মাটির তৈরি ফ্রিজের ছবিটি AI নির্মিত 

False Social

সম্প্রতি যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক বৃদ্ধ, জীর্ণ মহিলার ছবি বিশাল শেয়ার করা হচ্ছে। ছবিতে মহিলাকে আগিনা জাতীয় এক জায়গায় বসে থাকতে দেখা যাচ্ছে। মহিলার পাশেই রয়েছে মাটি দিয়ে তৈরি ফ্রিজের ন্যায় একটি বস্তু যার মধ্যে রয়েছে বেশ কয়েকটি বোতল। একটি বোতলে মুখ লাগিয়ে জলপান করার মত অবস্থাতে দেখা যাচ্ছে মহিলাকে। ছবিটি শেয়ার করে দাবি করা হচ্ছে যে, ছবিতে থাকা ফ্রিজটি নির্মাণে একমাস সময় লেগেছে বৃদ্ধার। ছবিটির উপর লেখা হয়েছে,”মাটির ফ্রিজ বানাতে ১ মাস লেগেছে একটা লাইক অবশ্যই করুন।“ 

তথ্য যাচাই করে আমরা ছবিটিকে কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে নির্মিত বলে পেয়েছি। ছবিটির বাস্তব অস্তিত্ব নেই। ছবিটি কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে নির্মিত। 

ফেসবুক পোস্ট আর্কাইভ 

তথ্য যাচাইঃ 

প্রথমত, ছবির বৃদ্ধার শরীরে, মুখে ভাঁজের পরিমান সাধারন বয়স্ক মহিলার থেকে একটু বেশিই। দ্বিতীয়ত, বৃদ্ধা যে বোতলের জলপান করছেন সেই বোতলের মুখ বন্ধ অবস্থায় রয়েছে। তৃতীয়ত, ফ্রিজে থাকা বোতাম গুলো নিছকই কাদা দিয়ে আকার দেওয়া রয়েছে বলে মনে হচ্ছে। এই সমস্ত তথ্যকে মাথায় রেখে বিচার করে প্রাথমিক দৃষ্টিতে ছবিটিকে নিয়ে সন্দেহ জাগে। তাছাড়া, মাটির ফ্রিজ কি ভাবেই বা পরিচালিত হবে।  

AI নির্মিত কন্টেন্ট ডিটেকশন অ্যাপ্লিকেশান ‘হাইভ’ সহ ‘isitai.com’ নিশ্চিত করে যে ভাইরাল এই ছবিটি কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে তৈরি করা। 

উপরোক্ত তথ্যের ভিত্তিতে প্রমানিত হয় যে, ভাইরাল ছবিটি AI নির্মিত। 

নিষ্কর্ষঃ তথ্যের ভিত্তিতে ফ্যাক্ট ক্রিসেণ্ডো এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে মাটির ফ্রিজের নামে ভাইরাল ছবিটির বাস্তব অস্তিত্ব নেই। ছবিটি আসলে AI নির্মিত। 

Avatar

Title:মাটির তৈরি ফ্রিজের ছবিটি AI নির্মিত

Fact Check By: Nasim Akhtar  

Result: False

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *