সুইডেন যৌনতাকে খেলা হিসেবে স্বীকৃতি দিয়েছে ? জানুন বিভ্রান্তিকর দাবির সত্যতা   

International Misleading

সম্প্রতি একটি আন্তর্জাতিক খবর বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে খুব বেশি ভাইরাল হয়েছে। ভারতীয় মুখধারার সংবাদ প্রতিবেদনে ( ,,,) সহ বাংলাধারার প্রতিবেদন ( ,,,) এই খবর নেটিজেনদের অধিকাংশকে খবরটিকে সত্য খবর বলে মানতে বাধ্য করেছে।  খবরটি হল- যৌনতাকে খেলা হিসেবে স্বীকৃতি দিয়েছে সুইডেন। 

তথ্য যাচাই করে আমরা দেখতে পেয়েছি পোস্টের দাবিটি ভুয়া ও বিভ্রান্তিকর। সুইডেন যৌনতাকে জাতীয় খেলা হিসেবে স্বীকৃতি দেয়নি। সুইডিশ সেক্স ফেডারেশন নামের একটি সংস্থা যা সুইডেন জাতীয় ক্রীড়া সংঘের তালিকাভুক্ত নয় অর্থাৎ সুইডিশ সেক্স ফেডারেশন নামের এই সংস্থাটি স্বাধীন একটি সংস্থা। ইউরোপীয় সেক্স চ্যাম্পিয়নশিপ খেলাটি স্বাধীন একটি সংস্থা দ্বারা আয়োজিত। 

ফেসবুক পোস্ট আর্কাইভ 

তথ্য যাচাইঃ 

এই দাবির সত্যতা যাচাই প্রক্রিয়া গুগলে প্রাসঙ্গিক কিওয়ার্ড সার্চের মাধ্যমে শুরু করি। ফলে, স্থানীয় ও ভারতীয় মুখ্যধারার সংবাদ প্রতিবেদনে এই খবরের উল্লেখ পেলেও পোস্টের দাবি কেন্দ্রিক সুইডেনের সংবাদ প্রতিবেদন বা আন্তর্জাতিক মিডিয়া রিপোর্ট পাইনা।

সুইডেনের সংবাদ সংস্থা Goterborgs-Posten-এর ২৬ এপ্রিল,২০২৩, তারিখের প্রতিবেদন অনুযায়ী, ’সুইডিশ সেক্স ফেডারেশন যৌনতাকে খেলা হিসেবে স্বীকৃতি চেয়ে একটি আবেদন করেছিল সুইডেন জাতীয় ক্রীড়া সংঘ কাছে এবং সেই আবেদনটি প্রতাখ্যান করে দিয়েছে সুইডেন ন্যাশনাল স্পোর্টস কনফেডারেশন। 

প্রতিবেদন আর্কাইভ 

অন্য একটি সুইডিশ সংবাদ মাধ্যম ’TV4’-এর ১৯ জানুয়ারি,২০২৩, তারিখের প্রতিবেদনে সুইডেনের ন্যাশনাল স্পোর্টস কনফেডারেশনের চেয়ারম্যান Björn Eriksson স্পষ্ট করেছেন যে যৌনতাকে খেলা হিসাবে শ্রেণীবদ্ধ করা হবে না। 

প্রতিবেদন আর্কাইভ 

অন্য এক সুইডিশ প্রতিবেদনেও একই কথা বলা হয়েছে। দেখুন এখানে। 

সুইডিশ ন্যাশনাল স্পোর্টস কনফেডারেশনের ( সুইডেন জাতীয় ক্রীড়া সংঘ) তথ্য ও সম্প্রচার প্রধান আনা সেটজম্যান বলেছেন, “সুইডিশ স্পোর্টস কনফেডারেশন এই বিষয়টির প্রতি দৃষ্টি আকর্ষণ করেছে যে আন্তর্জাতিক মিডিয়ার কিছু অংশে বর্তমানে এই খবর প্রচার করা হচ্ছে যে একটি সুইডিশ সেক্স ফেডারেশন সুইডিশ স্পোর্টস কনফেডারেশনের ( সুইডেন জাতীয় ক্রীড়া)  সদস্য হয়েছে। সুইডিশ স্পোর্টস কনফেডারেশনের এমন কোনো সেক্স ফেডারেশন নেই। এই সমস্ত তথ্য মিথ্যা,” 

’সুইডিশ সেক্স ফেডারেশন’ নামের কোন সংস্থা সুইডেন জাতীয় ক্রীড়া সংঘের তালিকাভুক্ত নয়। 

ভাইরাল খবরটি ’সুইডিশ সেক্স ফেডারেশন’ নামে একটি সংস্থার নোটিশের উপর ভিত্তি করে তৈরি যা ঘোষণা করেছিল যে সুইডেনে ৮ জুন তারিখে একটি ইউরোপীয় সেক্স চ্যাম্পিয়নশিপ শুরু হবে।   

তথ্যের ভিত্তিতে স্পষ্ট হয় যে, সুইডেন যৌনতাকে জাতীয় খেলা হিসেবে স্বীকৃতি দেয়নি। সুইডিশ সেক্স ফেডারেশন নামের একটি সংস্থা যা সুইডেন জাতীয় ক্রীড়া সংঘের তালিকাভুক্ত নয় অর্থাৎ সুইডিশ সেক্স ফেডারেশন নামের এই সংস্থাটি স্বাধীন একটি সংস্থা। ইউরোপীয় সেক্স চ্যাম্পিয়নশিপ খেলাটি স্বাধীন একটি সংস্থা দ্বারা আয়োজিত। 

নিষ্কর্ষঃ

তথ্য যাচাই করে ফ্যাক্ট ক্রিসেণ্ডো সিদ্ধান্তে এসেছে উপরোক্ত দাবিটি ভুয়া। সুইডেন যৌনতাকে জাতীয় খেলা হিসেবে স্বীকৃতি দেয়নি। সুইডিশ সেক্স ফেডারেশন নামের একটি সংস্থা যা সুইডেন জাতীয় ক্রীড়া সংঘের তালিকাভুক্ত নয় অর্থাৎ সুইডিশ সেক্স ফেডারেশন নামের এই সংস্থাটি স্বাধীন একটি সংস্থা। ইউরোপীয় সেক্স চ্যাম্পিয়নশিপ খেলাটি স্বাধীন একটি সংস্থা দ্বারা আয়োজিত।

Avatar

Title:সুইডেন যৌনতাকে খেলা হিসেবে স্বীকৃতি দিয়েছে ? জানুন বিভ্রান্তিকর দাবির সত্যতা

Written By: Nasim A 

Result: Misleading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *