আইসিসি টি২০ বিশ্বকাপ ২০২৪-এর ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে পরাজিত করে চ্যাম্পিয়ন খেতাব জয় নিজের নাম করেছে ভারত। ক্রিকেট বিশ্বকাপের আবহে দক্ষিণ আফ্রিকার বিধ্বংসী ব্যাটসম্যান ডেভিড মিলারকে ঘিরে একটি পোস্ট সামাজিক মাধ্যম ফেসবুকের নিউজ ফিডে বিশাল ঘুরপাক খাচ্ছে। ভাইরাল এই পোস্টে দাবি করা হচ্ছে, ডেভিড মিলার টি২০ ফরম্যাট থেকে অবসর নেওয়ার ঘোষণা করেছেন।

পোস্টের ক্যাপশনে লেখা হয়েছে,”আন্তর্জাতিক টি-টোয়েন্টি ফরম্যাট থেকে অবসর ঘোষণা করলেন সাউথ আফ্রিকান ক্রিকেটার ডেভিড মিলার! যাকে সবাই কিলার মিলার হিসেবে চেনেন 🥺।“

তথ্য যাচাই করে আমরা পেয়েছি দাবিটি ভুয়ো।

ফেসবুক পোস্ট আর্কাইভ

তথ্য যাচাইঃ

এই দাবির সত্যতা যাচাই করতে আমরা প্রথমে ক্রিকেট তারকার সোশ্যাল মিডিয়া প্রোফাইলগুলো দেখি। খুঁজে দেখি তিনি অবসর সংক্রান্ত কোন পোস্ট করেছে কি না।

তার ইন্সতা প্রোফাইলে হাইলাইট করে রাখা একটি ফাইল ‘ক্রিকেট’ সেখানে তার অবসর গ্রহন করা নিয়ে একটি পোস্ট পাওয়া যায় যা তিনি ২ জুলাই তারিখে করেছেন। সেখানে তিনি তার অবসর গ্রহন করার দাবিটিকে খণ্ডন করে জানিয়েছেন,”আমি আন্তর্জাতিক টি২০ খেলা থেকে অবসর গ্রহন করছি না। আমি দেশের হয়ে খেলার জন্য উপলব্ধ থাকবো। ভালো ফলাফল আসতে এখনো দেরি আছে।“

২৯ জুন তারিখে আন্তর্জাতিক টি২০ বিশ্বকাপের ফাইনাল খেলা ভারত ও দক্ষিণ আফ্রিকার মধ্যে সম্পন্ন হয়েছে যেখানে ৭ রানে জয়লাভ করে ভারত। দক্ষিণ আফ্রিকার জয়ের পর ১ জুলাইয়ে ডেভিড একটি স্টোরি শেয়ার করে যেখানে তিনি এই পরাজয়ের পর দুঃখের কথা এবং পুরো দলের প্রতি গর্বিত অনুভব করার কথা জানিয়েছিলেন।

তাছাড়া, অনেক সংবাদ প্রতিবেদনেও রিপোর্ট করেছেন যে, ডেভিড মিলার অবসর গ্রহন করছেন ন। তিনি দক্ষিণ আফ্রিকার হয়ে খেলার জন্য উপলব্ধ থাকবেন।

নিষ্কর্ষঃ তথ্য যাচাইয়ের ভিত্তিতে ফ্যাক্ট ক্রিসেণ্ডো এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে, আন্তর্জাতিক টি২০ খেলা থেকে ডেভিড মিলারের অবসর গ্রহন করার দাবিটি মিথ্যা। তিনি অবসর গ্রহন করছেন না। ভবিষ্যতে দলের হয়ে আন্তর্জাতিক টুর্নামেন্ট খেলার জন্য উপলব্ধ আছেন।

Avatar

Title:আন্তর্জাতিক টি২০ থেকে ডেভিড মিলারের অবসর গ্রহন করার দাবিটি মিথ্যা

Fact Check By: Nasim Akhtar

Result: False