
সম্প্রতি সোশ্যাল মিডিয়া ফেসবুকে একটি ভিডিও শেয়ার করে দাবি করা হচ্ছে, মায়ানমারের ভূমিকম্পে কেঁপে উঠলো চট্টগ্রাম। শেয়ার করা ১ মিনিট ৩১ সেকেন্ডের এই ভিডিওটি একটি সিসিটিভি ফুটেজ বলে মনে হচ্ছে। ভিডিওতে দেখা যাচ্ছে, একটি রাস্তায় যানবাহন চলাচল করছে এবং পথচারীরা হাঁটছে। হঠাৎ ক্যামেরা কেঁপে ওঠে এবং এরপর ভিডিওর বাকি অংশকে কাঁপা অবস্থায় দেখা যায়। রাস্তায় চলমান যানবাহন থেমে যায়, চালক এবং প্যাসেঞ্জাররা গাড়ি ছেড়ে বাইরে এসে দাড়ায়। এছাড়া ভিডিওর ব্যাকগ্রাউন্ডে ইসলাম ধর্ম অনুযায়ী ভূমিকম্পের বিবরণ শোনা যায়।
তথ্য যাচাই করে আমরা জানতে পারি পোস্টের দাবিটি ভিত্তিহীন এবং বিভ্রান্তকর। ২০১৫ সালের নেপালের ভূমিকম্পের ভিডিওকে চট্টগ্রামের সম্প্রতির ঘটনা দাবি করে ভুয়া পোস্ট ভাইরাল করা হচ্ছে।
উল্লেখ্য, চলতি মাসের ২৬ তারিখ, শুক্রবার, ভারত-মায়ানমার সীমান্ত অঞ্চলে রিখটার স্কেলে ৬.১ মাত্রার ভূমিকম্প হয়। এই ভূমিকম্পের ঘটনা পশ্চিমবঙ্গের কলকাতা থেকে শুরু করে আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে অনুভূত হয়। বাংলাদেশের চিটাগং শহরেও এই কম্পনের তরঙ্গ পৌঁছে যায় হয়েছিল।
তথ্য যাচাই
এই দাবির সত্যতা যাচাই করতে ভিডিওটিকে ‘ইনভিড-উই-ভেরিফাই’ টুলে কি ফ্রেমে ভেঙ্গে গুগলে রিভার্স ইমেজ সার্চ করি। ফলাফলে, এই একই ভিডিও ‘দি বেস্ট অফ ইন্ডিয়া’ নামের একটি ইউটিউব চ্যানেলে এর অনুসন্ধান পাই। ভিডিওটি ১৩ ডিসেম্বর, ২০১৯, তারিখে আপলোড করা হয়েছে। ভিডিওর শিরোনামে লেখা রয়েছে, “নেপাল ভূমিকম্প সিসিটিভি ফুটেজ ভদ্রকালী গেট কাঠমান্ডু ২৫ এপ্রিল ২০১৫।”
এখান থেকে স্পষ্ট ধারণা হয়ে যায় ভিডিওটি সম্প্রতির নয় এবং মায়ানমার ভূমিকম্পের সাথে এই ভিডিওর কোন সম্পর্ক নেই।
এই সূত্র ধরে প্রাসঙ্গিক কিওয়ার্ড সার্চ করতে থাকি। ‘সেল্টন’ নামের একটি ইউটিউব চ্যানেলে আপলোড করা হয়েছি। ২০১৫ সালের ২৫ এপ্রিল তারিখে শেয়ার করা এই ভিডিও থেকে জানতে পারি, এটি নেপালের ভদ্রকালি মন্দির গেটের সামনের সিসিটিভি ফুটেজ।
২৫ এপ্রিল, ২০১৫, তারিখে নেপালের এই ভুমিকম্প গোর্খা ভুমিকম্প নামেও পরিচিত। এই ঘটনায় ৮,৮৫৭-এর বেশি নেপালি নাগরিকের মৃত্যু হয় এবং ২২,৩০৪ জন আহত হয়। এই ভূমিকম্পের ব্যাপারে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
নিষ্কর্ষঃ তথ্য যাচাই করে ফ্যাক্ট ক্রিসেন্ডো সিদ্ধান্তে এসেছে উপরোক্ত দাবিটি ভুল ও ভিত্তিহীন। ২০১৫ সালের নেপালের ভূমিকম্পের ভিডিওকে চট্টগ্রামের সম্প্রতির ঘটনা দাবি করে ভুয়া পোস্ট ভাইরাল করা হচ্ছে।

Title:নেপালের ভুমিকম্পের পুরনো ভিডিওকে চট্টগ্রামের ঘটনা দাবি করে ভুয়া পোস্ট ভাইরাল
Fact Check By: Rahul AResult: False