজন মহিলা একটি ইঞ্জেকশন নিচ্ছেন। এই মহিলার মুখ মাস্ক থাকায় তিনি কে তা চেনা যাচ্ছে না। পোস্টের ক্যাপশনে লেখা রয়েছে, “বিএনপির নায়িকা তিনি সরকার এবং সরকারের আনা করোনা ভ্যাকসিনের প্রতি আস্থা নেই বলে চিৎকার করে জনগণকে বিভ্রান্ত করছিলেন যারা তাদের মধ্যে থেকে প্রথম সারিতেই ভ্যাকসিন নিলেন ব্যারিস্টার রুমিন ফারহানা।“ 

তথ্য যাচাই করে আমরা দেখতে পেয়েছি এই দাবি ভুয়ো এবং বিভ্রান্তিকর। ছবিতে যাকে ভ্যাকসিন নিতে দেখা যাচ্ছে তিনি হলেন টাকা মেডিকেল কলেজের ডাঃ শামীমা আক্তার, রুমিন ফারহানা নয়। 

Farhana.png
ফেসবুক আর্কাইভ 
Rumin.png
ফেসবুক আর্কাইভ 

তথ্য যাচাই 

এই দাবির সত্যতা যাচাই করতে প্রথমে গুগলে রিভার্স ইমজে সার্চ করি। সংবাদমাধ্যম ‘নিউজ বাংলা ২৪’র একটি প্রতিবেদনে এই ছবিটিকে দেখতে পাই। জানতে পারি, ছবিতে যাকে দেখা যাচ্ছে তার নাম শামীমা আক্তার। তিনি ঢাকা মেডিকেল কলেজের চিকিৎসক। তিনি এই সংবাদমাধ্যমকে জানিয়েছেন,
“আমি আজ সকাল সাড়ে ১০টায় ঢাকা মেডিক্যালে করোনা ভ্যাকসিন নিয়েছি। এরপর থেকেই ফেসহিসেবে ফেসবুকে ছড়িয়ে দেয়া হয়েছে। আমি অবাক হয়ে গেছি দেখে।“

Shamima.png
প্রতিবেদন আর্কাইভ 

এরপর কিওয়ার্ড সার্চ করে সংবাদমাধ্যম ‘যমুনা টিভি’র একটি ভিডিও প্রতিবেদনে এই মহিলাটিকে দেখতে পাই। ওই প্রতিবেদনে তাকে ডাক্তার বলে সম্বোধন করা হয়। 

https://www.facebook.com/JamunaTelevision/posts/3747309485364885

অন্যদিকে রুমিন ফারহানার ফেসবুক প্রোফাইলে গিয়ে দেখতে পাই, তাকে নিয়ে ছড়ানো ফেক নিউজের বিষয়ে তিনি অবগত এবং এই মর্মে একটি পোস্টও করেন তিনি। 

https://www.facebook.com/rumeenfarhanaa/posts/3646060628809567

আর্কাইভ 

নিষ্কর্ষঃ তথ্য যাচাই করে ফ্যাক্ট ক্রিসেন্ডো সিদ্ধান্তে এসেছে উপরোক্ত দাবিটি ভুল। ছবিতে যাকে ভ্যাকসিন নিতে দেখা যাচ্ছে তিনি হলেন টাকা মেডিকেল কলেজের চিকিৎসক ডাঃ শামীমা আক্তার, রুমিন ফারহানা নয়

Avatar

Title:ছবিতে যাকে ভ্যাকসিন নিতে দেখা যাচ্ছে তিনি হলে ডাঃ শামীমা আক্তার

Fact Check By: Rahul A 

Result: False

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *