
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে পুরনো একটি ভুয়া খবর পুনরা ভুয়া দাবির সাথে শেয়ার করে হচ্ছে। পোস্টে একটি খবরের কাগজের একটি প্রতিবেদনের কাট-আউট দেখা যাচ্ছে। এই প্রতিবেদনের শিরোনামে লেখা রয়েছে, “স্ত্রীর গোশত খেতে পারবে স্বামীঃ সৌদির গ্র্যান্ড মুফতি”। খবরের মূল অংশের সারসংক্ষেপ হল এই, সৌদি আরবের গ্রান্ড মুফতি আব্দুল আজিজ বিন আব্দুল্লাহ ফতোয়া জারি করে জানিয়েছেন স্বামী তার স্ত্রীর গোস্ত খেতে পারবে।
তথ্য জাচাই করে আমরা দেখতে পেয়েছি এই দাবি ভুয়া এবং বিভ্রান্তিকর। সৌদির গ্র্যান্ড মুফতি এরকম কোনও ফতোয়া জারি করেনি।

এই খবরটি ২০১৫ সালেও ভাইরাল হয়েছিল। বিভিন্ন বাংলাদেশী নিউজ পোর্টাল এই খবরটি প্রকাশ করেছিল।

তথ্য যাচাই
এই দাবির সত্যতা যাচাই করতে প্রথমেই আমরা গুগলে কিওয়ার্ড সার্চ করি। ফলাফলে সংবাদমাধ্যম ‘সিএনএন আরব’র একটি প্রতিবেদনে এই খবরটি দেখতে পাই। এই প্রতিবেদন অনুযায়ী, ‘গৌদ’ নামে একটি ওয়েবসাইট ব্যাঙ্গাত্মক রূপে এই প্রতিবেদনটি প্রকাশ করে। সৌদির গ্র্যান্ড মুফতি আব্দুল আজিজ বিন আব্দুল্লাহ-এর বরাতে এই ব্যাঙ্গাত্মক প্রতিবেদনে লেখা হয়।
এরপর, কিওয়ার্ড সার্চ করে আরবের সংবাদমাধ্যম ‘আরাবিয়া ইংলিশ’র ওয়েবসাইটে এই মর্মে একটি প্রতিবেদন দেখতে পাই। জানতে পারি, এই সংবাদমাধ্যম ওই মুফতির সাথে যোগাযোগ করে তার এই ফতোয়ার বিষয়ে জিজ্ঞাসা করার পর আব্দুল আজিজ বিন আব্দুল্লাহ এই দাবিকে ভুয়া বলে নাকচ করে দেন।

নিষ্কর্ষঃ তথ্য যাচাই করে ফ্যাক্ট ক্রিসেন্ডো সিদ্ধান্তে এসেছে উপরোক্ত দাবিটি ভুল। সৌদির গ্র্যান্ড মুফতি আব্দুল আজিজ বিন আব্দুল্লাহ এরকম কোনও ফতোয়া জারি করেনি।

Title:স্ত্রীর গোশত খেতে পারবে স্বামী, এরকম কোনও মন্তব্য করেনি সৌদির গ্র্যান্ড মুফতি
Fact Check By: Rahul AResult: False