
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ভিডিও শেয়ার করে দাবি করা হচ্ছে, দুবাইয়ের বুর্জ খলিফাতে প্রদর্শিত হলো ভারতীয় হিজাব-বিতর্কের মুখ মুসকানের নাম ও ছবি। পোস্টের ৩০ সেকেন্ডের এই ভিডিওতে দেখা যাচ্ছে, বুর্জ খলিফার আলোকরশ্মির মাঝে ভেসে উঠছে মুসকান নামের একটি লেখা এবং হিজাব লাগিয়ে রাখা ভাইরাল মেয়েটির ছবি। পোস্টের ক্যাপশনে লেখা রয়েছে “ এবারের #দুবাই এর বুর্জ খলিফা তে প্রিয় সাহসী বোন” #মুসকান❤️ কে #সম্মান 💐জানাতে তার নামের আলোকসজ্জায় স্থাপন করলো।❤️ #Muskan ❤️।“
তথ্য যাচাই করে আমরা জানতে পারি পোস্টের দাবি ভুয়া ও বিভ্রান্তিকর। বুর্জ খলিফার আলোকসজ্জায় প্রদর্শিত মুসকানের নাম ও ছবিযুক্ত ভাইরাল ভিডিওটি সম্পাদিত।
উল্লেখ্য, কয়েকদিন আগে কর্ণাটকে উদুপির একটি সরকারি প্রি-ইউনিভার্সিটি কলেজে শ্রেণীকক্ষে হিজাব পরে আসা ছাত্রীদের কলেজ চত্বরের বাইরে চলে যেতে বলা হয়। এই ঘটনার পরেই দেশজুড়ে শুরু হয় হিজাব-বিতর্ক। দক্ষিণপন্থী সংগঠনগুলি হিজাব পরে ছাত্রীদের ক্লাসে আসার বিরোধিতা করতে শুরু করে। কর্ণাটকের ম্যান্ডার পিইএস কলেজে একজন ছাত্রী কলেজে আসার পথ তাকে হেনস্থা করতে শুরু করে দক্ষিণপন্থী ছাত্রের একটি দল। মেয়েটিকে দেখে তারা ‘জয় শ্রী রাম, জয় শ্রী রাম’ চিৎকার করতে থাকে। উত্তরে মেয়েটি ‘আল্লাহু আকবর’ স্লোগান তোলে। এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর হিজাব-বিতর্কের মুখ হয়ে যায় মুসকান হিজাব পরিহিত এই কলেজ ছাত্রী। বিস্তারিত…।
ফ্যাক্ট ক্রিসেন্ডো বাংলাদেশ এর আগে হিজাব-বিতর্ক নিয়ে ছড়ানো দুটি ভুয়া খবরের তথ্য যাচাই করে সেটিকে ভুয়া প্রমাণ করে। ফ্যাক্ট চেকগুলি পড়ুন এখানে এবং এখানে।
তথ্য যাচাই
এই ভিডিওর সত্যতা যাচাই করতে ফ্যাক্ট ক্রিসেন্ডো মুসকানের বাবা মোহাম্মাদ হুসেইন খানের সাথে যোগাযোগ করে। তিনি জানিয়েছিলেন মেয়ের নাম মুসকান খান ( Muskan Khan )। ভিডিওটিকে ভালোকরে পর্যবেক্ষণ করলে দেখতে পাওয়া যাচ্ছে আলোকসজ্জার মধ্যে ভেসে ওঠা নামে লেখা হয়েছে ’Muskahan’। অর্থাৎ, ভিডিওতে প্রদর্শিত নামটি ভুল। বুর্জ খলিফার মত আন্তর্জাতিক আকর্ষণীয় আলোকসজ্জায় এরকম ভুল করতেই পারেনা। এছাড়া, তিনি আরও বলেন বুর্জ খলিফায় মুসকানের ছবির আসার কোনও খবর তিনি পাননি এবং তার কাছে এই বিষয়ে কোনও তথ্য নেই।
এছাড়া, ভিডিওতে দেখা যাচ্ছে প্রদর্শিত মুসকানের ছবির কিছু অংশ বুর্জ খলিফা বিল্ডিঙের বাইরে বেরিয়ে যাচ্ছে। যদি ছবিটি বিল্ডিঙের প্রদর্শিত হয় তাহলে ছবির কোন অংশয় বিল্ডিঙের বাইরে বের হওয়া সম্ভব নয়।

এরপর আমার গুগলে প্রাসঙ্গিক কি ওয়ার্ড সার্চ করি। কোনও সংবাদমাধ্যমেই মুসকানের ছবি প্রদর্শনের ব্যাপারে কোনও প্রতিবেদন পাওয়া যায়না।
আরও নিশ্চিত হতে আমরা বুর্জ খলিফার অফিসিয়াল ইন্সতাগ্রাম হ্যান্ডলে মুসকানের ছবি প্রদর্শনের ছবি খুঁজে দেখার চেষ্টা করি। মুসকানের ছবি প্রদর্শন সম্পর্কে কোন পোস্টই আমার খুঁজে পাওয়া যায় না। চিনের নববর্ষ উদযাপনের উদ্দেশ্যে শেষ বারের মত বুর্জ খলিফা আলোকিত করা হয়েছিল।
তথ্য প্রমানের সাপেক্ষে স্পষ্ট হয়ে যায় দুবাইয়ের বুর্জ খলিফায় প্রদর্শিত মুসকানের ছবিওয়ালা ভাইরাল এই ভিডিওটি সম্পাদিত।
নিষ্কর্ষঃ তথ্য যাচাই করে ফ্যাক্ট ক্রিসেন্ডো সিদ্ধান্তে এসেছে উপরোক্ত দাবিটি ভুল ও ভিত্তিহীন। বুর্জ খলিফার আলোকসজ্জায় প্রদর্শিত মুসকানের নাম ও ছবিযুক্ত ভাইরাল ভিডিওটি সম্পাদিত।

Title:ভারতীয় হিজাব-বিতর্কঃ বুর্জ খলিফার আলোকসজ্জায় প্রদর্শিত মুসকান, সম্পাদিত ভিডিও শেয়ার করে ভুয়া দাবি
Fact Check By: Rahul AResult: Altered